নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিকেত নন্দিনীর আবোল তাবোল

যে জীবন ঘাসফড়িঙের, যে জীবন রঙিন প্রজাপতির, ঐ জীবন পেলে মন্দ হতো না।

অনিকেত নন্দিনী

আমার না বলা যতো কথা, আমার যতো অপূর্ণ সাধ, তার সাথে মিলে দেখা কিছু রংধনু স্বপ্ন, আর কিছু হৃদয় বিদীর্ণ দীর্ঘশ্বাস- এই নিয়ে আমার এই চার দেয়ালে ঘেরা জীবন। আমি যেন এক সুতোয় বাঁধা ঘুড়ি। প্রজাপতি আর ঘাস ফড়িঙ কে পেছনে ফেলে পাখিদের সাথে পাল্লা দিয়ে বাতাসে ভর করে উড়ে যাই দূর বহু দূর। উড়তে উড়তে চলে যাই মেঘদের কাছে কিন্তু পেছনে আমার বন্ধন পড়ে থাকে। বেলা শেষে নাটাইয়ের টানে ফিরে আসি মৃত্তিকার কাছে।

অনিকেত নন্দিনী › বিস্তারিত পোস্টঃ

রূপান্তর

০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:১১

কোনো এক সময়ের ঘর আজ ফ্ল্যাট হয়ে গেছে

বহু পরিচিত গৃহকোণ, আঙিনা, আসবাব

আগের মত করে টানেনা আর

কেমন করেই টানবে?

একদা যে শয্যা ছিলো একান্ত আমার

নিজের চোখে দেখেছি তাতে অন্যের অধিকার

বারবনিতার সাথে মিলনের প্রকট নগ্নছাপ

বীর্য আর যোনিরসের উৎকট গন্ধওয়ালা চাদর

দুমরানো মোচড়ানো বালিশ, কম্বল;

এখন দুচোখে অমানিশার অন্ধকার

হৃদয় জুড়ে হাজারো শংকা

বুকচেরা দীর্ঘশ্বাসের আনাগোনা চলে হরদম

প্রতি নিশ্বাসে লেপ্টে থাকে অচেনা ভয়

কি আছে সামনে? আর কতোটা কষ্ট পেতে হবে?

আর কতোখানি অপমান অপেক্ষা করে আছে?

এ সব প্রশ্নের উত্তর পাবার আশায়

ঘোলাচোখে তাকিয়ে থাকি ভবিষ্যতের দিকে,

শূন্যতা ছাড়া কিছুর দেখাই পাইনা।



মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৫১

দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর।

০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:২২

অনিকেত নন্দিনী বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.