নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশরাফুল আলম

চির চেনা

i write for myself, its my hobby, want to be a bolgger.

চির চেনা › বিস্তারিত পোস্টঃ

রোবট সুফিয়া বনাম কাঙ্গালিনী সুফিয়া

০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:৩৯

"সুফিয়া বা সোফিয়া"----
কয়েকদিন আগে একটা স্ট্যাটাসে লিখেছিলাম যে ধার করে বিরিয়ানি খেতে খুব মজাই লাগে।
বন্যার ভয়াবহ পরিণতিতে দেশ ধ্বজভঙ্গ হয়ে আছে যার খেসারত দিচ্ছে দেশের অধিকাংশ মানুষ।অথচ সেখানে ধার দেনা করে চলা দেশের জন্য কি টাকা খরচ করে সুফিয়া দেখানোর বা তাকে নিয়ে বিলাসিতার কোন দরকার আছে?
কেউ কেউ প্রযুক্তির নাম এগিয়ে যাওয়ার বাণী তুলতে পারে।
এগিয়ে যাবেন,কে না করেছে?
চীন প্রযুক্তির উন্নতি শুরু করেছিল বিলাসিতা দিয়ে না বরং তার সীমাবদ্ধতাকে উন্নত করার প্রয়াস দিয়ে।
এমন না যে দেশে লোকসংখ্যার ঘাটতি আছে তাই কাজের জন্য বিদেশ থেকে লোক না এনে রোবট আনলে বেটার কাজ হবে।আবার দেশের অবকাঠামো উন্নয়নের জন্য যেসব প্রযুক্তিগত জ্ঞান বা সমৃদ্ধি আমাদের দরকার সেইসব প্রযুক্তির দিকে নজর না দিয়ে রোবটের নজর কথিত ডিজিটাল বাংলাদেশের মত আরেকটি দুর্নীতির প্রজেক্ট।
মনে আছে দোয়েলের কথা?
কোথায় সে?মরে তো গেছে,কিন্তু ফসিল ও তো পাচ্ছি না --- এখন আবার রোবট।
ছাল নাই কুত্তার বাঘ নামের মত বাংলাদেশের চালচলন মরার উপর খাড়ার ঘা এর মত।এমনিতেই দুর্নীতিবাজরা লুটতরাজ করে শেষ করতেছে তার উপর ফালতু রোবটের পাল্লায় পা দেয়া তো এরকমই!তাই না?
বিপুল সংখ্যক জনগণ কে কাজে লাগানো বাদ দিয়ে নতুন উটকো ঝামেলা রোবটের কোন সেক্টরে অনেক প্রয়োজন অন্তত একটু জানা দরকার।
পাগলা কুকুরের বাস্তব প্রতিচ্ছবি সৌদি আরব কি করলো না করলো তার সাথে আমাদের সম্পর্ক কি যখন আমাদেরকে সৌদি আরবের কাছে ভিক্ষা করতে হয়?
মালয়শিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বাংলাদেশ সফরকালে বলেছিল তোমাদের সবচেয়ে বড় সম্পদ হল,তোমাদের আছে মানব সম্পদ যা আমাদের দেশে বাইরে থেকে কিনতে হয়।অথচ প্রতিদিন গুমের তালিকায় সেই মানব সম্পদকে ঠেলে দিয়ে অর্থ সম্পদ নষ্ট করে রোবট সম্পদ প্রদর্শনী বা আনয়ন দেশের অসহায়,নিষ্পেষিত দরিদ্র মানুষের দারিদ্রতার সাথে বড় রকমের তামাশা ছাড়া আর কি?
তেল ছাড়া গাড়ী চালানো বা পাতা থেকে বিদ্যুৎ উৎপাদন কিংবা আরও কিছু সিগ্নিফিকেন্ট আবিষ্কার করা দেশী বিজ্ঞানীদের কে পৃষ্ঠপোষকতা করার কোন খবর নাই অন্যদেশ থেকে সুফিয়াকে ধরে এনে হিপক্রেসি করা হচ্ছে।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৩:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এগুলো নিয়ে মাতামাতি করলে গোল্ডফিস মেমোরির বাংলাদেশীদের নাচানো যায়...

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৫

চির চেনা বলেছেন: ঠিক বলেছেন ---

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:১৬

অলিউর রহমান খান বলেছেন: সুন্দর বলেছেন।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৫

চির চেনা বলেছেন: ধন্যবাদ জনাব

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:২১

সোহানী বলেছেন: যে ভাই, সোফিয়ারে আনছে বইলাইতো আপনি আমি লাফ দিয়া পড়লাম কিন্তু সুফিয়ারে আইনা ভাত দিলে কেউ কি ফিরা তাকাইতো....... যে না তাকাইতো না। কারন আমরা কিছুদিনের নাচরেই বড় করে দেখি। মাহাথি কি কইছে তা আমাগো মগজের এ পাশ দিয়া ঢুকে ওপাশ দিয়া বাইর হয়.... ওইসব শুইনা কোন ফায়দা নাই... দুই পয়সা পকেটে আইবো না............. :||

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৬

চির চেনা বলেছেন: সুফিয়া দিয়া কি পকেটে এসেছে ?

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: গরীবের ঘোড়া রোগ।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৭

চির চেনা বলেছেন: এটাই প্রবলেম

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩৮

আমি তনুর ভাই বলেছেন: Really very happy to say,your post is very interesting to read.I never stop myself to say something about it.You’re doing a great job.Keep it up

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৮

চির চেনা বলেছেন: ধন্যবাদ ভাই

৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৩

রাজীব নুর বলেছেন: সহমত।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৯

চির চেনা বলেছেন: আমাদের দুর্ভাগ্য --- এসব আমাদের সহ্য করতে হয়

৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪২

সাইন বোর্ড বলেছেন: সময়ের উচ্চারণ, অসাধারন বলেছেন ।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৯

চির চেনা বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.