নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশরাফুল আলম

চির চেনা

i write for myself, its my hobby, want to be a bolgger.

চির চেনা › বিস্তারিত পোস্টঃ

অধিকার-সমঅধিকার

০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:৪২

অধিকার আর সমানাধিকার দুইটা বিষয় এর মধ্যে রাত দিন তফাত।গুলিয়ে ফেলার মাধ্যমে দুইটাকে একত্রিত করার যে প্রয়াস তা-ই একধরনের মানসিক সন্ত্রাস।
যাহা অধিকার তাহা সমানাধিকার নহে কিন্তু যাহা সমানাধিকার তাহা অধিকারের কিছু ক্ষেত্র কে ধারণ করে কৃত্রিম ভাবে নির্মিত হয়।
অধিকার যেখানে উহ্য রেখে সমানাধিকার কথাটি আনা হয় সেখানে বড় ধরেনর রাজনৈতিক আর মানসিক সন্ত্রাস চলে।
সকল নাগরিকের সমানাধিকার! আসলেই কি তাই হয়?
কিংবা নারী পুরুষের সমানাধিকার!
প্রত্যেক নাগরিকের একটা নিদৃস্ট মৌলিক অধিকার থাকলেও সমানাধিকার কখনোই থাকতে পারে না।
মানুষে মানুষে পারস্পরিক একটা সাধারন অধিকার থাকলেও তা কখনোই সমানাধিকার পর্যায়ে পরে না।
তেমনই সমাজে নারী পুরুষের সমানাধিকার বলে যে ধোঁয়া তোলা হয় তা কি আদৌ সম্ভব?
পুরুষ চাইলেও যেমন নারী হতে পারবে না তেমনি নারী চাইলেও পুরুষ হতে পারবে না।
প্রতিষ্ঠা করে যতটুকু ব্যাবস্থা করা যায় তা শুধুই অস্থিতিশীলতা ছাড়া আর কিছু না।
বরং কথা হওয়া উচিত তাদের অধিকার প্রতিষ্ঠা করায়।
কিন্তু অধিকারের বিষয় কে বাদ দিয়ে সমানাধিকার কে বড় করে ফুটিয়ে অগ্রাধিকার দেয়ার যে তাড়না তা মূলত মানসিক সন্ত্রাস।এতে করে অস্তিত্ব হুমকির মুখে পড়ছে এবং মানুষ ও তাদের অবস্থান কে দিন দিন নড়বড়ে করে ফেলছে।
সুখ ও শান্তি ক্যালকুলেটর এর বোতামে আটকে যাচ্ছে।
(নারীর অধিকার নারীর মর্যাদা দান কিন্তু এসএসসি পাশ মেয়ে অনার্স পাশ ছেলের বিপরীতে পরীক্ষা দিয়ে বেশী কোটায় দেশী চাকুরী করবে এটা অধিকার না।তর্ক করতে পারেন তবে আসল জায়গায় ফিরে গেলে স্বর্গীয় সমাধান হবে নয়তো টুং টাং টুং টাং করেই একটা জীবন পাড় করে দিতে হবে।)

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১১:২০

নাহিদ০৯ বলেছেন: এত জটিল একটা সমস্যা, খুব সহজ কিছু সমীকরণে তুলে ধরার জন্য ধন্যবাদ। অনেক ভালো লাগলো পড়ে।

০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৩:২০

চির চেনা বলেছেন: ধন্যবাদ।নারীদের অনেক অধিকার কিন্তু সমঅধিকার বলে নারীদের সকল অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এবং প্রকারন্তরে তাকে পণ্য বানিয়ে ফেলা হচ্ছে।

২| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১১:২৪

চাঁদগাজী বলেছেন:


"পুরুষ চাইলেও যেমন নারী হতে পারবে না তেমনি নারী চাইলেও পুরুষ হতে পারবে না। "

-অধিকার, সম-অধিকারের লজিকের ভিতরে, উপরের বাক্যটিকে আপনি কিভাবে প্রবেশ করালেন? ইহা কি সম-অধিকারের চাওয়ার মাঝে একটা চাওয়া হতে পারে?

-নারীর সম-অধিকার হচ্ছে, পরিবারের সবকিছুতে নারীর অংশ গ্রহন, জাতীয় মৌলিক অধিকারগুলোতে একজন পুরুষের সমান অধিকার পাওয়া, সমাজে যেন নারী হিসেবে সামাজিক অধিকার থেকে বন্চিত না হওয়া।

০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৩:১৯

চির চেনা বলেছেন: নারী পুরুষের ক্ষেত্রে কখনোই লিঙ্গের বিচারে সমঅধিকার হতে পারে না।যার যার ক্ষেত্রে তার তার অধিকার হতে পারে।সমঅধিকার ব্যাপারটি এখানে আনা মানেই অধিকারকে হেয় করা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করা।

৩| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১১:২৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এগুলো নারীবাদিরাও জানে। তবে যেহেতু, রাস্তায় নেমে গিয়েছে তাই ইগো'র কারণে আর ফেরত যেতে পারে না...

০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৩:২২

চির চেনা বলেছেন: রাস্তায় নেমেছে তারা প্ল্যান করেই।মূলত নষ্টামির লাইসেস্ন এঁর জন্যই তারা অধিকার কে বাদ দিয়ে সমঅধিকার শব্দটি এনেছে।

৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১২:২৭

কানিজ রিনা বলেছেন: কিছু কিছু শিক্ষাগত যোগ্যতা নারীরা সমধিকার
তৈরি করে নিয়েছে। ইঞ্জিয়ার নারী পুরুষ,
অধ্যাপক অধ্যাপিকা, ডাক্তার নারী পুরুষ
এরকম অনেক অনেক যোগ্যাতা নারীরা
শিক্ষাগত যোগ্যতায় পেয়েছে। ধন্যবাদ।

০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৩:২৭

চির চেনা বলেছেন: শিক্ষাগত যোগ্যতায় নারী যখন কোথাও জব করতে যাবে তখন জব এঁর ক্ষেত্রে সমঅধিকার বিষয়টি আনা যায় বয়া আনা উচিত।কিন্তু লিঙ্গের বিচারে কখনোই সমঅধিকার শব্দটি প্রযোজ্য নয়।উভয়েই কিছু যোগ্যতা অযোগ্যতা নিয়ে সৃষ্ট।তা কখনোই সমান করা সম্ভব না।
নির্যাতনের রাজ্যে অধিকার নিশ্চিত করতে পারলেই শান্তি ফিরে আসবে।
সমঅধিকারের ব্যাপারটি তো কোনভাবেই সমর্থনযোগ্য না।
আর তথাকথিত সমঅধিকার এঁর ব্যাপারটি আনলে কোঠা করে দেয়া তো কাউকে প্রাধান্য দেয়া,তাই নয় কি !!
আমি নারীর অধিকার নিশ্চিত দেখতে চাই।

৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ সকাল ৮:২০

চাঁদগাজী বলেছেন:


আপনার কথাগুলো একটু ম্যাঁও প্যাঁও ধরণের

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.