নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের লোভে আমি, রাতদিন হাঁটি.।.।.।.।.।.।।।\n

রিয়াদ হায়দার

আহির

রিয়াদ হায়দার › বিস্তারিত পোস্টঃ

কৃষ্ণপক্ষ.।.।.।.।.।

২৬ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

বলা হয় শিক্ষাই জাতির মেরুদণ্ড smile emoticon এই জাতির মেরুদণ্ড ঠিক করতে গিয়ে, অধিকাংশ শিক্ষার্থীর নিজের মেরুদণ্ডই ভেঙে যায় । আপনি আপনার মেধার পরিচয় দিয়ে একটি প্রথম শ্রেণীর চাকরি বা জীবন যাপন করছেন। আপনি ভাগ্যবান মেধাবী।
বাংলাদেশের প্রেক্ষাপটে সব মেধাবীই ভাগ্যবান না ,এর জন্য দায়ী শিক্ষা ব্যবস্থা, সরকারের বিজ্ঞতার অভাব,পর্যাপ্ত সুযোগের অভাব ।
শুধু সরকারের একটু বিজ্ঞতা আর স্বদিচ্ছাই পারে,শিক্ষার্থীদের জীবন পাল্টে দিতে ,ভবিষ্যৎ পাল্টে দিতে ।

কারো মেধাকে কটাক্ষ করছি না কিন্তু এ প্লাস দিয়ে আপনি কি করবেন???!!!
আপনি কোন কলেজেই চান্স পেলেন না। ডাবল এ প্লাস দিয়ে কি করবেন???
আপনি মানসম্মত কোন বিশ্ববিদ্যালয়েও চান্স পেলেন না । আর বিশ্ববিদ্যালয় গণ্ডি পেরিয়েও বা কি করবেন? চাকরি পাবেন না আর চাকরি পেলেও আপনার এতদিনের মেধার মূল্য মাসে ১০-১৫ হাজার টাকা grin emoticon

সত্যিই সেলুকাস !!! একটা আজব দেশে বাস করি যে দেশে পাটের বা পেঁপের জীবন রহস্য উন্মোচনের জন্য হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়।কিন্তু উচ্চশিক্ষার জন্য আলাদা কোন বরাদ্দ থাকে না ।
যে দেশের অর্থমন্ত্রীর কাছে পাঁচ টাকা, টাকা মনে হয় না, যে দেশের শিক্ষা মন্ত্রী সৃজনশীল শিক্ষার নামে, শিক্ষার হার বৃদ্ধির অভিযানে নেমেছেন , সেখানে আপনার মেধার মূল্যায়ন হবে এটা ভাবলেন কি করে???

আমার মধ্যবিত্ত অসাধারন বাবার ধারনা আমিও মেধাবী !!! gasp emoticon ,তার পীড়াপীড়ির কারনেই আমাকে কয়েকটি সরকারি চাকরীর জন্য যুদ্ধ করতে হয়েছিলো।আমার বক্তব্য হলো, বাংলাদেশের কোন নিয়োগ প্রক্রিয়াই সচ্ছ না এবং সময় উপযোগীও না।

সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার নিয়োগের সময়,ভাইবায় আমাকে জিজ্ঞেস করা হয়েছিলো,
অমর্ত্য সেনের দুর্ভিক্ষ অর্থনীতি ধরনা সম্পর্কে কি জানেন?আমি হেসে দিয়ে বলে ছিলাম, কিছুই জানি না। কারন আমার বাণিজ্য সম্পর্কে সাধারন ধারনা থাকলেও আমি আর্টসের ছাত্র। অর্থনীতি বিষয়ক গভীর ধারনা আমার থাকার কথা না । নিয়োগ বিজ্ঞপ্তি হিসেবে আমি যোগ্য । কিন্তু নিয়োগ ব্যবস্থার ত্রুটির কারনে আমি যোগ্য না smile emoticon তারমানে কিন্তু এই নয় যে অন্য সাবজেক্টে পড়াশুনা করে ব্যাংকের চাকরি করে না! অবশ্যই করে কিন্তু আমি ভাগ্যবান না । যে ছেলেটা লক্ষ লক্ষ প্রতিযোগী টপকে ভাইবা পর্যন্ত যেতে পারে, সে নিশ্চয়ই মেধাবী ছিলো না smile emoticon

বিশ্ববিদ্যালয়ের বর্ষভিত্তিক ভাইবায় সব প্রশ্নের সন্তোষজনক উত্তর দিয়েও যখন ১০ এর মধ্যে তিন পেয়েছিলাম, তখনই বুঝে গিয়েছিলাম , একটা ভুল সিস্টেমে পড়ে গেছি smile emoticon
আমার বন্ধু রাশেদ কে ২৯তম বিসিএস এর ভাইবায় জিজ্ঞেস করা হয়েছিলো, বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর বিশদ বিবরন দিন ।বন্ধুটি বলা শুরু করলে তাকে মাঝপথে থামিয়ে আবার জিজ্ঞেস করা হলো বর্তমান সরকার সম্পর্কে আপনার ধারনা কি? ! আমার বন্ধুটি বলেছিলও, স্যার খুবই খারাপ ধারনা । কারন সরকার দ্বারা আমি শিক্ষা বিষয়ক কোন সাহায্য পাইনি এবং অনিয়ন্ত্রিত ছাত্র রাজনীতির কারনে বিশ্ববিদ্যালয়েও সরকার আমাকে নিরাপত্তা দেয়নি । বন্ধুটির চাকরি হয়নি।
যে ছেলেটা বিসিএস ভাইবা পর্যন্ত যায় সেও মেধাবী না smile emoticon কারন তাকে অপ্রাসঙ্গিক প্রশ্ন করা হয়েছে এবং তার স্বাধীন মতামত জানতে চেয়ে তাকে বাদ দেয়া হয়েছে। রাশেদ মেধাবী তবে ভাগ্যবান না smile emoticon
পক্ষান্তরে অন্য এক বন্ধু কে জিজ্ঞেস করা হয়েছিলো,শুধুমাত্র আপনার নাম কি?
সেই বন্ধুটি এখন এ এস পি ।
আমি বলবো ভাইবা ব্যবস্থা রাখাই হয়, প্রার্থী বাতিলের জন্য । এখানে মেধা যাচাই কোন উদ্দেশ্য না ।

বেশ কিছু দিন বেক্সিমকোর এইচ আর এ থাকায় দেখেছি , স্বজনপ্রীতি বা আকর্ষণীয় আউটলুকের উপর আপনার চাকরি ও স্যালারি রেঞ্জ নির্ভর করে !!!

বাংলাদেশের কোন ছেলেটাকে দেখেছেন, নামকরা পদার্থবিদ বা গবেষক ! অবশ্যই আছেন তবে তা কোটিতে একজন আর যারা আছেন তারও দেশ বিমুখ ।কেন এতো কম!! কারন আপনি সৃজনশীল শুধু মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পর্যায়ে । তারপর আর আপনার সৃজনশীলতার প্রয়োজন নেই । এরপর অনার্স মাস্টার্স পাশ করেন আর শিক্ষিত বেকার হন । কিন্তু এমনটি হবার কথা ছিলো না ।
উপযুক্ত পরিবেশ ও সহায়তা পেলে আপনিও হতে পারতেন,স্টিভেন স্পিলবারগ কিম্বা
আরেকজন সত্যেন বোস, অথবা স্টিফেন হকিং এর সৃষ্টিতত্ত্ব কে চ্যালেঞ্জ করে বলতে পারতেন, বিগ ব্যাং থিওরির ঘাটতি আছে কারন ব্লাক হোলের একপ্রান্তে বর্তমান গ্যালাক্সি হলে অপর প্রান্তেও অন্য একটি প্যারালাল অসীম গ্যালাক্সি হবে smile emoticon

আপনি কিছুই পারবেন না কারন, শিক্ষা ব্যবস্থা ও জীবন ব্যবস্থা অধিকাংশ মেধাকেই স্বীকৃতি দেয় না তাদের নিজস্ব ত্রুটির কারনে । আর সেই ত্রুটির মাসুল গুনতে হয়,
আপনার আমার মতো মানুষদের ।

যাই হোক, ধন্যবাদ

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.