নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশরাফুল আলম

চির চেনা

i write for myself, its my hobby, want to be a bolgger.

চির চেনা › বিস্তারিত পোস্টঃ

মাশরাফি কে টি টুয়েন্টি তে ফিরানোর কোন পদক্ষেপ নেয়া যায় কি না! (আবেদন)

১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৩:৪৮

"মাশরাফি কে টি টুয়েন্টি তে ফিরানোর জন্য গন স্বাক্ষর এবং গ্রুপ মানব বন্ধন ইত্যাদি করা যায় কি না? "

ব্লগে লিখাটি দেয়ার উদ্যেশ্য হল এখানে নানা স্তরের টপ লোকজন যারা সত্যি এমন ইভেন্ট আয়োজন করতে সক্ষম তারা দেখবেন এবং বিবেচনা করবেন।
হতে পারে ক্রিকেট খুব কিছু না,তবে বীর মাশরাফি যখন এমন একটি জিনিষের নেতা,তখন তাকে সামনে নিয়ে আসাই দরকার বলেই আমি মনে করি।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৩:৫২

পবন সরকার বলেছেন: কথা মন্দ নয়।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:২৮

চির চেনা বলেছেন: ভয়েস রেইজ করা যায় ভাই ?

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:১৭

লেখা পাগলা বলেছেন: খারাপ কিছু বলেন নাই।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:২৯

চির চেনা বলেছেন: ভয়েজ রেইজ করেন ভাই ---

৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:৫২

চাঁদগাজী বলেছেন:


খেলা হলো খেলা, উনি যতদিন পেরেছেন খেলেছেন, এখন অন্যদের সময়, ইহা রাজৈতিক দল নয়

১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৯

চির চেনা বলেছেন: এখানে রাজনীতি শব্দ আসার কোন অবকাশ আছে বলে মনে করি না।আর উনাকে তো বাধ্য করতে বলছি না,অনুরধ করার জন্য ইভেন্ট করার কথা বলছি।

৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৩

অলিউর রহমান খান বলেছেন: আমি মনে করি ম্যাসকে এখন ওডিআই থেকে ও অবসরে যাওয়া উচিত। পায়ে এতদিন ধরে সমস্যা নিয়ে আর খেলা উচিত নয়।
অবসর নেয়া শ্রেয় সব ধরনের খেলা থেকে। কখনো যদি বাদ পড়ে যান বলা যায় না। বাংলাদেশকে ও অবস্থানে রেখে গেলে মানুষ সারা জীবন মনে রাখবে। যে কোন ভাবেই সবাই ম্যাসকে মনে রাখবে কিন্তু আমি মনে করি সম্মান যা অর্জন করেছেন তা রক্ষা করেই দল থেকে বিদায় নেয়া উচিত।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২০

চির চেনা বলেছেন: সে নিজে যেহেতু কনফিডেন্ট এবং এখনো নিজেকে ক্যাপাবল মনে করে সেখানে মিসবাহ বয়া রঙ্গনা হেরাথের উদাহরণ সামনে আনাই যায়।

৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৮

রাজীব নুর বলেছেন: নতুনদেরও সুযোগের দরকার আছে।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২২

চির চেনা বলেছেন: বাংলাদেশের ক্রিকেট ইন্ডিয়া বয়া অস্ট্রেলিয়া পর্যায়ে পৌঁছে নাই এখনো যে নতুনদের সুযোগ দান জরুরী,বরং অস্ট্রেলিয়া এক সময় ২৫/২৭ বছর বয়সের ক্রিকেটারদের বেশী নিত যাতে মানসিকভাবে তারা পরিপক্ব থাকে।
তাই নতুনদের সুযোগের মানে এই না যে শক্তিশালী পুরাতনদের উপেক্ষা করা হবে।

৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৮

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: মাশরাফির খেলোয়ার হিসাবে দেশকে দেবার কিছু আর অবশিষ্ঠ নাই।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৪

চির চেনা বলেছেন: সে এখনো টপ পারফর্মার --- আর তারই দেয়ার কিছু নেই?

৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৭

হাঙ্গামা বলেছেন: একমত নই। তিনি নিশ্চই ভেবে চিন্তে বুঝেই সরে গেছেন।
এখানে তাকে আবার বুঝিয়ে আনার কিছু নাই।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৬

চির চেনা বলেছেন: ভেবে চিন্তেই সরে গেছে এই বিষয়টা যেমন সত্য তেমনি টপ পারফর্মারদের একজন হয়ে যে রাজনীতির বলি হয়েছে তার প্রয়োজনীয়তা কিন্তু এখনো অনেক --- তাই ভালোর স্বার্থে চেষ্টা করতে দোষ কোথায়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.