নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশরাফুল আলম

চির চেনা

i write for myself, its my hobby, want to be a bolgger.

চির চেনা › বিস্তারিত পোস্টঃ

সার্চ কমিটির মূলা-আহা কি যে স্বাদ!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:৪২

সার্চ কমিটিতে কে ঢুকবে আর কে না ঢুকবে কাকে রাখবে আর কাকে না রাখবে এই নিয়ে বিএনপি আর জামাতের অনেক মাথা ব্যাথা।
সত্যিই হাসি আটকে রাখা অনেক কঠিন।
ব্যাবসার একটা ধর্ম হল প্রচার।গু এর বড়া বানিয়ে যদি ভালোভাবে প্রচার করা যায় তবে সেটাও যে এক শিল্পে পরিণত হয় তার এক প্রমাণ ভারতে গো-মূত্র শিল্প।
তেমনি মূল্যহীন কোনকিছুকে অতি মূল্যবান বানাতে বিএনপি জামাত-ই যথেষ্ট।
স্কাইপি কেলেঙ্কারি কিন্তু ফাঁসী ঠেকাতে পারেনি।হেফাজতের লাশ গুম কিন্তু সরকারের ঘুম হারাম করেনি।
সিলেটে বা চিটাগাঙে মেয়র নির্বাচিত হওয়াতে কিন্তু বাল সরকারের বালে ( চুল এখানে হিন্দি শব্দ ব্যাবহার করলাম ) কোন প্রবলেম হয়নি।
ও হ্যাঁ ৫৭ জন মৃত অফিসার কিন্তু আগুন জালাতে পারেনি বরং স্বাধীনতার সূর্য অস্তমিত হতে যাচ্ছে।
দেলোয়ার হোসেইন সাইদি সাহেব উনার সর্বশেষ বক্তৃতায় গল্পের ছলে বলেছিলেন যে “সিংহ সমস্ত খাবার নিজে একা খেলেও বণ্টনের আগে সে খেতে পারে না”
মানে আইন আদালতের প্রতি সরকার অত্যান্ত শ্রদ্ধাশীল হয়েই আইনের ঘাড় মটকে ধরে কলমের খোঁচা নিয়ে টিভিতে কেলিয়ে দেয় “আদালত সঠিক বিচার করেছে আর আমরা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল”
সরকার যেখানে বর্তমান আর নাটক এর পরিচালক যেখানে খোদ তারাই সেখানে সার্চ কমিটিতে খালেদা জিয়া বা মকবুল আহমেদ কে বসালেও যে সিদ্ধান্ত সরকারের লিখে দেয়া সিদ্ধান্তই হবে সেখানে সার্চ কমিটিতে কাকে দেয়া উচিত আর কে এলো গেলো সেই নিয়ে আলোচনা শতাব্দীর সেরা কৌতুক বৈ আর কিছুই না।
রাজনীতির মাঠে পাকা খেলোয়াড়রা এখনো যখন মূলার পিছনে দৌড়ায় তখন মাঠে পক্ষ বিপক্ষ সমান হয়ে বাংলার মাটিতে আদৌ কখনো খেলা হবে কি না সন্দেহ আছে।
বিপক্ষ এতোই দুর্বল কিন্তু অহংকারী যে কাজী সালাউদ্দিনের মত টেবিলে বসে হুঙ্কার মারে আগামী বিশকাপে বাংলাদেশ খেলবে অথচ এর কয়েকদিনের মধ্যে বাংলাদেশ আন্তর্জাতিক খেলা থেকেই বাদ পড়ে যায়।তেমনি হেন করেঙ্গা তেন করেঙ্গা আমরা এই আমরা সেই আর নিজেরাই বাদাম কিনার পয়সাই পায় না।
সার্চ কমিটি,আলোচনা,স্থানীয় নির্বাচন একের পর এক মূলা খেয়েও যাদের তৃপ্তি মিটে না তাদের জন্য সকাল বিকাল রাত শুধু মূলার আইটেমই থাকার দরকার।হয়তো মূলার চা দিয়েই দিন শুরু করা যেতে পারে !

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:৫২

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা আরেকটা গ্রেনেড আক্রমণের সুযোগ করে দেবে না।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:২০

লুসিফার ০১ বলেছেন: নিজের স্থান পাকাপোক্ত করে নিয়েছে সরকার। অন্যরা সকালে ঐ মূলার চা দিয়েই নাস্তা শুরু করবে।

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:২০

মুন্সি পালোয়ান বলেছেন: ভোট দিয়ে যে দেশের পাবলিক সাইদীকে ক্ষমতায় আনে সেই জাতীর ভোটাধিকার দরকার নাই। যেমন কুকুর তেমনি মুগুর।

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:২৮

মোহাম্মদ বাসার বলেছেন: গণতন্ত্রের কারণে যদি নিজামী, মুজাহিদ স্মৃতিসৌধে যাওয়ার সুযোগ পায় সে গণতন্ত্রের নিকুচি করি আমি!

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: X(( দেশের মানুষ যেখানে ঠিকমত খাইতে পায়না সেখানে রাষ্ট্র কর্তৃক সাইদি গংদের জেলে রেখে খাওয়াচ্ছে, পরাচ্ছে, বিনোদনের ব্যবস্হা করছে। এটা জাতীয় তামাশা!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.