নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশরাফুল আলম

চির চেনা

i write for myself, its my hobby, want to be a bolgger.

চির চেনা › বিস্তারিত পোস্টঃ

লাজ

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৪৩

একদা এক ফকির দরজা ধরিয়া কহিল
স্যার ভিক্ষা কিছু দিবেন?দুদিন আছি অনাহারে
উদরে পরে নাই দানাপানি।
মালিক ক্রুদ্ধ,বদন খানা পাঁচ,ভেংচিয়ে বলে
ওরে শালা ফকির ভিক্ষা কেন করিস
লজ্জা কি নাই তোর!
গায়ে গতরে খাটিয়া খা,শান্তি পাইবি বেশ।
ফকির অবনত মস্তকে অপলক চাহিয়া কহে
বলবো কি স্যার,লজ্জা ছিল
নিয়ে গেছে সব উপরের মহলে !
মহাজন সুদে দিয়াছিল ধার,ঘুষ দিলাম মেলা
জুটেছিল কষ্টে একখানা চাকরী
ভাগ্য ফিরানোর কি যে সে আশা !
ঘুষের কি জ্বালা,সুদের এত গরম যে স্যার
খুয়াইলাম সব,সাজ আর যত ছিল লাজ।
বলি বাপু হয়েছে এবার,থামাও তোমার টেপ
নাও এই ৫ টি পয়সা,দেখো আরও খ্যাপ।
আতর স্নু লাগিয়ে বাবু অফিসে গেলো পরে
ফাইল আর কাগজ স্তূপ টেবিলে
কত কাজ যে জমে!
পিছন হইতে হাওলাদার মশাই
ফাইল টা ছাড়েন না স্যার !
আহা বলেন কি,বলেন কি ছাড়ছি এই এখনই
বুঝেনই তো দুপয়সা আয়,
ছাড়েন কিছু মালপানি।
আপনারা আর না দিলে দিবে কে আর বলুন
খরচ কত বেড়েছে যে বুঝতেই তো পারুন।
রফা হইলো মোটা অঙ্কে,ভিক্ষুক গুনে পাঁচ
গা গতর কার কোথায়,কোথা সেই লাজ !

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৩২

মোঃ ইমরান কবির রুপম বলেছেন: সবাই সবসময় নিজেরটা নিয়েই ব্যাস্ত

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১৭

তাশফিয়া নওরিন বলেছেন: Kichu komuna ami ;)

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৯

চির চেনা বলেছেন: কিছু কমু না মানে ?

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৭

চির চেনা বলেছেন: কেন আপু কিছু বইলবেন না কেন ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.