নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশরাফুল আলম

চির চেনা

i write for myself, its my hobby, want to be a bolgger.

চির চেনা › বিস্তারিত পোস্টঃ

লিভ টুগেদার

০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১:১১

লিভ টুগেদারেই যদি কাজ হওয়ে যায়
বিয়ের দরকার কি ?
কেউ কেউ বলে বাংলাদেশের পতাকা ভারত নিয়ে যাবে ---- বা বাংলাদেশকে ভারতের কাছে তুলে দেয়া হবে ?
ভারত তার নিজের উদরের পুটলা পুটলি প্রদেশ গুলোই সামাল দিতেই হিমশিম খায় সেখানে বাংলাদেশের মত আরেকটা কখনোই নিজের নামে নিবন্ধন করে নিবে না,তবে ৭১ ই দত্তক নিয়ে রখেছে,বাপ এর পরিচয় দিলে ভারতকেই দিতে হবে,কারণ যুদ্ধটা তো আর বাংলাদেশ পাকিস্তান হয়নি,হয়েছে ভারত পাকিস্তান।
সে কথা ইতিহাস,তবে এর পরবর্তী সময় গুলুতে ভারত মাতা হওয়ে এসে বিমাতা সুলভ আচরণই আমাদের সাথে করেছে,আমরাও আপন মায়ের বুক মনে করে বারবার তার আচলে ঘুমাতে ছুটে চলে যাই।
ইলিশ দেই,বালিশ পাবার জন্য,ক্রেস্ট দেই বেস্ট কিছু পাবো বলে,পানি দেই হয়তো হানি দিবে এই ভেবে,আকাশ দেই সাবাস উপাধি পাবো এই আশায়।
পাওনার খাতায় কম না,ফারক্কা ধুমদারাক্কা করে দিয়েছে অক্কা,আকাশ দিয়েছে নগ্নতা আর ছেদ এর শিক্ষা,বাণিজ্য দিয়েছে ঘাটতির বোঝা,ট্রানজিট,চিপা পথ গলি পথ দিয়েছে মাদক আর অস্ত্রের বিশাল বাহার।
সমাজকে বিভক্ত করে দিয়েছে ভারতীয় মতাদর্শ আর সুস্থ মতাদর্শের মাধ্যমে।অফিস আদালতে ভারতীয় র,বাংলাদেশের দাগি আসামি আর চর বাটপারের জন্মভূমি হওয়ে যায় ভারত যখন আইন তাদের পাকড়াও করতে উদ্যত হয়।সেনাবাহিনী তেও র এর ভয়ঙ্কর থাবা।
আজ সরকার অফিস আদালত সব কিছু যখন ভারতের প্রেস্ক্রিপশান এ চলছে তখন দেশটা ভারত কেন নিজের উদরে ভরবে,লিভ টুগেদারেই তো বেশ আছে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ২:৪৮

রুদ্র জাহেদ বলেছেন: আজ সরকার অফিস আদালত সব কিছু যখন ভারতের
প্রেস্ক্রিপশান এ চলছে তখন দেশটা ভারত কেন
নিজের উদরে ভরবে,লিভ টুগেদারেই তো বেশ
আছে।
প্রথম কিছু কথায় দ্বিমত পোষণ করছি।

বাপ এর পরিচয় দিলে ভারতকেই দিতে
হবে,কারণ যুদ্ধটা তো আর বাংলাদেশ পাকিস্তান
হয়নি,হয়েছে ভারত পাকিস্তান।
এটা কী ধরনের কথা?
লক্ষ লক্ষ শহীদ হয়েছে এরা কারা!

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ ভোর ৪:৪৩

রাফা বলেছেন: ল্যান্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড।

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ ভোর ৬:১১

চির চেনা বলেছেন: জি ভাই লেঞ্জা ঈশ ভেরি ডিফিকাল্ট টু হাইড ------

৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ ভোর ৬:১৩

চির চেনা বলেছেন: শহিদ হয়েছে আমার ভাইয়েরা,শ্রদ্ধা আর দোয়া তাদের জন্য সবসময়ই,কিন্তু সাক্ষর করেছে ভারত,আন্তর্জাতিক ভাবে এ কথাই লিখা ভারত পাকিস্তানের যুদ্ধ,তাই আমি এই কথাটি বলেছিব্যক্তিগতভাবে আমি দ্যরথিনভাবে বলি যুদ্ধটা আমরাই করেছি,ভারত প্রতারণা করেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.