নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের লোভে আমি, রাতদিন হাঁটি.।.।.।.।.।.।।।\n

রিয়াদ হায়দার

আহির

রিয়াদ হায়দার › বিস্তারিত পোস্টঃ

মেয়েদের দোষ.........

২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৩

মেয়েদের অনেক দোষ আছে, ছলনাময়ী ,দ্বিচারিণী , চরিত্রহীন । অনেকেই অবলীলায় এই কথাগুলো উচ্চারন করেন।আর খাঁটি বাংলার গালাগালি তো নাই বললাম । আমি একদমই নারীবাদী না কিন্তু অনেক ব্যাপারে ছেলেদের চরিত্র ও ভুমিকা বমিযোগ্য .........

মেয়েরা, মা রা সরল বিশ্বাসী।যে মেয়েটা আপনাকে অন্ধ বিশ্বাসে ভালোবেসে আপনার উস্কানিতেই,আপনার সাথে বিছানায় গেলো,আর আপনি কিনা,একটা গোপন ক্যামেরা চালু করে রাখলেন! রাখলেন ভালো কথা,কিন্তু আবার ইন্টারনেটে ছাড়লেন।অনেক কে যৌন সুড়সুড়ি দিলেন , তখন অনেকেই এই ভিডিও দেখে ভাবল, মেয়েটা সহজ লভ্য, এবং চরিত্র খারাপ ।
একটা মধ্যবিত্ত ঘরের মেয়ে, আপনাকে বিশ্বাস করার কারনেই পাড়ার বেশ্যা হয়ে গেলো রাতারাত । অনেকছেলেই আবার মেমরি কার্ড লোডের দোকানে,বিশ্বাস ভঙ্গের এই দেশি ভিডিও খোঁজেন !
মেয়েটার দোষ হলো,সে বিশ্বাসী আর ভুল হলো সে একটা চরিত্রহীন লম্পট কে সব থেকে আপন ভেবেছিলো ।

কিছু বিকারগ্রস্থ মানুষের কাছে শুনি,ধর্ষণের জন্য নাকি মেয়েরা বেশি দায়ী!আমার প্রশ্ন, ক্যামনে ভাই?
তার খোলামেলা পোশাক দায়ী,তার শরীরী ভাষা দায়ী! বাংলাদেশে এখনও অতো মডার্ন পোশাক আসেনি।রাস্তায় তো সে আর বিকিনি ব্রা পড়ে হাঁটে না ! খুব বেশি হলে,জিন্স,বা টাইট ফিটিং কোন কিছু। কৈ রাস্তায় তো এই পোশাক অহরহ নেই! আপনি যদি একটু দেখা মাত্রই পুরুষত্ব হারিয়ে ফেলেন?
তাহলে আপনার মেয়ে বোন কি আপনার থেকে বিপদ মুক্ত??? তাদেরও তো আপনি আঁটসাঁট বা খুব ঢিলেঢালা পোশাকে দেখেন?!
আমার খুব জানতে ইচ্ছে করে,একটা ভয়ার্ত মুখ,বা ভেজা গাল বা একটা অনিচ্ছুক মনের আর দেহের ঝাপ্টানি দেখেও,
একটা শিশুর দম ফাটানো চিৎকার,ব্যথায় কুঁকড়ে শরীর দেখেও, আপনার দাঁড়ায় কিভাবে???
মায়া লাগে না???

যে মেয়েটা একটা ফটো আপলোড করে ৫০০/১০০০ লাইক পায়। সে কিন্তু ৫০০/১০০০ কে দাওয়াত দেয়না, যে আমাকে লাইক করো ! কিন্তু তার ইনবক্সের গল্পগুলো একই রকম।অসংখ্য একই রকম প্রশ্ন তাহলে সে অহংকারী না, আপনি তাকে একঘেয়ে করেছেন, অনুভূতি বিগড়ে দিয়েছেন।
দিনশেষে ঐ আঁট দশ হাজার ফলোয়ার ধারী মেয়েটাই,একটা সাধারন বিশ্বাসী মন খোঁজে, যে তাকে তার প্রাপ্য সন্মান টুকু দেবে ।

সবশেষে একটা কথা বলি,
এলাকার সবথেকে সুন্দরী মেয়েটার নামে চরিত্রে কলঙ্কের অপবাদ বেশি থাকে।কারণটা খুব সহজ,
আঙুর ফল টক ।
আর যদি কোন একটা সত্যি দুর্ঘটনা থেকেই থাকে ,তাহলে তো বিকারগ্রস্থ বয়স্করাও সুন্দরী কে ভাবেন।মনস্কাম চর্চায় ছাড় দেন না ।

যাই হোক,
আপনার বিকৃত মনোভব, এবং অসুস্থ দৃষ্টি ভঙ্গি আগে পাল্টান আমিও আরও পাল্টাই, । একটু বদলে গেলে কেউ টের পাবে না বা ছোট হবেন না ।

যাদের কেন্দ্র করেই আপনার আমার অস্তিত্ব
সেই অস্তিত্বটাকেই আমরা
অগনিত বার শরীর,বিশ্বাস দিয়ে ধর্ষণ করলাম !
আপনি স্রষ্টাকে অস্বীকার করলেন (ধারনা বা বিশ্বাস )

ধন্যবাদ

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৯

আরণ্যক রাখাল বলেছেন: হুম| সহমত

২| ২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৫

দেবজ্যোতিকাজল বলেছেন: মেয়েদের অবহেলা করতে শিখিয়েছে ধর্ম ।ধর্ম টিকিয়ে রেখে নারী স্বাধীনতা হাস্যকর ব্যপার

৩| ২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: @ দেবজ্যোতিকাজল এর সংগে একমত হতে পারলাম না।




ধন্যবাদ। ভালো থাকুন নিরন্তর।

৪| ২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৩

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: দেবজ্যোতিকাজল বলেছেন: মেয়েদের অবহেলা করতে শিখিয়েছে ধর্ম ।
ধর্ম কোন দিক দিয়ে মেয়েদের কে অবহেলা করতে শিখিয়েছে একটু বলেনতো শুনি ।

৫| ২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৩

মাঘের নীল আকাশ বলেছেন: @রূপক বিধৌত সাধুঃ আপনাকে তো সরল-সোজা মনে হচ্ছে না!
@দেবজ্যোতিকাজলঃ নিজের মানসিকতা উন্নত হলে আর ধর্মের দোহাই দেয়ার প্রয়োজন পড়ে না!

লেখকের সাথে সহমত!

৬| ২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৯

ঘুম হ্যাপি বলেছেন: লেখকের সাথে সহমত।

৭| ২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩১

রিয়াদ হায়দার বলেছেন: আপনাদের সবাইকে ধন্যবাদ । আমার কাছে ধর্মের চাইতেও বেশি জরুরী মানুষ । সব চাইতে বড় বিষয় হলো আমরা বুঝিনা, তর্ক ও আলোচনা কাকে বলে ? দৃষ্টিভঙ্গি কি জিনিস ? :)

৮| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৪

দেবজ্যোতিকাজল বলেছেন: :(লেখকের লেখাটা কি পড়েছো তোমরা ? :):):)

৯| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৮

দেবজ্যোতিকাজল বলেছেন: <:)…আমি 'ধর্ম ও নারী' নিয়ে সামহ্যোয়ারে ধারাবাহিক লিখব ।এককথায় তোমাদেরকে বোঝাতে পারব না । :):):(

১০| ২৭ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৪

গেম চেঞ্জার বলেছেন: বাস্তবতা থেকে মেয়েদের ব্যাপারটা তুলে এনেছেন। তবে মেয়েদের জন্য স্রের এক্সকিউজ না করে এটা আমাদের জন্য বাস্তবপোলদ্ধি হিসেবে গ্রহণ করাই শ্রেয়।

১১| ২৭ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৭

সুলতানা রহমান বলেছেন: ভাল কথা, ভাল কমেন্ট ……আমার ও ভাল লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.