নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশরাফুল আলম

চির চেনা

i write for myself, its my hobby, want to be a bolgger.

চির চেনা › বিস্তারিত পোস্টঃ

কিট-গিঁট

২৯ শে এপ্রিল, ২০২০ সকাল ৭:৫৮

কিট নিয়ে গিঁট লেগেছে,
শীট শীট সব কথা।
রাজনীতির গন্ধ নাকি
যাচ্ছে পাওয়া সেথা!

জীবন মরণ সন্ধিক্ষণে
ফর্মালিটিস কত!
রাজনীতির মারপ্যাঁচে
কাঁদছে অবিরত।

পদ্মা সেতুয় ডর কমে না,
দে-না,দে-রে কিট।
তারই মাঝে রব উঠেছে,
করবে নাকি রিট!

এই শালারা কোন মানুষ
কোন মানুষের পয়দা!
জীবন নিয়েও ব্যাবসা করে
নেতা হারামজাদা।

প্রটোকল আর গ্যাঁড়াকলে
যে দেশটা ঘেরা,
কাদুম্বিনি,কদম আলীই
সে দেশটার ধারা।

কিটের মধ্যে শীট এর প্যারা
লাগাইলো গো কারা!
দেশটা নিয়ে ছিনিমিনি
খেলছে সদা তারা।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:৪১

রাজীব নুর বলেছেন: হে হে-

২| ২৯ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

জানিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের বক্তব্যঃ কিট উৎপাদনের অনুমোদন পাওয়া
থেকে শুরু পরে পরবর্তীতেও নানা বাধার মুখে পড়তে হয়েছে জানিয়ে
গণস্বাস্থ্য কেন্দ্রের সমাজভিত্তিক মেডিকেল কলেজের ভাইস-প্রিন্সিপাল
ডা. মুহিব উল্লাহ খন্দকার বলেন, ‘প্রধানমন্ত্রীর সহযোগিতা থাকায়
আমরা সব বাধা অতিক্রম করতে পারছি। নয়তো সম্ভব ছিল না।
কিছু স্বার্থন্বেষী ব্যবসায়ী গোষ্ঠী বিদেশ থেকে কিট আমদানি করতে
চায়। কিন্তু সরকার কাউকেই আমদানির অনুমতি দেয়নি। তবে অনেকেই
কিট এনে জমা করেছে। আইনশৃঙ্খলা বাহিনী কিছু কিছু উদ্ধারও করেছে।

গণস্বাস্থ্য কেন্দ্রের এই মন্তব্যের ব্যাখ্যা কি ?

৩০ শে এপ্রিল, ২০২০ ভোর ৪:২৯

চির চেনা বলেছেন: এটাই ইন্টারেস্টিং বিষয়।পুরো দেশে প্রধানমন্ত্রীর কতৃত্ত এটা নিতান্তই আই ওয়াশ।গার্মেন্টস শিল্প বা পুলিশ বা প্রশাসন কোথাও সরকারের কমান্ড নেই।তবে সবাই আবার শেখ হাসিনাকে টপে রাখে কারণ এটা ইউনিটির প্রতীক দলীয় আওয়ামীলীগ হিসেবে। না হলে গৃহযুদ্ধ শুরু হবে।
হাসিনাও প্রধানমন্ত্রীত্ব উপভোগ করছেন কিন্তু পুতুল বই আর কিছুই না।

৩| ২৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫৭

নেওয়াজ আলি বলেছেন: Funny :-P

৪| ২৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:৩৩

এম ডি মুসা বলেছেন: ভালো লাগছে কবিতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.