নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের লোভে আমি, রাতদিন হাঁটি.।.।.।.।.।.।।।\n

রিয়াদ হায়দার

আহির

রিয়াদ হায়দার › বিস্তারিত পোস্টঃ

রুপার কথা..................

২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩১

রুপা,নিশ্চয়ই খুব সুন্দর একটা নাম।হুমায়ূন আহমেদের কল্যাণে আজকাল অনেক গল্প উপন্যাসে,নামটি অহরহ আসছে।আজকে ওয়ালে তিন চারটা গল্পেও রুপাকে পেয়েছি।সবাই মায়াবতী
হঠাৎ মনে পড়লো,আমারও একজন রুপা ছিলো wink emoticon টিন এজ বয়সের প্রেম,যার কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে,
মনে হয়েছিলো,এমন লাগে ক্যান! টিন এজ বলে কথা smile emoticon

অনেক বছর ব্যবধানে যখন সংসারী রুপাকে দেখলাম,এটা ভেবে খুশি হয়েছিলাম যে প্রেমটা টেকেনি বলে!
কারন তিনি বর্তমানে বিশাল আকৃতি ধারন করিয়াছেন grin emoticon আল্লাহ্‌ যা করে, ভালোর জন্যই করে wink emoticon

বিশ্ববিদ্যালয়ের সহপাঠী রুপাকে আমি কখনওই দেখিনি, যে সে হেসেছে! শিক্ষাসফরে বাসের মধ্যে তার পাশের সীটে বসেই আমার,দীর্ঘ যাত্রা পাড়ি দিতে হয়েছে। সারাটা পথ ভেবেছিলাম,আমি কি অপরাধ করেছিলাম! যে শিক্ষা সফর জ্যান্ত কবর হয়ে গেলো!!!
এই রুপাকে যখন অনার্স শেষের দিকে,বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চিপায় চাপায় আবিষ্কার করলাম, তখন মনে হয়েছিলো,
তোর মনে এতো রস,কোথায় ছিলো এতো দিন!!! frown emoticon
তবে আমার ধারনা,রুপা যখন প্রান খুলে হাসবে, তাকে অসম্ভব সুন্দর লাগবে smile emoticon

দর্শন বিভাগের সোহান নামে বন্ধুটিকে, পুরো বিশ্ববিদ্যালয় জীবনেই দেখেছি, এক লাস্যময়ী রুপার সাথে ঝুলে থাকতে। এই মেয়ের চোখের দিকে আমার বন্ধুটি এমন মুগ্ধ হয়ে তাকাতো যে আমার মনে হতো,প্রেম বুঝি একেই বলে!!! আমরা ধরেই নিয়েছিলাম,তারা অনেক পথ পাড়ি দেবে!
অনেক বছর বাদে, সোহান কে উত্তরাতে পেলাম, রুপার কথা জানতে চাইলাম, ও কোন উত্তর দিলো না। যা বোঝার বুঝে নিলাম!
তারও বেশকিছু দিন বাদে,বসুন্ধরা সিটিতে রুপার সাথে দেখা, রুপা সহাস্যে,তার স্বামীর সাথে পরিচয় করিয়ে দিলো।
দেখে মনে হলো, লোকটা বেশ ধনী এবং বৃদ্ধ।বাসায় ফেরার পথে বারবার মনে হলো,
প্রেম তুমি কি!!! tongue emoticon

আর একজন ছিলো, পেটুক রুপা, সেও বন্ধুর প্রেমিকা। আমরা অন্য বন্ধুরা,
এই জুটিকে এড়িয়ে চলতাম ,কারন মেয়েটি বিভিন্ন বাহানায়, দেখা হলেই খেতে চাইতো gasp emoticon
আমরা সবাইই কম বেশি ভুক্তভোগী ছিলাম grin emoticon
একদিন বন্ধুটিকে বললাম, মামা,তুই তো দুধ কলা দিয়া হাতি পালতেছো!
বন্ধুটি মুখ কালো করে বলল,আমি জানি তোরা ওকে দেখতে পারিস না, কিন্তু ও যখন তৃপ্তি নিয়ে কিছু খায়,
আমার তখন ওর মুখটা দেখতে ভালোলাগে gasp emoticon
আমি তো শুনে থ gasp emoticon
তখন মনে হলো,ভালোলাগার প্রকার ভেদ,অদ্ভুত হয় smile emoticon

যাই হোক, রূপারা সুখে থাকুক smile emoticon

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.