নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/amioparajitapushpita

অপরাজিতা পুষ্পিতা

সাদাকে সাদা, কালোকে কালো সে আমি বলবই।

অপরাজিতা পুষ্পিতা › বিস্তারিত পোস্টঃ

জীবন্মৃত দলকানা দালাল বুদ্ধিজীবী স্পন্দিত দেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের তাৎপর্য কি!?

১৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:১৬

জীবন্মৃত দলকানা দালাল বুদ্ধিজীবী স্পন্দিত দেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের তাৎপর্য কি!?

৪৩ বছর আগের বাংলাদেশের সে সব বুদ্ধিজীবী আর আজকের স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের বুদ্ধিজীবীদের মাঝে বিস্তর ফারাক। সে কালের বুদ্ধিজীবীগণ সত্যিকারের অর্থেই জ্ঞান ও বুদ্ধির চর্চা দিয়ে দেশ জাতিকে এগিয়ে নিয়েছিলেন। আর এখনকার বুদ্ধিজীবীরা বুদ্ধির ফেরীওয়ালা। এরা বুদ্ধি বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। অভিধানে বুদ্ধিজীবীর সংজ্ঞা কিন্তু দুটোই! কেউ আসল আর কেউ নকল। আমাদের কপালে এখন নকলটায় জুটেছে।

একজন জহির রায়হান, মুনীর চৌধুরী কিংবা আনোয়ার পাশাসহ অন্যদের জীবনেতিহাস ও কর্মের দিকে তাকালে জাতি হিসেবে গর্বিত ও শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। কী সীমাহীন অগ্রগামী ছিলেন ওরা। পুরো উপমহাদেশে সবার থেকে একধাপ এগিয়ে। শিক্ষায়, মননে,সাহিত্যে, চলচ্চিত্রে এমনকি টেকনোলজিতেও কী সাংঘাতিক অগ্রগামী ছিলেন ঠিক ও সময়টাতেই। কী চমৎকার সৃজনশীলতা। কেবল একজন জহির রায়হান বেঁচে থাকলেই এ দেশের চলচ্চিত্র জগৎটাই পুরো পাল্টে যেত। দুনিয়াসেরা হতে পারত।

ভাবলে খুব মন খারাপ হয়ে আসে। এখন আমাদের মাঝে এমন একজন গুণী কেউ নেই যাকে দলমত নির্বিশেষে সকলেই মান্য করবার মত,শ্রদ্ধা জানানোর মত, সন্মান দেবার মত। কেউ নেই। সবগুলো একেকটি রাজনৈতিক দলের ভাঁড়। দালাল। অন্ধ সাপোর্টার। তাই প্রশ্নটা 'জীবন্মৃত দলকানা দালাল বুদ্ধিজীবী স্পন্দিত দেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের তাৎপর্য কি' খুব বেশি প্রাসঙ্গিক।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:৪৭

ডা: মোহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: السلتم عليكم
আপনি বলেছেন, "ভাবলে খুব মন খারাপ হয়ে আসে।" ম্যাডাম মন খারাপটা কি এ কারণে করা যায় না, যে মানুষ ভুলে গিয়েছে তার প্রতিপালককে? তার প্রতিপালক তার কাছে কি চায় এ বিষয়ে সে অবগত নয় অথবা সন্দিহান!!

খুব অপ্রাসঙ্গিক মনে হল তাই না? আমি এ বিষয়ে কাজ করি তো তাই কিছু লিখতে গেলে এ বিষয়টিকে এড়িয়ে যেতে পারি না।
______ জহির।

১৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:১৭

অপরাজিতা পুষ্পিতা বলেছেন: আমি এখানে আসলে অন্য দৃষ্টিভঙ্গি থেকে বলছি। আপনার দৃষ্টিভঙ্গি ভালো লেগেছে। আর এমনটি যে ভাবছি না সেও কিন্তু নয়।

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:১৩

মুক্তবন্দী বলেছেন: সত্য গুলো ভাষা হয়ে ফুটেছে খুবই সাবলীল দক্ষতায়। অনবদ্য বিশ্লেষন..

১৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:১৮

অপরাজিতা পুষ্পিতা বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩২

পুলক ঢালী বলেছেন: ব্যবসায়ী বুদ্ধিজীবী একদম ঠিক ।

৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩৩

কলাবাগান১ বলেছেন: ১৯৭১ না হলে আপনাদের মনে এত বিষাদ/রাগ আসতো না........ কিসের সাথে কিসের তুলনা......... এসব বলে কি বুদ্ধিজীবী হত্যা দিবস পালন না করার কথা বলছেন???

৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১৫

সরদার হারুন বলেছেন: স্থান, কাল এবং পরিবেশের উপর ঘটনার তাৎপর্য নির্ভর করে । পদে পদে পরিবর্তন শীল সমাজে কোন কিছু স্থান ও কালের হিসেবে বিবেচনা করা উচিৎ
১৯৭১ সালের লোক ও অবস্থা ২০১৪ সালের সাথে মিল নেই ।

বর্তমানে অবস্থার চাপে একজন বেরিস্টার বা একজন প্রাক্তন ভিসি কোন
একজন নন মেট্রিক দল প্রধানের আজ্ঞাবহন করতে হয় । অথচ ৭১ সালে সেটা কেউ ভাবতেও পারে নি।

আবার ৭১ সালে যাকে হাত ধরে হাটতে শিক্ষিয়েছে তাকে সভাপতির আসনে বসায়ে সালাম দিতে বা্ধ্য হয় ।

লেখায় দিলেম +++++++++++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.