নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/amioparajitapushpita

অপরাজিতা পুষ্পিতা

সাদাকে সাদা, কালোকে কালো সে আমি বলবই।

অপরাজিতা পুষ্পিতা › বিস্তারিত পোস্টঃ

মাঝে মাঝে মনে হয় 'বাঙ্গালি মুসলমানিত্ব' সত্যিই অদ্ভুত এক চীজ। ফেনমিনন।

২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২৫

কৃসমাসের আগে আমেরিকা-ইউরোপ তথা খৃষ্টপ্রধান দেশগুলোতে ধুমধাড়াক্কা ধামাকা মূল্যহ্রাস চলে। সারা বছর ধরে অনেকে এমন সুযোগের অপেক্ষায় থাকেন। বড় বড় শপিংমল থেকে শুরু করে কেবল ছাড় আর ছাড়। প্রাকটিসটি বেশ পুরনো এবং পপুলার।

রমজান মাসে এমনকি হজ্ব মৌসুমেও শুনেছি সৌদিতেও সেখানকার মুসলমানরা সবকিছুতে ছাড় দেন। মূল্যহ্রাসের চমৎকার এক প্রাকটিস রয়েছে সেখানেও।

এ ক্ষেত্রে কেবল এই আমরাই ব্যতিক্রম। এই আমরা বাংলাদেশি মুসলিমরা। ধর্মপ্রাণ মুসলমানরা! একেকটি ধর্মীয় উৎসব মানেই বাম্পার ব্যবসা করবার,মুনাফা লুটবার,রাতারাতি পুজিঁ ডাবল করবার দারুণ ও সুবর্ণ মৌসুম। কে কত বেশি কাস্টমারকে ঠকাতে পারে সেটির এক তীব্র প্রতিযোগিতা। আমাদের দেশে সামাজিক এবং ধর্মীয় অনুষ্ঠানে দরিদ্র এবং স্বল্প আয়ের মানুষ আনন্দ করবে কিভাবে! তখন বাজারে থাকে আগুন!

এহেন মানুষ ঠকানো প্রবনতা,প্রচন্ড মুনাফালোভী, প্রবল অর্থলিপ্সা এবং অসৎ ব্যবসায়ী ও চাকুরে হয়েও এই আমরাই আবার সাচ্চা ও ধর্মপ্রাণ মুসলিম হবার কট্টর দাবিদার! মাঝে মাঝে মনে হয় 'বাঙ্গালি মুসলমানিত্ব' সত্যিই অদ্ভুত এক চীজ। ফেনমিনন।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

নিলু বলেছেন: ধর্ম নিয়ে বাণিজ্য চলছে

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০০

সাঈফ শেরিফ বলেছেন: অন্য দেশে কিন্তু বেতনের সাথে বোনাসের ব্যবস্থা নেই, আপনার দেশে আছে।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৩

আবু শাকিল বলেছেন: যুক্তি ভাল দিয়েছেন।
এগিয়ে আসুন।আমার দেশ ও হবে।

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৯

অপূর্ণ রায়হান বলেছেন: ছিঃ! এসব বলতে হয় না!

৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২১

কলমের কালি শেষ বলেছেন: যুক্তির কথা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.