নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাতৃভাষার তুলনা নাই।

অ আ ই ঈ ক খ

অচেনাঅতিথি

মাদক কে না বলুন, দুর্নীতিকে ছিঃ ছিঃ বলুন।

অচেনাঅতিথি › বিস্তারিত পোস্টঃ

প্রেমের কবিতা

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৪

স্বপ্ন গড়ি মনে মনে, অলস বেলা যায়,
পেটে ধরে আগুন যখন, স্বপ্ন দেখা দায়।
স্বপ্ন কারও গড়িয়ে দিয়ে, গুড়িয়ে দিতাম যদি,
স্বপ্নভঙ্গের অপরাধে হতাম অপরাধী।
রাত্রী শেষে সকাল হয়, নতুন স্বপ্ন বুনি,
স্বপ্নচারিনীর স্বপ্নগাঁথা অপার হয়ে শুনি।
তোমার স্বপ্ন আমার স্বপ্ন মিলে একাকার,
দুই স্বপ্নে গাঁথি মালা আশা-নিরাশার।
পেটের স্বপ্ন, মনের স্বপ্ন দিনকে দেয় গতি,
দিনের মনে দিন চলে যায়, একই স্বপ্নে মাতি।
খেয়ালিপনার স্বপ্নশেষে ক্ষুধায় নড়ে উঠি,
খানাপিনার সন্ধানে তাই হন্যে হয়ে ছুটি।
মনে আমার প্রেমের স্বপ্ন, চোখে বড় হবার,
বড় হবার অচিন পথে সংগে তোমায় পাবার।
তোমায় নিয়ে প্রেমের কবিতা কেমনে লিখি,
প্রেমময় তুমি আর স্বপ্নচারী আমি,
এমনি চলুক প্রত্যাশাময় দেখাদেখি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.