নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্রতীয়মানের ব্লগ

উদ্ভট কথা সমৃদ্ধ লিপি

অপ্রতীয়মান

প্রতীয়মান হাজার কোটি মানুষের ভীরে আমি একজন অপ্রতীয়মান। সেই হাজার কোটি মানুষের কোন একটাই আমার চেহারা, আমার পরিচয়......

অপ্রতীয়মান › বিস্তারিত পোস্টঃ

দাসত্বের মুক্তি

১০ ই জুলাই, ২০১৪ রাত ১:২১

আস্তাবলে ফিরে যেতে ইচ্ছে করছে না। কিন্তু যেতেই হবে, আর তো কোন উপায় নেই হাতে। সন্ধ্যার আগে পৌছতে না পারলে উটকো ঝামেলা হিসেবে শেয়ালের দেখা মিলবে রাস্তায়। তাই এখুনি ফিরে যাবার জন্যে রওনা দিয়ে দিলাম। জেসি একটু খোঁড়াচ্ছে আজ। এতটা পথ একসাথে এসেও আমার মত হাঁপিয়ে যায় নি জেসি। সামনের বাম দিকে পা'টা একটু একটু করে খোঁড়াচ্ছে। এই অবস্থায় ওর পিঠে চড়ে বসলে নিজের কাছেই খারাপ লাগবে। তাই লাগামে ধরেই হাঁটছি একসাথে।







রোদের তাপ কমে গেছে ঠিকই কিন্তু গরমটা ঐভাবে কমেনি। সার্ট ভিজে একেবারে চুপসে আছে শরীরের সাথে। জেসি একটু একটু হাঁপাচ্ছে এতক্ষণ পরে। বুঝতে পারছি আমার তেষ্টা থেকে ওর তেষ্টাটা আরও বেশি। কিন্তু উপায় কি। এখানে পানি পাওয়া সম্ভব না। অন্তত আরও মাইল খানিক যাবার পর একটা গ্রামে পৌছতে পারবো। তখন একটা ব্যবস্থা করা যাবে। কিন্তু এখন সেটা নিয়েও সন্দেহ আছে। খবরটা যদি এতক্ষণে আশে পাশের গ্রামেও পৌঁছে গিয়ে থাকে তবে দেখার সাথে সাথে না আবার গুলি চালিয়ে দেয়।



অপরাধ না করেও মানুষ অপরাধী হয়ে যায় চোখের পলকে। আমার চাওয়াটা যে অতিরিক্ত নয় সেটাই বোঝাতে পারলাম না তাদের। মুক্তি। নিজের মুক্তি চাওয়াটাও কি অপরাধ এই মানব সমাজে? বোঝেনি হ্যারি আর বোঝেনি আমার মতই বন্দী কার্লও। সে ঠিকই হ্যারির হয়ে আমার সাথে কথা-কাটাকাটি করেছে। আমি যখনই বললাম- "আমাকে এখন মুক্তি দাও। তোমার বন্দী হিসেবে চাকরের মত খেটে মরার জন্যে আমার জন্ম হয় নি।" তখনই কার্ল আমার বিপক্ষে চলে গেলো। অথচ কাল রাতেও আমরা একসাথে বসে আড্ডা দিয়েছি।



বন্ধু হুট করেই শত্রু বনে গেলো আদি চিন্তা ভাবনায় আটকে আছে বলে। হ্যারি কার্লের সমর্থন পেয়ে আরও ক্ষেপে গেলো আমার উপর। চাবুক ছুড়ে মারার চেষ্টা করলো। কিন্তু আমি সরে গিয়ে সেই আঘাত থেকে নিজেকেই বাঁচালাম। হ্যারি তো ছাড়ার মানুষ নয়। সে আরও বেশি পরিমাণে উত্তেজিত হয়ে গিয়ে কার্লের উপরও চাবুক চালাতে উদ্যত হল। চাবুক খাওয়ার পরও কার্ল তার অবস্থান থেকে সরল না। উল্টো আমাকে বোঝাতে লাগলো আমি যাতে ক্ষমা চাই আমার কথার জন্যে। এতটা নীচ চিন্তাভাবনা কিভাবে করে মানুষ? মার পর্যন্ত খাচ্ছে, তারপরও ঐ ব্যক্তির সাফাই কিভাবে দেয়??



ক্রোধে চোখ অন্ধকার হয়ে গেলো আমার। দ্বিতীয়বার চাবুকটা আমাকে তার মত স্পর্শ করার আগেই সেটা হাতে পেঁচিয়ে নিলাম। তারপর কিছু বোঝার আগেই হ্যাঁচকা টানে হ্যারিকে সামনের দিকে নিয়ে আসলাম। তাল সামলাতে না পেরে হ্যারি মাটিতে পড়ে গেল। আর তারপর কি ভাবে কি হল বুঝলাম না, শুধু দেখলাম ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে।



আমি আর দাড়িয়ে সময় নষ্ট করি নি। হ্যারির ঘোড়া জেসিকে নিয়েই ছুট লাগালাম। পেছনে হ্যারির দেহের উপর কার্ল অবিশ্বাসের ভঙ্গিতে চেয়ে আছে এতটুকুই একবার শুধু পিছু ফিরে দেখলাম। যা বোঝার তাতেই বুঝে গিয়েছি। আমার এখন সরাসরি ফাঁসি হবে চ্যায়ারম্যানকে খুনের অপরাধে।



বেশ অনেকটা পথ আসার পর বুঝতে পারলাম আমাকে ঐ-স্থানে না পেয়ে বেচারা কার্লকেই ফাঁসিতে ঝোলাবে আমার অপরাধে। খুন না করেও যেমন আমি এখন খুনি তেমনি অপরাধ না করেও আমার চেয়ে বেশি অপরাধী হয়ে যাবে নির্দোষ কার্ল। নিজের সাথে অনেকটা সময় যুদ্ধ করলাম। একবার মনে মনে চিন্তা করলাম- "যা হয় হোক, কার্ল নিজেও ঐ হ্যারির সমর্থন করেছে। এখন জাহান্নামেও তার সাথেই যাক।" কিন্তু এই চিন্তা করে ২ কদমও এগুতে পারলাম না। পাঁজরে স্পর্শ করেই মনে হয়ে গেলো বেদম প্রহারের পর কার্ল কিভাবে আমার সেবা করতো। লতা পাতার মলম গুলি কিভাবে মেখে দিতো পাঁজরের এই প্রহারের ক্ষত খাঁজে।



তখন বুঝতে পারলাম আমার এই স্বাধীনতায়ও আমি বন্ধী থেকে যাবো কার্লের জীবনটার কাছে। আর সেটার অপরাধ বোধ আমাকে কুড়ে কুড়ে খাবে যতক্ষণ না আমি মৃত্যুতে পতিত না হই। এর পরেই উল্টো এই পথটা ধরে হাটা শুরু করলাম। অন্তত কার্ল বন্দী হয়েও বেঁচে থাকবে, গোলাম হয়েই কাটাবে বাকিটা সময়।



আর আমি?

আমি তো বন্দিত্ব থেকে সত্যিকার অর্থেই মুক্তি পেতে যাচ্ছি সবকিছুর ঊর্ধ্বে উঠে গিয়ে.....





মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৪ ভোর ৫:৪৬

আহসানের ব্লগ বলেছেন: আপনার লেখা বরাবর ই আমায় মুগ্ধ করে। ;) :)

১০ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৪৯

অপ্রতীয়মান বলেছেন: B-) সত্যিইইইইইই!!
এক বস্তা ভালো লাগলো জেনে :D :P

২| ১০ ই জুলাই, ২০১৪ ভোর ৫:৫৪

রাজিব বলেছেন: আমার এখন সরাসরি ফাঁসি হবে চ্যায়ারম্যানকে খুনের অপরাধে।"
চ্যায়ারম্যান মানে কি? সুন্দর গল্প কোন সন্দেহ নেই।

১০ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৫১

অপ্রতীয়মান বলেছেন: কন্ট্রোলার, নির্দিষ্ট কিছু মানুষ নিয়ন্ত্রণ করে যারা খামার পরিচালনা করে। সরাসরি মালিক নয় কিন্তু মালিকের হয়ে কাজে তাগিদ দেয়। অন্য নামেও পরিচিতি থাকেতে পারে তাদের।

ধন্যবাদ কষ্ট করে গল্পটা পড়ার জন্যে :)

৩| ১০ ই জুলাই, ২০১৪ ভোর ৬:০৯

আহসানের ব্লগ বলেছেন: :(

১০ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৫৩

অপ্রতীয়মান বলেছেন: কি হলো???? :-/

৪| ১০ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:১৪

আহসানের ব্লগ বলেছেন: মাত্র এক বস্তা? :(

১২ ই জুলাই, ২০১৪ রাত ১:২৮

অপ্রতীয়মান বলেছেন: প্রয়োজন হলে আরো কয়েক বস্তা ধার নিমু নি ;)

৫| ১০ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!

ছোট্ট গল্পে অল্প কথায় কি গভীর বোধ।

+++

১২ ই জুলাই, ২০১৪ রাত ১:২৯

অপ্রতীয়মান বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :)

শুভ কামনা থাকলো।

৬| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১:১০

মামুন রশিদ বলেছেন: খুব ভালো লাগলো । নিজের বিবেকের কাছে মুক্তিই হলো প্রকৃত মুক্তি ।

১২ ই জুলাই, ২০১৪ রাত ১:৩৮

অপ্রতীয়মান বলেছেন: সত্যিই তাই।

বাকি সবাইকে ধোঁকা দেয়া যায় কিন্তু এই বিবেকটাকে পারা যায় না।

কষ্ট করে গল্পটা পড়ার জন্যে অনেক ধন্যবাদ ভাইয়া :)

৭| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১:১৮

রাজিব বলেছেন: গল্পটা মন ছুয়ে যাবার মত। এটি কি আপনার মৌলিক গল্প নাকি বিদেশ গল্পের ছায়া অবলম্বনে।

১২ ই জুলাই, ২০১৪ রাত ১:৪০

অপ্রতীয়মান বলেছেন: ছায়া হিসেব করলে এতদিন যে সব ওয়েস্টার্ন গল্প পড়েছি আর মুভি দেখেছি তার থেকে ব্যাপার গুলিকে কাজে লাগিয়েছি। তবে মূল গল্পটা নিজের মত করে উপস্থাপন করেছি ঐ বিষয় গুলি কাজে লাগিয়ে।

ভালো লেগেছে জেনে আনন্দিত বোধ করছি।
শুভ কামনা থাকলো :)

৮| ১২ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:২৯

আহসানের ব্লগ বলেছেন: ধার নিয়ে যদি শোধ করতে না পারি তবে তো কাবুলি ওয়ালার মতো দৌড়াইপেন। :(

১৩ ই জুলাই, ২০১৪ ভোর ৪:৩৯

অপ্রতীয়মান বলেছেন: ‌আহা! আহসান ভাই ধার তো আমি নিবো ;) আপনি তো শুধু গুনে দিবেন :P

৯| ১২ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৪৩

হাসান মাহবুব বলেছেন: ভালো লিখেছেন।

১৩ ই জুলাই, ২০১৪ ভোর ৪:৩৯

অপ্রতীয়মান বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)

শুভ কামনা থাকলো :)

১০| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ২:১৬

আহসানের ব্লগ বলেছেন: :(

১৩ ই জুলাই, ২০১৪ ভোর ৪:৪০

অপ্রতীয়মান বলেছেন: :|| :|| ??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.