নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাতৃভাষার তুলনা নাই।

অ আ ই ঈ ক খ

অচেনাঅতিথি

মাদক কে না বলুন, দুর্নীতিকে ছিঃ ছিঃ বলুন।

অচেনাঅতিথি › বিস্তারিত পোস্টঃ

আততায়ী

১৯ শে জুলাই, ২০১৫ দুপুর ১:০৯

মন পাখিটা কার যেন বশ হয়ে গেছে,
মগজে কে যেন থিতু হয়ে বসে গেছে,
প্রথমে অভ্যাসগত চর্চা,
তারপর মনের মধ্যে লালন,
কিন্তু যখন মগজে জায়গা করে নিল,
তখন আর কোনো উপায় থাকল না।
সেই “আততায়ী” মগজে ঠাই পাবার পর থেকে,
শুরু করল তার খেলবাজী।
শুরু হল মাতলামি, শুরু হল
পদে পদে হোঁচট খাবার পালা।
না দিল কারো সাথে মিশতে,
না দিল কারো সাথে থাকতে,
প্রতি পদক্ষেপে মগজে জেকে বসে
আর মাতাল করে দেয়,
অস্বাভাবিক আচরণ শুরু করে দেয়।
দুর্দমনমীয় ভয়ের জন্ম নেয় মনে।
তাই, সমাজ থেকে ধীরে ধীরে-
নিজেকে গুটিয়ে নেয় সে।
হয়ে যায় একাকী, সাহস সঞ্চয় করে অনেক,
কিন্তু পারে না। যখনই কারো মুখোমুখী
হতে যায়, চোখ-মুখ আতঙ্কিত হয়ে ওঠে,
বুক কে যেন চেপে ধরে,
তাকানোর শক্তি পর্যন্ত হারিয়ে ফেলে।
প্রচন্ড স্নায়ুচাপে ভুগতে থাকে সে,
চরম মুহুর্তে মৃত্যুও কামনা করে,
কিন্তু মৃত্যুও মুখ ফিরিয়ে নেয়।
এখন শুধু সে ধৈর্য্যকে লালন করে,
অপেক্ষায় থাকে, কবে সে মুক্তি পাবে সেই
আততায়ীর হাতে থেকে।
কবী দুহাত মেলে আকাশে তাকিয়ে
স্বস্তির নিঃশ্বাস ফেলে বলবে
“আমি মুক্ত”।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.