নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/amioparajitapushpita

অপরাজিতা পুষ্পিতা

সাদাকে সাদা, কালোকে কালো সে আমি বলবই।

অপরাজিতা পুষ্পিতা › বিস্তারিত পোস্টঃ

অভিনন্দন আম আদমি পার্টি। অভিনন্দন দিল্লির স্মার্ট জনগনকে। বাঙ্গালীরে ভালো কিছু দেখাইলা তোমরা মাগার আহা শিখাইতে যদি কিছু পারতা...।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৩

কেজরিওয়াল সুনামিত লণ্ডভণ্ড হয়ে গেল ভারতে ক্ষমতাসীন বিজেপি।মোদির জাদু কারিশমা এমনকি ওবামা নিয়ে এত চমক দেখিয়েও কিচ্ছুই হইল না! আর দেশটির সবচেয়ে পুরনো রাজনৈতিক দল কংগ্রেস হয়েছে নিশ্চিহ্ন! দিল্লি রাজ্যসভার ৭০ আসনের মধ্যে আম আদমি পার্টি একাই জিতেছে ৬৭টি আসন। ক্ষমতাসীন বিজেপি পেয়েছে মাত্র ৩ আসন। নির্বাচনে যথারীতি কংগ্রেসের কলঙ্কজনক ভরাডুবি ঘটেছে। দলটি কোনো আসনই পায়নি

আম আদমি পার্টির প্রধান এবং দুর্নীতিবিরোধী নেতা অরবিন্দ কেজরিওয়ালকে আমরা গেল বছর থেকে জানতে শুরু করি। মানুষটির ছিমছাম সাধাসিধে পোশাক,লাইফ স্টাইল ও পলিটিকাল পলিসি মুগ্ধ করবার মতই। তার দলের প্রতীকটিও বেশ প্রতিবাদী এবং আকর্ষক। প্রতীক ঝাড়ু! দুর্নীতিকে ঝেটিয়ে বিদায় দেবার জন্যে এমন প্রতীকই অর্থপূর্ণ বৈকি।

এ নির্বাচনকে ভারতের হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সত্যিকারের জনপ্রিয়তা যাচাই হিসেবে দেখা হচ্ছিল। রাজধানী শহরে বিজেপির এই শোচনীয় পরাজয় মোদির জন্য একটি বড় ধাক্কা, যিনি মাত্র আট মাস আগে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছেন।

স্পষ্ট করে বললে, ইন্ডিয়ানরা ক্ষমতাসীনদের জানাইয়া দিল: দেশ নিয়া,জনস্বার্থ নিয়া নো চুদুরবুদুর!নো তাফালিং!নো বেইল!মোদি হোক আর মনমোহনই হোক। জনস্বার্থে জনউন্নয়নে কাজ করলে ভোট পাবা নইলে বাই বাই। রিয়েলি ডে আর স্মার্ট!

এবার বাংলার জনগনের প্রসঙ্গে আসা যাক। আমি এর আগেও বলেছি, এ দেশের মানুষ ইন্ডিয়ার কত কিছুই না ফলো করে। পসন্দ করে। ভালবাসে। পোষাকে ফ্যাশনে ফিল্মে গানে টিভি সিরিয়ালে কালচারে এমনকি দৈনন্দিন জীবনের খানা খাদ্যতেও দাদাদের জিনিস না হলে চলেই না! সেই আমরা কি একটু তাদের পলিটিকাল কালচারটা নিতে পারি না? শিখতে পারি না? দেখতে পায় না? ফলো করা যায় না?

দিল্লীর জনগণ এই যে দু'টি প্রাচীন বৃহৎ দলকে পাত্তা না দিয়ে একটি নতুন বিকল্পধারার রাজনৈতিক শক্তিকে গ্রহণ করল। সামনে এগিয়ে নিল। আমরা কি তা পারতাম? পারছি সেভাবে আজও ভাবতে? বিএনপি আওয়ামীর বাইরে যেয়ে কেন আজও আমরা কিছুই করতে পারলাম না? ভাবতে পারলাম না? দু'দলের ভেতর এই বন্দিদশা আর কতকাল হে বঙ্গবাসী??

অভিনন্দন আম আদমি পার্টি। অভিনন্দন দিল্লির স্মার্ট জনগনকে। বাঙ্গালীরে ভালো কিছু দেখাইলা তোমরা মাগার আহা শিখাইতে যদি কিছু পারতা...।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৭

নিলু বলেছেন: আমাদের বিকল্প চিন্তা ভাবনা কম , তাই --, লিখে যান

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৪

অপরাজিতা পুষ্পিতা বলেছেন: ধন্যবাদ।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২১

ইসপাত কঠিন বলেছেন: রাজনৈতিক নেতা: এটা যদি প্রমান করতে পারেন তাহলে রাজনীতি ছেড়ে দেব।

ইস্পাত কঠিন: বাংগালী ভালো কিছু শিখছে এটা যদি প্রমান করতে পারেন তাহলে রাজনীতিতে নামবো। B-) :) :D ;) :P B-)) :-B !:#P =p~

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১০

অপরাজিতা পুষ্পিতা বলেছেন: মজা নিলেন? আমার এসব দেখে কষ্ট হয়। এভাবে আর কতকাল দু দল নিয়ে পড়ে থাকা! লাথি খাওয়া!

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৮

কলাবাগান১ বলেছেন: জামাত কি কেজরিওয়ালের পথে হাটছে???

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১১

অপরাজিতা পুষ্পিতা বলেছেন: কি জানি! ওদের দিয়ে কি সেটি সম্ভব?

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৮

চাঁদগাজী বলেছেন:


ভারতে সবই সম্ভব।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১১

অপরাজিতা পুষ্পিতা বলেছেন: বাংলাদেশে নয় কেন??

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমরা বাংলাদেশিরা মূলত এই আওয়ামীলীগ আর বিএনপি দলদুটিতে অভ্যস্ত হয়ে গেছে।

ড্রইং রুমে বসে নিউজ চ্যানেল দেখা আর দেশটার কিছু হবে না। এইটা আমাদের আইটেম ডায়ালগ।

আমরা ভাবতে পারি, বলতে পারি কিন্তু করতে পারি না। কারন আমরা কাজে না কথায় বিশ্বাসী।

হাসিনা খালেদার চুলাচুলি দেখতে আমরা চানাচুর নিয়ে পেপারে মুখ গুজি। কারন দেশের চেয়ে ১০ টাকা কমে একটা তাজা মাছ কেনা আমাদের কাছে গুরুত্ব পায়।





ভালো থাকবেন।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৩

অপরাজিতা পুষ্পিতা বলেছেন: দারুণ বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.