নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশরাফুল আলম

চির চেনা

i write for myself, its my hobby, want to be a bolgger.

চির চেনা › বিস্তারিত পোস্টঃ

বাবা শাহজালাল !!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৩

শাহজালালের মাজারের সাথে ইসলামের সম্পর্ক কি?
শাহজালাল কে বাবা ডাকা এবং তাকে উছিলা বা সামান্যতম ফজিলতের কিছু মনে করা নিঃসন্দেহে শিরক।
আর আল্লাহ্‌ সকল গুনাহ মাফ করলেও শিরিকের গুনাহ মাফ করবে না।
মুসলিম দাবী করা আর মুসলমান এক জিনিষ না।
উতবা শায়বারাও লোকের কাছে মুসলিম ছিল তবে মুনাফিক ছিল সত্যিকার অর্থে।
শিরককে যে কোনভাবেই সমর্থন শিরিকের আমল নামা ভারী ছাড়া আর কিছুই না।
যারা যারা শাহজালাল এর মাজার থেকে কর্মসূচি সূচনা করে তারা অবশ্যই মুসলমান না।
দ্বিতীয়ত,
"বাল্লিগু আন্নি ওয়ালাও আয়াত" - অর্থাৎ রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন আমার পক্ষ থেকে একটি আয়াত ওঁ যদি জানো তা অন্যকে পৌছিয়ে দাও।

এই হাদিস যদি মানুষের জন্য কর্তব্য হয়ে থাকে তবে কতক মানুষের জন্য কি তা রহিত করা হয়েছে!!
কোন মিটিং সমাবেশ বা কোন কিছুতেই কখনো নামাজ রোজা বা ইসলাম মেনে চলার কোন আহবানই জানানো হয় না।
তবুও তারা মুসলমান?

কথিত মোডারেট মুসলিম যারা ধর্মনিরপেক্ষতাকে ধারণ করে মুসলিম হয়ে ঘুরে বেড়ায় তার "ইসলাম শান্তির ধর্ম,এখানে জঙ্গিবাদের কোন স্থান নেই" --- বলেই বলে আপনার ছেলে মেয়েরা কোথায় যায় আর কাড় সাথে মিশে এটার আহবান জানায় কিন্তু নিজেকে মুসলমান দাবী করা ব্যাক্তিটি এ কথা কখনোই বলে না যে আপনার ছেলে মেয়েদের সঠিক কোরআনের ব্যাখ্যা সহ জ্ঞান দিন,ইসলামকে সঠিকভাবে তাকে বুঝান এবং আমরা সরকার সারাদেশে ইসলামকে সঠিকভাবে বুঝার জন্য কোরআন শিক্ষার ব্যাবস্থা করবো বা সরকারে গেলে করবো এমনটা কিন্তু কখনোই বলে না।

অথচ এক ডাইলগ দিয়েই শয়তানের কুলওঁ রক্ষা করলো আবার খোদার কুলওঁ!!

বিষয়গুলোকে যারা অফেন্সিভ হিসেবে দেখবে তাদেরকে জ্ঞানের বাতি জ্বালাতে আহবান করছি।মাঝে মাঝে নামাজ পড়ে আর শুনে শুনে কিছু জেনে মুসলিম দাবী করে অন্তত বিষয়টিকে নিয়ে আলোচনা করতে নিরুৎসাহিত করছি।

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর লিখেছেন। মাজার পূজা আর জটাধারীদের থেকে দূরে থাকা অবশ্য কর্তব্য। তবে মাজার জিয়ারতে দোষ নেই। কিন্তু মাজারস্থ ব্যক্তির দোহাই বা উসিলা দিয়ে কোন কিছু চাওয়া নিঃসন্দেহে শিরক।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০৬

চির চেনা বলেছেন: দলবেঁধে নির্বাচনী প্রচারনা বা কিছু করতে চাওয়ার বা যাওয়ার আগে এভাবে মাজারে যাওয়া অবশ্যই দোষের এবং তা বৈধ না।কারণ এটা সুফলের চিন্তা থেকে জিয়ারত করে যাওয়া হয়েছে।আর শাহজালালের মাজার কে নিয়ে বলতেই হয় যে,এখানে শিরিক হয়।তাই কোনভাবেই এই মাজার জিয়ারত বৈধ হবে না।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০২

সেয়ানা পাগল বলেছেন: সৌদি অর্থ মদতে ওয়াহাবি কট্টরপন্থী গ্রুপ গুলি সারা পৃথিবীতে শান্তি বরবাদ করার সাথে সাথে সুফি সন্তদের দেশ বাংলাদেশে শান্তি বরবাদ করেছে এবং করছে সেই ৯০ এর দশক থেকে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০৭

চির চেনা বলেছেন: এটা খুব সস্তা ডাইলগ।শিরিকের সাথে মুসলিমের সম্পর্ক থাকতে পারবে না।এটাই চূড়ান্ত।

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: লেখক বলেছেন: দলবেঁধে নির্বাচনী প্রচারনা বা কিছু করতে চাওয়ার বা যাওয়ার আগে এভাবে মাজারে যাওয়া অবশ্যই দোষের এবং তা বৈধ না।কারণ এটা সুফলের চিন্তা থেকে জিয়ারত করে যাওয়া হয়েছে।

আপনার বক্তব্য উপরোক্ত কারণে সঠিক। তবে মাজার জিয়ারতকে ঢালাওভাবে অবৈধ বলা যাবে না। কেউ ব্যক্তিগতভাবে শুধুমাত্র জিয়ারতের উদ্দেশ্যে সেখানে গেলে অবৈধ হওয়া উচিত নয়।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১৭

চির চেনা বলেছেন: জী --- সহমত

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১৪

সেয়ানা পাগল বলেছেন: তাহলে আর কি ! বাংলাদেশের পানি বাদ দিয়ে সৌদি থেকে ঢিলা নিয়ে এসে ঢিলাকলুপ করে সুন্নত আদায় করুন। :D

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১৮

চির চেনা বলেছেন: এখানে সৌদি আসে কেন?যে কোন বেসিস কে সৌদি আর পাকিস্তান টেনে নেয়াটাই একটা সমাধানের পথে সমস্যা সৃষ্টির পাঁয়তারা।

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩২

আবু তালেব শেখ বলেছেন: যারা এই বাবা বাবা করে এরা আসলে ধর্মব্যবসায়ি

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৫

চির চেনা বলেছেন: সন্দেহ নাই ---- ১০০ ভাগ একমত

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২০

দেওয়ান মাহতাব দিদার বলেছেন: ভালো লিখেছেন ভাই।প্রয়োজনীয় লেখা।

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৩

রাজীব নুর বলেছেন: আজ খালেদা জিয়া মাজারে গিয়েছেন।
মাজারে গেলে কোনো লাভ নাই। জিয়ারত করেও কোনো লাভ নাই।

৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

চাঁদগাজী বলেছেন:


ধর্মের কোন আকার নেই, আপনি যা বলবেন সেটা যেমন ধর্ম, মোল্লা শফি বললে সেটাও ধর্ম, ইহা ব্যক্তির ভাবনার ফল।

৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

পাজী-পোলা বলেছেন: গাজী ভাই তাহলে চোর ডাকাত যা করে সেটাও তাদের ধর্ম রাষ্ট্র শুধু শুধু বাঁধা দেয়, বেচারেরা শান্তি মত ধর্ম ও পালন করতে পারে না (আফচুস)।

০৬ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:২৩

চির চেনা বলেছেন: যুক্তি দারুণ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.