নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাতৃভাষার তুলনা নাই।

অ আ ই ঈ ক খ

অচেনাঅতিথি

মাদক কে না বলুন, দুর্নীতিকে ছিঃ ছিঃ বলুন।

অচেনাঅতিথি › বিস্তারিত পোস্টঃ

মনসংকলন

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৭

চোখের দেখায় থাকতে পারে বিভ্রান্তির ছলনা,
সিদ্ধান্ত নেবার আগে একটু ভেবে দেখো না!
অনুভূতিগুলো ঠোঁটে এসে শব্দ পায় না খুঁজে,
সেই হতাশা হজম করে একাকী দু চোখ বুজে।
চোখের ভাষা বোঝার সময় এখন কারো নাই,
প্রাণের বেদন, মনের স্বপন আপনি গেঁথে যাই।
কোন সে তারার হাতছানিতে আকাশপানে দৃষ্টি,
স্বপ্নভঙ্গে আকাশ ভেঙ্গে ঝরঝরিয়ে বৃষ্টি।
বৃষ্টির জল চোখের জল মিলে মিশে একাকার,
দুই কান্নার ভেদাভেদে বানে ভাসে চারিধার।
মাটির দেয়াল, মনের দেয়াল পড়ছে সবই ধসে,
বোঝা কেহ করছে ভারী, হালকা কেহ বসে।
অলি-গলিতে পালিয়ে বেড়ায় শূলে চড়ার ভয়ে,
তারই বুকে বিদ্ধ হয় সে, জীবন ক্ষয়ে ক্ষয়ে।
এলোপাতারি, ছলচাতুরী, নিজের সঙ্গে লড়াই,
দাঁত কেলিয়ে হেসে করে বিশ্বজয়ের বড়াই।
নিজেই নিজের শত্রু হয়, বন্ধু পরের ক্ষণে,
সবই চলে মনের মধ্যে, দেখে না বিশ্বজনে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.