নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশরাফুল আলম

চির চেনা

i write for myself, its my hobby, want to be a bolgger.

চির চেনা › বিস্তারিত পোস্টঃ

Must read it

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৪৭

পৃথিবীর এক ঝাঁক বলদ দের কাছে প্রশ্ন !
---
গাছের প্রাণ আছে?
বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসুর আবিষ্কারের পূর্ব পর্যন্ত মানুষের ধারণা_ উদ্ভিদ জড়পদার্থ মাত্র। তিনিই লক্ষ্য করেন, উদ্ভিদ ও প্রাণী জীবনের মধ্যে অনেক সাদৃশ্য রয়েছে। মানুষের মতো উদ্ভিদেরও রয়েছে আবেগ ও সুখ-দুঃখের অনুভূতি।
তিনি বৈজ্ঞানিক গবেষণার ভিত্তিতে ১৯০২ সালে রচনা করলেন "Responses In The Living And Non-Living " ১৯০৬ সালে প্রকাশিত হলো তার দুটি গ্রন্থ। এর মাধ্যমে তিনি প্রমাণ করলেন, উদ্ভিদ বা প্রাণীকে কোনোভাবে উত্তেজিত করলে তা থেকে একইরকম সাড়া মেলে।তিনি প্রমাণ করলেন,ইউরোপ আমেরিকা স্বীকার করে নিলো যে উদ্ভিদের প্রাণ আছে।
১৫০০ বছর আগে ইসলামের নবী ও এই কথা বলেছিলেন।তবে সে উদাহরণ অনেকেরেই গায়ে ফুস্কা ধরিয়ে দেয় বলে দিলাম না।
-----
এখন আসি --- জীব হত্যায় যাহাদের এত মায়া কান্না --- তারা কোন মায়ের জারজ গর্ভে জন্ম তাহারা নিজেরাই নির্ধারণ করে নিক ।
ভেজিটেরিয়ান হয়ে গাছ হত্যা করতে পারলে মিটেরিয়ান হয়ে প্রাণী হত্যায় এত খারাপ লাগে কেন?
আচ্ছা এ গেলো এক কথা ---
পর সমাচার এই যে,
শুধুমাত্র আমেরিকাতেই প্রতি বছর ৩৩ কোটির উপরে গরু জবাই করা হয় ---- এই ব্যাপারে ওই সব বিশেষজ্ঞের মতামত কি?তখন হৃদয় কি আর কাঁদে না?
এর পর আসি ----
কেন্টাকি ফ্রাইড চিকেন এর নামে প্রতিদিন পৃথিবীতে কত কোটি মুরগী জবাই করা হয়?
উত্তর দিয়ে যান ---
এইবার শেষ কথায় আসি,
ওহে ভণ্ড জীব প্রেমী ---
গত কয়েকবছরে ইরাক,আফগানিস্তান,সিরিয়া,প্যেলেস্তাইন,কাশ্মীর,গুজরাট,মিয়ানমারে কত কোটি প্রাণ কে হত্যা করা হয়েছে?
এসব প্রাণ এর জন্য দয়া আর নসিহত কোথায়?
সস্তা বলদ দের সস্তা বাণীতে যারা মায়া খুঁজে পায় তারাও দিন দিন বিবেকের লোপে একটা রোবট জানায়ারে পরিণত হচ্ছে।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৫২

আলগা কপাল বলেছেন: উচিত জবাব।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১০

চির চেনা বলেছেন: jajakallah

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৬

তারেক বলেছেন: এরা সবাই পেইড লোক । টাকার বিনিময়ে ইসলাম ও মুুসলমানদের বিরুদ্ধে লিখে।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১১

চির চেনা বলেছেন: জাযাকাল্লাহ

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৫

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।
আপনার এবং আপনার পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা।

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৮

আরিয়ান রাইটিং বলেছেন: যুক্তিগত লেখন।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১১

চির চেনা বলেছেন: জাযাকাল্লাহ

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৪

যুক্তিহীন আঁতেল বলেছেন: ভালকথা ল্যাখছেন ভাইজান । পশুবাদীদের মুখে একেবারে ছামা ঘইষ্যা দিছেন ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৫

চির চেনা বলেছেন: জাযাকাল্লাহ

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১০

মো:সাব্বির হোসাইন বলেছেন: চমৎকার লিখেছেন।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৬

চির চেনা বলেছেন: জাযাকাল্লাহ

৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫২

ফারুক রহ্মান বলেছেন: আজকের নায়ক - ভাই তোর পাকিস্তান আর বাংলাদেশের বাইরে কোন ঞ্জান নাই তাই তোর মনে হচ্ছে পাকিস্তান ও বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে প্রকাশ্যে পশু হত্যা করা হয় না।
তোর যদি ইচ্ছা হয় তুই তোর অনুসারিদের নিয়ে রাস্তায় লাইন ধরে হাগ, মানা করছে কেডা। তোর দেশ ইন্ডিয়ায় তো সবাই রাস্তায় হাগে। এইটাই তো তোদের জাতিগত পরিচয়।

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৩৬

তাজবীর আহােমদ খান বলেছেন: ভাই ছাগুতে কি আর যুক্তি বুঝে?ওর কাজ ল্যাদানো।বাট খুব সঠিক সময়ে পোস্টটি করার জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.