নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্রতীয়মানের ব্লগ

উদ্ভট কথা সমৃদ্ধ লিপি

অপ্রতীয়মান

প্রতীয়মান হাজার কোটি মানুষের ভীরে আমি একজন অপ্রতীয়মান। সেই হাজার কোটি মানুষের কোন একটাই আমার চেহারা, আমার পরিচয়......

অপ্রতীয়মান › বিস্তারিত পোস্টঃ

ব্যস্ত ঢাকা! কখনো কি সত্যিই তোমার ব্যস্ততার শেষ হয়?

২৪ শে মে, ২০১৪ দুপুর ২:৫৪

প্রিয়-অপ্রিয় ঢাকা, তোমার ব্যস্ততা কমে কি কখনো?



গিয়েছিলাম তোমার কাছে, খুব ভোরে। মনে করেছিলাম তোমাকে ডেকে তুলতে হবে। কিন্তু গিয়ে দেখলাম তুমি জেগেই আছো। তোমাকে ঘিরে যারা বেঁচে থাকে তাদের জন্যে ব্যস্ত হাতে কাজ করে যাচ্ছ।



তারপর ভোর পেরিয়ে দুপুর হতে শুরু করে আর তোমার ব্যস্ততা তার সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে। তপ্ত দুপুরে যখন সবাই ক্লান্ত, সেই তখনও তোমার ব্যস্ততা কিছুমাত্র কমে না। বরং দেখে মনে হয় এই তপ্ত দুপুরেই যেন তোমার ব্যস্ততার পরিমাণ আরও বেড়ে গেছে বহুগুণ।



সূর্যের এই তপ্ত অবস্থাও তোমার ব্যস্ততার কাছে হার মানে, আর তাই সে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয়া শুরু করে। তোমার ব্যস্ততা তাকে ক্লান্ত করে দেয় ঠিকই কিন্তু তোমার ক্লান্তি আসে না। বিকেলে পার্কে যখন সবাই বিশ্রাম নেয়, তখনও তুমি ব্যস্ত। বিশ্রাম নেবার কথাও তোমার কাছে কোনদিন শুনতে পারি না।



অতঃপর ধীরে ধীরে চারদিক অন্ধকার হয়ে আসে, আর তোমার রাস্তা-ঘাট আর ছোট ছোট বাক্স গুলির ভেতরে আলো জ্বলতে শুরু করে। রাতটাকেও তুমি দিনে পরিণত করে দাও তাদের জন্যে। সেই রাতও বাড়তে থাকে, সবাই নিজ নিজ কাজ থেকে ছুটি নিয়ে ঘুমানোর প্রস্তুতি নেয়। এইবার মনে করেছিলাম তোমার ব্যস্ততা কমবে, তুমিও বিশ্রাম নিবে এখন, কিন্তু সেটাও হয় না।



রাত যেমন সবার জন্যে বিশ্রামের হয় না তেমনি তোমার ব্যস্ততা ও তাদের জন্যে কমতে চায় না। চলতেই থাকে, চলতেই থাকে অবিরাম...



তারপর যতটুকু অন্ধকার থাকলে সেটাকে রাত বলে ততটুকু অন্ধকার শেষেও অপেক্ষা করেছি তোমার ব্যস্ততার শেষটা দেখার জন্যে। দেখা হয়নি, যখনই অন্ধকারটুকু কেটে গিয়ে একটু একটু আভা ছড়ানো শুরু করলো, ওমনি তোমার ব্যস্ততা নতুন রূপ নিতে থাকলো....



ব্যস্ত ঢাকা! কখনো কি সত্যিই তোমার ব্যস্ততার শেষ হয়?









মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৪ রাত ১০:০১

আহসানের ব্লগ বলেছেন: কখোনোই না :(

২৪ শে মে, ২০১৪ রাত ১০:৩৭

অপ্রতীয়মান বলেছেন: সত্যিই কখনো তার ব্যস্ততা শেষ হয় না :(

২| ২৪ শে মে, ২০১৪ রাত ১১:০০

মামুন রশিদ বলেছেন: দ্য সিটি নেভার স্লিপ..

২৫ শে মে, ২০১৪ রাত ১:২৮

অপ্রতীয়মান বলেছেন: একেবারেই সত্য বলেছেন মামুন ভাই...

৩| ২৪ শে মে, ২০১৪ রাত ১১:০৭

আহসানের ব্লগ বলেছেন: মামুন ভাইয়া সত্যিই দ্যা সিটি নেভার স্লিপ ।

৪| ২৪ শে মে, ২০১৪ রাত ১১:০৯

আহসানের ব্লগ বলেছেন: আর ঢাকার কথা মনে পড়লে বিষাদ বিষাদ লাগে ।
আগে তো ওখানেই থাকতাম । :(

২৫ শে মে, ২০১৪ রাত ১:২৮

অপ্রতীয়মান বলেছেন: থাকতাম!!
একেবারেই ট্রান্সফার হয়েছেন নাকি? নাকি আবার ফিরে আসবেন ??

৫| ২৫ শে মে, ২০১৪ দুপুর ১:০৪

আহসানের ব্লগ বলেছেন: ar ashum nah :( :((

৬| ২৫ শে মে, ২০১৪ দুপুর ১:০৬

আহসানের ব্লগ বলেছেন: Dhakay amar keu nai tai :(

২৫ শে মে, ২০১৪ রাত ৮:২৮

অপ্রতীয়মান বলেছেন: :| :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.