নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাতৃভাষার তুলনা নাই।

অ আ ই ঈ ক খ

অচেনাঅতিথি

মাদক কে না বলুন, দুর্নীতিকে ছিঃ ছিঃ বলুন।

অচেনাঅতিথি › বিস্তারিত পোস্টঃ

রেঁনেসা

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০৪

সবাই একদা তরুণ ছিল সবাই একদা বৃদ্ধ,
দিতে হয়েছে পাড়ি সবাইকে এই না জীবন যুদ্ধ।
কালের চক্র চলছে এভাবে কোথায় যে এর শেষ,
কোথায় হয়েছে শুরু, কোথায় হবে সে নিরুদ্দেশ?
পৃথিবী, সূর্য, কত গ্রহ তারা অপন বেগে ছুটছে,
কেহ হারিয়ে বসছে দু কূল, কেহ দুই হাতে লুটছে।
হিংসা-দ্বেষ, মায়া-মমতা, মিশ্রিত অনুভূতি,
কেহ সাধে পরের ভাল, কেহ পরের ক্ষতি।
কেহ যাচে ক্ষুধা, কারো দিন যায় চেয়ে দুই মুঠো খাদ্য,
কেউ জানে না কার কপালে কি আছে বরাদ্দ।
এ দেশ, সে দেশ, প্রাচীর-সীমানা, মিছে এই সীমাবদ্ধতা,
মিছে হানাহানি, রক্তারক্তি, স্বার্থের টানে শত্রুতা।
প্রেম-ভালবাসা, মোরা ভাই ভাই, বসুধৈব কুটুম্বকম,
লক্ষ্য মোদের বৈশ্বিক গ্রাম, এগিয়ে চলো বনি আদম।
কালের চক্রে চলেছে কাল,
আমরা আমাদের লিখব ভাল।
ধ্বংস নয়তো, সৃষ্টির খেলা
খেলে যাবো মোরা বেলা-অবেলা,
কাদের কণ্ঠে শুনে যাই ঐ রেঁনেসার আহবান,
যার যা আছে দিয়ে যাব মোরা সময়ের স্রোতে বলিদান।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.