নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাতৃভাষার তুলনা নাই।

অ আ ই ঈ ক খ

অচেনাঅতিথি

মাদক কে না বলুন, দুর্নীতিকে ছিঃ ছিঃ বলুন।

অচেনাঅতিথি › বিস্তারিত পোস্টঃ

ঢাকাবাসীর আত্মকথা

২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

বাসের মধ্যে চলে কেবল সিট পাবার লড়াই,
ঠেলাঠেলির মধ্যে যেতে আমি বড্ড ডড়াই।
আপা, মহিলা উঠবেন না, বাসে নাই সিট,
জোর করলে সহ্য করুন ইঞ্জিনের হিট।
গেটলক বাসে মামা হাফ ভাড়া নাই,
যাত্রীর লোভে মাঝে মাঝে লোকাল হয়ে যাই। tongue emoticon
মহাখালি, ফার্মগেটে কুরুক্ষেত্রের যুদ্ধ,
এত্তো বাস সিট তবু নাই পুরা ঢাকাসুদ্ধ।
এতো ভীড়ের সুযোগ নিয়ে দ্বিগুণ করে ভাড়া,
তাদের পিছেই যাত্রীরা সব করছে দেখো তাড়া।
সিট তো পেলাম, এখন হবে ট্রাফিক জ্যামের ফারা,
মিনিটের পথে ঘণ্টা পেরোয়, থাক না যতোই তাড়া!
পকেট রাখেন সাবধান মামা চোরে ছাওয়া ঢাকা,
ফোন মানিব্যাগ করবে চুরি, পকেট করে ফাকা।
অজ্ঞান পার্টি দোসর আবার, যাবেন কই মামা!
টাকা পয়সা উজার করে খুইলা নিবে জামা!
রাস্তার ধারে ময়লাস্তুপের গন্ধ নিয়ে নাকে,
সুস্থ আছি দিব্যি মামা, খবর কেডায় রাখে!
বানে ভাসে ঢাকা সিটি, দিয়ে যাই ভোট,
পরীক্ষায় রচনা লিখি জার্নি বাই বোট।
শুধু কথায় পেট ভরে না, হোক না চিকেন ফ্রাই,
বাচা মরা যেটাই হোক, ব্রাণ্ডের হওয়া চাই।
অসুখ হলে চিন্তা নাই, হাজার টাকা ফিসের,
টেস্ট ধরিয়ে দেবে ডাক্তার, চিন্তা করো কিসের?
মাঝে মাঝে আতশবাজি নাকি বোমার শব্দ,
ভোটের জন্য কাড়াকাড়ি, আমরা তালাবদ্ধ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

কিরমানী লিটন বলেছেন: বাহ! চমৎকার ...

২| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৭

অচেনাঅতিথি বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.