নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশরাফুল আলম

চির চেনা

i write for myself, its my hobby, want to be a bolgger.

চির চেনা › বিস্তারিত পোস্টঃ

মসজিদ এর বাহার

১৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

গড়ো মসজিদ,দালান করে
সুন্দর করে সাজিয়ে
মোড়ে মোড়ে তুলো তার নিশানা
ঢাক ঢোল সব বাজিয়ে।

দামী কার্পেট,চকচকে মেঝে
নামের একখানা ফলক
মসজিদ হবে দারুণ পাকা
ঝরবে নুরের ঝলক!

ঘুষের থলে,মদের আয়য়ে
নাম ফলানোর কাম
সাজো ঈমানদার,করে পাকা,
লুটে নাও নামধাম।

কে বলেছে গড়তে মসজিদ
ভিতর রেখে ফাঁকা !
কাঁচা মসজিদে খাব্বাব,খোবায়েব
ঈমান ছিল বড় পাকা।

মসজিদ পাকা,কারুময় হবে
ঈমানের নয় দাবী।
কাঁচা মসজিদে,পাকা হবে ঈমান
এই তো ঈমানের ছবি।

কোথায় তোমার ঈমান ! দেখাও
মসজিদ জোব্বা বাদে,
নাম যশ আর খ্যাতি কামাতেই
ফেলছো মসজিদের ফাঁদে!

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১৬

আবদুল মমিন বলেছেন: মসজিদ পাকা,কারুময় হবে
ঈমানের নয় দাবী।
কাঁচা মসজিদে,পাকা হবে ঈমান
এই তো ঈমানের ছবি।[/sb

সহমত ।

২| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মসজিদ নিয়েও এখন গ্রুপিং হয় অনেক জায়গায়। দরকার নেই তবুও মসজিদ বানাচ্ছে নতুন নতুন...

৩| ১৯ শে আগস্ট, ২০১৭ রাত ২:৩৮

এম আর তালুকদার বলেছেন: এই কথা বলে ভন্ডদের রোশানলে পরেছিলাম তবুও বলে যাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.