নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশরাফুল আলম

চির চেনা

i write for myself, its my hobby, want to be a bolgger.

চির চেনা › বিস্তারিত পোস্টঃ

ঘুণে ধরা শিক্ষা জাতির মেরুদণ্ড হয় কিভাবে !!

১৭ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৬:০৭

শিক্ষাই জাতির মেরুদণ্ড এই প্রবাদ বাক্যের ভাবসম্প্রসারন বিশাল।
তবে আমরা সারমর্ম নিয়েই অল্প বিদ্যা ভয়ঙ্করী ধরনের উদ্ধার উদ্ধার খেলা খেলি।
শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয় তবে জাতি কেন আজ আত্রা,ল্যাংড়া আর প্যরালাইসড !!
বাংলাদেশের প্রেক্ষিতে “শিক্ষাই জাতির ঘুণ।”
সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘুণের মত কুড়ে কুড়ে খাচ্ছে।
স্কুল,কলেজ বিশ্ববিদ্যালয়ের সাথের পাল্লা দিয়ে বাড়ছে ছাত্র আর ছাত্রী --- আর বাড়ছে বেয়াদপ,মাস্তান,সন্ত্রাসী,দুর্নীতিবাজ,দেশদ্রোহী,চোর আর ডাকাত।
সম্মান পড়ে সম্মান করাটাই আজ ভুলে গেছে।
ডিগ্রী দিয়ে কিনেছে ডাকাতির লাইসেন্স।
একদল হচ্ছে অহংকারী,ভিতরে ফাঁকা গ্রাজুয়েট বা ডিগ্রিধারী।
স্বাধীনতা আমাদের মুক্তি দিতে পারেনি,দেশ আমাদের স্বাধীনতা দিতে পারেনি তেমনি শিক্ষাও আমাদের আলো দিতে পারেনি।
শুধু অন্ধকার আর অন্ধকারই দিয়ে যাচ্ছে।
শিক্ষা আছে কিন্তু জ্ঞান নেই,প্রদীপ আছে কিন্তু আলো নেই।বই আছে কিন্তু সেই আদর্শ ধারাপাত আর নেই।
জাতি মহামারীতে আক্রান্ত কিন্তু একজন সাত সাগরের মাঝির দেখা কি আর পাবো না!!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৬:২৬

চাঁদগাজী বলেছেন:



কি কি পদক্ষেপ নেয়ার দরকার? আপনার নিজের অবস্হা কেমন?

১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:১৫

চির চেনা বলেছেন: ভালো প্রশ্ন --- উপরের বিষয় টা আপনার কাছে কেমন মনে হল? সহমত অথবা দ্বিমত !!! আগে সেটা জানি -- তারপর না হয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা যাবে।

২| ১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:০৬

একজন সত্যিকার হিমু বলেছেন: আমি বুঝিনা,চাঁদগাজী ভাইয়া প্রত্যেকের পোস্টে এমন কমেন্ট করে কেন !
আপনি কি বোঝাতে চান ?

এই পোস্টে যে কথাগুলি বলা আছে তার একটা শব্দও আপনি মিথ্যা বলে দাবী করতে পারবেন না ।
তাহলে এর জন্য পদক্ষেপ উনি একা কেন গ্রহণ করবেন ?
আমরা কি তবে মিথ্যার পূজারী ?
নাকি এই পোস্টের সত্যগুলি মিথ্যা বলে ধরে নিয়ে আমরা পাশ কাটিয়ে যেতে চাচ্ছি ?

৩| ১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৭

৩ তারকা বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.