নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশরাফুল আলম

চির চেনা

i write for myself, its my hobby, want to be a bolgger.

চির চেনা › বিস্তারিত পোস্টঃ

ঘরটা আসলেই পূর্ণ

৩০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৮

ছোট্ট ঘর,তিল তিল পূর্ণ করা
আর কেইবা ঢুকতে পারে
জায়গা খালি নেই,ঘরটা পূর্ণ কানায় কানায়
একটু বাতাস,একটু আলো এছাড়া আর কিছু নয়
দরজা বন্ধ করবো?নাহ তা কেন ?
পূর্ণতা এতোটাই পূর্ণ যে খোলা আর বন্ধ একসমান
ওই খোলা রাখা এই নয় যে কেউ ঢুকবে
শুধু নিশ্বাসের বিশ্বাস জিইয়ে রাখার জন্য।
হয়তো কেউ জোর করবে,হয়তো উঁকি দিবে
মেহমান হয়ে এসো,দুবেলা গিলো,চলে যাও
এর বেশী কিছু নয়
ঘরটা সত্যিকারের পূর্ণ কানায় কানায়।
বিয়োগে কেউ জায়গা দখলে আসতে পারে
কঙ্কাল এসে দেখবে সেথায়,কি নিবে তা হতে ?
বিয়োগের প্রতিস্থাপন হয়না কভু।
আরশিনগর আর ঘর মিশে একাকাকার
চাপা যন্ত্রণায় তখন আরও পূর্ণ।
বিশ্বাস করো,ঘরটা আসলেই পরিপূর্ণ।
জীবিত কেউ কবর পায় না
পায় উপরের খণ্ড জমি টুকু
তোমার ঘর আপন করে করো তৈরি
এই ঘরটা একাবারেই পূর্ণ সবদিক।
হাই অতিথি !ঘোমটা দিয়েই থাকো
খানাপিনা শেষ তো ! আবার দেখা হবে
কারণ ছোট্ট ঘরটা আসলই পূর্ণ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.