নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশরাফুল আলম

চির চেনা

i write for myself, its my hobby, want to be a bolgger.

চির চেনা › বিস্তারিত পোস্টঃ

দুটি বিজয় শুভেচ্ছা

১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩৩

আজ ষোলই ডিসেম্বর !
বাংলাদেশের বিজয় দিবস--- নিতান্তই ফর্মালিটি কে কেউ হয়তো খুব বাড়াবাড়ি ভাবে আর কেউ হয়তো সাধারণভাবে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে বা কার্যক্রমের মাধ্যমে লোক দেখানো দিন মাস পার করে।
আমিও লোক দেখাতে চাচ্ছিলাম,
কিন্তু !
কীসের বিজয় ! কার বিজয় ! কীসের শপথ ! কীসের লক্ষ্য !
দেশের সামগ্রিক পরিস্থিতি বলে এ দেশে একটা ভালো ভদ্র মানুষের কোন দাম নেই।অশান্তি,ভয়,অভাব,আশঙ্কা,দুশ্চিন্তা আর অস্থিতিশীলতা এই সাধারণ ভদ্র মানুষদের জীবনে লাগাতার এবং অবশ্যম্ভাবী ভাবে লেগেই আছে।
অথচ যত জয়জয়কার সব খারাপ লোকদের।
শুধু উন্নতিই না,রাষ্ট্রীয় সমর্থন,আইন আদালত সব তাদের নামে অলিখিতভাবে বরাদ্দ করে রাখা হয়েছে।
দিন দিন এই পরিস্থিতি বাড়ছেই।নিরাপত্তা নেই মা জাতের,নিরাপত্তা নেই আগামীর ভবিষ্যতের।
প্রতিবছর ১৬ ই ডিসেম্বর শপথ নেয়া হয় - আর সেই শপথের পরের বছরের পর বছরের ফলাফল যদি এই হয় তবে বিজয় দিবসের শুভেচ্ছা কাকে দিবো !
যদি শুভেচ্ছা শুধু নষ্টদের উন্নতির জন্য হয় তবে আমি মন থেকে নয়,পাছে না মেরে ফেলে এই ভয়ে সবাইকে (নষ্টদের) জানাচ্ছি বিজয় দিবসের শুভেচ্ছা।
আর নিতান্ত অসহায় ভালো মানুষদের জানাচ্ছি "বঞ্চিত না পাওয়াময় বিজয় দিবসের আক্ষেপের শুভেচ্ছা"
দেশটি আমার আপনার সকলের -
কোন রাজনৈতিক দলের সবাই না গুটিকয়েকজনের কাছে পুরো দেশ আর তার সমস্ত গৌরব জিম্মি হয়ে পরে থেকে শুধুই ঢাল হবে এই দেশ আর সাধারণ মানুষ এ নিতান্তই কাম্য নয়।
আসুন দেশকে উদ্ধার করে বিজয় উৎসব করি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.