নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের লোভে আমি, রাতদিন হাঁটি.।.।.।.।.।.।।।\n

রিয়াদ হায়দার

আহির

রিয়াদ হায়দার › বিস্তারিত পোস্টঃ

বছর কুড়ি পরে

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৮

ধরো,তোমার বছর কুড়ি পরে,
বসলো পেয়ে আমায় ভাবার রোগ !
এতেই হবে,তাতেই আমি খুশী,
কজনই পায় এমন সে সুযোগ!

খুনসুটি আর আবেগি বাহানা,
রেখেছি তা যত্ন করে তুলে,
ইচ্ছে হলে আসতে পারো পিছু,
খামখেয়ালী তোমার মনের ভুলে,
নিত্য তোমায় ডাকছি নিয়ম করে,
এক মহকাল একঘেয়েমি লাগে,
একটু কপাল যায়না ছুঁয়ে তুমি!
যেমন করে ছুঁয়ে যেতে আগে ?!

ধরো, আমায় বছর কুড়ি পরে,
গেলে ভুলে যেমন সবাই যায় !
তাতেও খুশী,ভাববো বেঁচে আছো,
কাব্য করে অন্য বারান্দায়................................. :)

ফটো ক্রেডিট- আহির(রুপকথা)
ধরো,তোমার বছর কুড়ি পরে,
বসলো পেয়ে আমায় ভাবার রোগ !
এতেই হবে,তাতেই আমি খুশী,
কজনই পায় এমন সে সুযোগ!

খুনসুটি আর আবেগি বাহানা,
রেখেছি তা যত্ন করে তুলে,
ইচ্ছে হলে আসতে পারো পিছু,
খামখেয়ালী তোমার মনের ভুলে,
নিত্য তোমায় ডাকছি নিয়ম করে,
এক মহকাল একঘেয়েমি লাগে,
একটু কপাল যায়না ছুঁয়ে তুমি!
যেমন করে ছুঁয়ে যেতে আগে ?!

ধরো, আমায় বছর কুড়ি পরে,
গেলে ভুলে যেমন সবাই যায় !
তাতেও খুশী,ভাববো বেঁচে আছো,
কাব্য করে অন্য বারান্দায়................................. :)

ফটো ক্রেডিট- আহির(রুপকথা)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.