নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশরাফুল আলম

চির চেনা

i write for myself, its my hobby, want to be a bolgger.

চির চেনা › বিস্তারিত পোস্টঃ

ফান ফান ফান পোস্ট ---

১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৮

রাজনৈতিক দলগুলো যদি ফ্র্যাঞ্চাইজি লীগ গুলোর মত অবস্থা হত তবে কেমন হত?
ধরেন,বাংলাদেশে রাজনৈতিক দল বলতে তো আমরা সাধারণত আওয়ামীলীগ,বিএনপি,জাতীয় পার্টি জামাত কে বুঝি।
এর পর বাসদ,সমাজতান্ত্রিক দল এসব ছোট বড় দলগুলোকে বোঝায়।
সামনে নির্বাচন,দল গুছানোর পালা।ফ্র্যাঞ্চাইজি দলগুলোর মত দল গুছালে কে কাকে নিবে?
আওয়ামীলীগ মাস্ট ট্রাম্প কে কিনে নিতো।হেভিওয়েট প্রার্থী,চরম গোঁয়ার আর বদমাইশদের উস্তাদ।এরে কিনতে প্রচুর বিনিয়োগ মাস্ট হইতো।

বিএনপি পড়ে যেত ব্যাপক বিপদে।তারা ট্রাম্পকে মনে মনে চায় কিন্তু আদর্শিক ভাবে ট্রাম্প যায় না,তাই বাদ দিবে,কাউন্টার প্লেয়ার হিসেবে মাস্ট মোদী রে কিনে নিতো।তবে ট্রাম্পের নিলামেও অংশগ্রহণ করতো।কারণ ট্রাম্পকেও বোঝাতে যে আমরা তোমারেও চাই।

জামায়াতে ইসলামী এরদোগান কে কিনবে বলে প্রস্তাব রেখেও অনেক চিন্তা ভাবনা করে সৌদি প্রিন্স রে কিনে নিতো।ধর্মীয় জায়গার অবস্থানও ঠিক রাখলো আবার মডারেট ইসলামী দলের অবস্থান ও ঠিক রাখলো।

আর এরশাদের জাতীয় পার্টি?নিশ্চিতভাবে উত্তর কোরিয়ার প্রেসিডেন্টরে কিনে নিতো।এরশাদ সমাবেশ গুলোতে যেভাবে ফাফর মারে যে দেশের জনগণ এখন জাতীয় পার্টিকেই চায়,উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট তার দলের প্লেয়ার হিসেবে সবচেয়ে পারফেক্ট খেলোয়াড় হিসেবে তাকেই কিনে নিতো।

বাসদ জাসদ বারবার পুতিনের কথা ভাবতে ভাবতে নিশ্চিত ট্রাম্প খরিদের বিনিয়োগে নিজেদের টাকা দিয়ে বলতো অতীত সম্বন্ধে ঘাটাঘাটি করে কি লাভ,আসেন ঐক্যবদ্ধ হয়ে সামনে আগাই ---

ফ্র্যাঞ্চাইজি হউক আর যাই হউক আগামী নির্বাচন টা মাঠে গড়াবে কি?
(ফান সম্পূর্ণ ফান)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ট্রাম্প-এর চেয়ে বেশী কুটচাল জানেন শেখ হাসিনা। তেনার কাউকে নেয়ার কথা না। নিতে হলে হয়তো সুকীকেই নিবেন। বিরোধীদের দমন করবেন আর বলবেন সব ঠিক আছে...
মোদীকে নয়, খালেদা বরং চীনের প্রেসিডেন্টকেই কিনবেন। কারণ, খালেদা বরাবরই চীনপন্থি...
এরশাদ কাকু নিবেন সাদ্দাম, গাদ্দাফী কাউকে। জীবিতদের মধ্যে হয়তো আসাদকে। কিম জং তো পাগল(নিজের জনগণের জন্য কিছু করে না)...
জামায়াতে ইসলামী সৌদিদের দেখতে পারে না এখন। তাই তারা এরদোয়ানকেই বেছে নিতে পারেন। তবে এরদোয়ানের তুর্কীতে এখনো পশ্চিমা সংস্কৃতি আছে। তাই ইচ্ছা না করলেও ইরানের প্রেসিডেন্টকেই তারা বেছে নিবে...

২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:২৪

চির চেনা বলেছেন: হা হা হা ----

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.