নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্রতীয়মানের ব্লগ

উদ্ভট কথা সমৃদ্ধ লিপি

অপ্রতীয়মান

প্রতীয়মান হাজার কোটি মানুষের ভীরে আমি একজন অপ্রতীয়মান। সেই হাজার কোটি মানুষের কোন একটাই আমার চেহারা, আমার পরিচয়......

অপ্রতীয়মান › বিস্তারিত পোস্টঃ

অগোছালো কথোপকথন.....

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৫





: সবাই আস্তে আস্তে অনেক পরিবর্তিত হয়ে যাচ্ছি। চেনার ভেতরেই নতুন করে অচেনা হয়ে যাচ্ছি। হারিয়ে যাচ্ছি একই স্থানে বসে থেকেও।



› সময়ের সাথে সবই বদলায়। প্রকৃতির তো এটাই নিয়ম। প্রকৃতি কখনো নিয়ম ভাঙ্গে না।



: তবুও কেউ পুরানো সুতা আঁকড়ে ধরে বসে থাকতে চায়। তাদের পরিবর্তন হয়েও হয় না। ভেতরে ভেতরে পুরাতনই থেকে যায়।



› তাই তো তাদের এই প্রকৃতি সাথে নেয় না। ফেলে সামনে এগিয়ে যায়। কি লাভ পুরাতন ধরে রেখে? কি ক্ষতি নতুন কে গ্রহণ করতে?



: লাভ ক্ষতির হিসেব করে তারা পুরাতন আঁকড়ে থাকে না। তবে নতুনের মাঝে নিজেকে নিজের সত্ত্বাকে হারানোর ভয় থাকে। তারা দেখেছে, জেনেছে অনেকেই হারিয়েছে এই নতুনের প্রকৃতিতে। নতুন সময় অনেক কে গ্রাস করেছে পুরাতন ছেড়ে দেবার কারণেই। তাদেরই বা কি দোষ বল??



› পুরাতন কে আঁকড়ে ধরে যদি সুখী হতো, যদি না পাওয়ার দীর্ঘশ্বাস না থাকতো তাহলে সেটাই তো ভালো হত। কিন্তু তা কি হয়েছে?



: তা হয়তো হয়নি। কিন্তু পুরাতন ছেড়ে যারা আপন সত্ত্বাহারা হয়েছে তারাই বা কতটুকু সুখে আছে নতুনত্বে সেটাও কিন্তু দেখার বিষয়।



› তারা ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে। এই চেষ্টা করা থামিতে দিলেই তো সব নির্জীব লাগে।



: হয়তো! আবার হয়তো এমনও হতে পারে তারা নিজেদের পুরনো অবস্থানটাকেই খুঁজে চলেছে লোক চক্ষুর অন্তরালে। কে জানে বল?















(এরপর অজানা, কথোপকথন এগুলে হয়তো চলবে। নয়তো এখানেই সমাপ্তি..)









মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৫২

ডট কম ০০৯ বলেছেন: মনের ভেতরে ক্ষোভ আছে বোঝা যাচ্ছে।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৫

অপ্রতীয়মান বলেছেন: ঠিক ক্ষোভ নয়, তবে পরিবর্তনকে সঠিক ভাবে গ্রহণ করতে না পারা কিংবা পুরাতনকে হারিয়ে ফেলার ভয় আছে।

২| ১৭ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:১৭

তুষার কাব্য বলেছেন: ভালো লাগলো...

০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ২:৪৯

অপ্রতীয়মান বলেছেন: ধন্যবাদ :)

শুভ কামনা জানবেন

৩| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৪১

টুম্পা মনি বলেছেন: পুরাতন অনেকটা গানের সুরের মত। তাকে হারিয়ে ফেললে ছন্দপতন হবার সম্ভাবনা থাকে। ভালো লিখেছেন।

০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ২:৪৯

অপ্রতীয়মান বলেছেন: সময় নিয়ে পড়ার জন্যে অসংখ্য ধন্যবাদ :)

শুভ কামনা জানবেন

৪| ২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:১১

আহসানের ব্লগ বলেছেন: আবার ফিরে এলেন :)

০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ২:৫০

অপ্রতীয়মান বলেছেন: হারিয়েই বা ছিলেম কোথায়? ;)

৫| ২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:১৫

আহসানের ব্লগ বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.