নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশরাফুল আলম

চির চেনা

i write for myself, its my hobby, want to be a bolgger.

চির চেনা › বিস্তারিত পোস্টঃ

নষ্ট আয়োজনের কষ্ট করে লাভ কি !

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৩৭

দেশে কি ঘটা করে বিজ্ঞান মেলা আয়োজন করা যায় না ?
যেখানে সমস্ত মিডিয়া খুবই তৎপর থাকবে !!
বিজয়ী হাইলাইটেড হবে পত্রপত্রিকার প্রথম পাতায় ---
তার জন্য পুরস্কার থাকবে গবেষণা ফ্রি ---
বাইরে ট্রেনিং এঁর জন্য পাঠানো হবে !!!
তাকে নিয়ে প্রতি টভি চ্যানেলে লাইভ সাক্ষাতকার হবে !!
ফাইনাল রাউন্ড টা দেখার জন্য মানুষ অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করবে !!
সালামান মুক্তাদির এঁর মত ফালতু কেউ নয়,যার জন্য জাতীয় বরেণ্য শিক্ষাবিদ বা ব্যাক্তিত্ত রা কথা বলবে!!
তাতে দিন শেষে দেশ ও জাতি কিছু হলেও পাবে ---
বলতে পারেন বিজ্ঞান মেলা তো হয়,কিন্তু তার ব্যাপ্তি কি?
তার জন্য স্পন্সর হয়?মিডিয়া উদগ্রীব হয়ে অপেক্ষা করে?লাইভ দেখায়?
পুরস্কার কোন লোভনীয় কিছু হয়?
শুধু দায়সারা চলে আসা বাৎসরিক এক শিক্ষা কার্যক্রম ছাড়া আর কি!
বা.. মেলা আর মাইয়া মেলা যেন দেশের অগ্রভাগের বিশাল কিছু !!তার জন্য মিডিয়ার কি লাফালাফি !!
এগুলা দিয়া কোন দেশের কি উন্নতি হয়েছে ? এখন পর্যন্ত !!
আমেনা এভ্রিল হয়,বাইক দৌড়ায় আর বাইক দৌড়ানোর ধারনা দেশে ছড়িয়ে দিবে এই প্রতিজ্ঞা করে!
বাহ ! বাংলাদেশ কি বাইক চালাতে পারে না এই সমস্যায় ভুগছে?
নাকি ভাত কাপড় যোগার করে শান্তিতে দিনানিপাত করবে এই অবস্থা নিশ্চিত করার জন্য সংগ্রাম করছে!
আমেনারা এভ্রিল হবে কারণ তাদের ধর্ষণ ইচ্ছাকৃত আর এতে তারা পুলকিত তাই তাড়া ইচ্ছাকৃত ধর্ষণ বাস্তবায়ন চায়।কিন্তু যারা সত্যিকারই নিজেদের ইজ্জত বাঁচাতে দিনভর সংগ্রাম করে যাচ্ছে তাদের অধিকার আদায় করতে বাংলাদেশ লড়ছে!!এইসব নোংরা প্রতিযোগিতা কি এসব আদায় করে দেয় নাকি এসব কে আরও উৎসাহিত করে দেশের মানসিক অস্থিরতা বাড়ায় !
ও আচ্ছা আরেকটা কথা বলি !!!
কোরবানির সময় যারা কোরবানির টাকা বন্যার্তদের দিয়ে দিতে বলেছিলেন তাদের কণ্ঠ কেন এইসব ফালতু টাকা খরচের অনুষ্ঠানের ব্যাপারে জাগ্রত হয় না !!
কোটি কোটি টাকা খরচ করে দেশের কি লাভ হয়েছে বা হবে একটু ব্যাখ্যা করবেন প্লীজ !!!
আরেকটা কথা না বললেই নয়,
সুন্দরী প্রতিযোগিতা মানে কি? বর্ণবাদের সবচেয়ে বড় নাম এই সুন্দরী প্রতিযোগিতা।রাষ্ট্রের সকল নাগরিকের মর্যাদা যদি সমান হয়,ধর্ম বর্ণ গোত্র সকলের অধিকার যদি সমান হয় তবে সুন্দরী প্রতিযোগিতা করে রাষ্ট্রের ভিতরে প্রকাশ্যে বর্ণবাদ সৃষ্টি কিভাবে অনুমোদিত হয় !!
শেষ কথা হল," সুন্দরী " এটা কোন যোগ্যতা হয় কিভাবে?এটা তো স্রেফ স্রস্টা প্রদত্ত,এ নিয়ে লাফালাফির কি আছে!!

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ২:৩০

মলাসইলমুইনা বলেছেন: আপনাকে স্বপ্নবাজ মনে হলো অনেক লেখা থেকে ! এই গুলো করতে যে এনলাইটেন্ড একটা রাজনৈতিক নেতৃত্ব, দক্ষ প্রশাসন আর প্রগতিশীল চিন্তা ভাবনা দরকার ছিল তা কি আমাদের দেশে এখন আছে নাকি আগেও কখনো ছিল খুব ? আমাদের এখনকার ভাবনা চিন্তা হলো চানাচুর চিন্তাভাবনা - অল্প সময়ের জন্য মজা পাওয়া যায় এইসব চিন্তা ভাবনা | এখানে এখন আমাদের রেডিমেড মজা চাই | এজন্যই দেশে ঘটা করে বিজ্ঞান মেলা আয়োজন করা যায় না | সুন্দরী প্রতিযোগীতার আয়োজন করা যায় | দীর্ঘ সময়ের জন্য কোনো সুফল নেই এইসব চিন্তায় আর পরিকল্পনায় | আর বিজ্ঞান মেলা করার জন্য স্কুলগুলোতে যেমন ছাত্র ছাত্রী তৈরী করা দরকার সেটা কি আমরা করতে পারছি ? এখন জিপিএ ৫ পাবার প্রতিযোগীতা | দেখছেনতো কারি কারি জিপিএ ৫ কিন্তু ের দেশের ভালো ইউনিভার্সিটিগুলোর কোনোটাতেই ভালো সাবজেক্টে চান্স পায় না | আপনি যা বললেন সেগুলো করা খুবই দরকার কিন্তু সেগুলো করার মতো মননশীলতাই মনে হয় হারিয়ে গেছে আমাদের দেশ থেকে ! নষ্ট আয়োজন কষ্ট করেই আরো হবে! ভোগান্তি সামনে আরো আছে বলেই মনে হচ্ছে |

০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:৩৮

চির চেনা বলেছেন: দেশটা মগের মুল্লুক হয়ে গেছে ---- এখানে জন্ম যেন আজন্ম পাপ।

২| ০৮ ই অক্টোবর, ২০১৭ ভোর ৪:৫৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দিন দিন সব খারাপের দিকে যাচ্ছে। ফেসবুকীয় প্রজন্ম রঙীন দুনিয়ার স্বপ্ন দেখে। দেশ নিয়ে ভাবার সময় কই?

০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:৩৯

চির চেনা বলেছেন: ফেসবুক প্রজন্ম কেন !!! যারা নিজেদের দেশ গড়ার কারিগর ভাবে তারা কোথায় !!!

৩| ০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৮

মাহবুবুল আজাদ বলেছেন: প্রয়োজনের চেয়ে অপ্রয়োজনের বাজার বেশি।

০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:৪০

চির চেনা বলেছেন: প্রয়োজন যখন ভাত পায় না তখন কিছু একটা করতে গিয়েই অপ্রয়োজনের বাজার তৈরি হয় ---

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.