নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশরাফুল আলম

চির চেনা

i write for myself, its my hobby, want to be a bolgger.

চির চেনা › বিস্তারিত পোস্টঃ

কোথায় মানবতা তুমি !

০১ লা জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০৩

এই কান্নার কোন ভাষা নেই জানা
নাই কোন ক্যাপশন
বুকের ব্যাথা চাপায়ে রেখে
মুক্তির খুঁজি অপশন।

কোথায় মানবতা তুমি
কোথায় মানবতা তুমি
কোথায় হে মানবতা তুমি !

পশুর জন্য কেঁদে হাহাকার
মানুষ মরে সারা
নারী নারী কত কত চিৎকার
সেও তো পাচ্ছে না ছাড়া !

একই রক্তে মানুষ মোরা
মোদের রক্তে ফ্যাশন
বাঁচাও বাঁচাও করছি চিৎকার
আর কত ম্যানশন !

কোথায় মানবতা তুমি
কোথায় মানবতা তুমি
কোথায় হে মানবতা তুমি!

আরাকানের বুকে পশুর খাদ্য
সাগরের জলে দস্যু
বংগদেশে সীমানা প্রহরী
কারে দেখাই এই অশ্রু !

মা বোন খোলা ন্যাংটা হয়ে
বিবস্ত্র নয় ফ্যাশন
বাঁচাও বাঁচাও বাঁচাও দুনিয়া
ফাইন্ড আউট দা অপশন।

কোথায় মানবতা তুমি
কোথায় মানবতা তুমি
কোথায় হে মানবতা তুমি !

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৪

বিজন রয় বলেছেন: আমার মানবতা যুবুথুবু।
আমার মানবতা অস্ত্রমুখী।

সুন্দর।

০৭ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৫:১১

চির চেনা বলেছেন: অস্ত্রটাও যে দেখতে চাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.