নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

ছবিব্লগঃ বাংলাদেশ -পৃথিবীর স্বর্গরাজ্য !

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৩

অনেক দিন আগের কথা । ফেসবুকে এক বন্ধুর কোন একটা লাইক দেওয়ার সুবাধে পেইজটার সন্ধান পেয়েছিলাম । পেইজটার নাম বাংলাদেশ- হ্যাভেন অন আর্থ পেইজের সাবস্ক্রাইড সংখ্যা এখনও বেশি না । কিন্তু আমার খুব পছন্দের একটা পেইজ এইটা ! প্রতিদিন একবার করে হলেও এখানে যাওয়ার চেষ্টা করি ।



বিশেষ করে এখানকার পোস্ট করা ছবি গুলোর জন্য ! আমাদের দেশটা যে কত সু্ন্দর তার কিছুটা হলেও এই পেজের ছবি গুলো দেখলে বোঝা যায় !



তখন থেকেই ইচ্ছা ছিল পেইজের কিছু ছবি নিয়ে একটা ব্লগ পোস্ট দিবো ! একদিন অনুমুতিও চেয়ে নিলাম ! কিন্তু ব্যস্ততার কারনে আর হয়ে ওঠে নি ! আজকে দিয়েই দেই কিছু ছবি ! আসুন আপনিও ঘুরে আসুন সেই স্বর্গরাজ্য থেকে !



যাত্রা শুরু হোকঃ





পদ্মা নদী, মাওয়া

ছবি অপু তানভীর ;)





স্থান-মাঠবাড়াখুম,বান্দরবান

ছবি-শামিম শাহাদাত





প্রায় ১১০০ ফুট উঁচু চন্দ্রনাথ চূড়া থেকে তোলা বিরুপাক্ষ মন্দিরের ছবি। বিরুপাক্ষ মন্দির যে চূড়াটির উপর অবস্থিত সেটির আনুমানিক উচ্চতা ৮০০ ফুটের মতো। ছবিতে মন্দির ছাড়িয়ে আরো দেখা যাচ্ছে সীতাকুন্ড অঞ্চলের বিস্তীর্ণ সবুজ প্রান্তর। এই প্রান্তরের শেষে সুনীল সমুদ্র আর সমুদ্রেরের মাঝে রেখার মতো দেখা যাওয়া সন্দীপ। (উল্লেখ্য ছবিটি ২০০৬ সালে তোলা)

ছবিঃ Apu Nazrul ভাই





মেঘ-পাহাড়ের দেশে

স্থান-বিলাইছড়ি,রাঙ্গামাটি

ছবি-মোহাম্মদ জাফর বেগ





খান জাহান আলী সেতু

স্থান- রূপসা, খুলনা







নাফাখুম জলপ্রপাত

স্থান-রেমাক্রি,বান্দরবান

ছবি-রাজেকুল জীবন





কাপ্তাই লেক

স্থান-কাপ্তাই,রাঙ্গামাটি





আড়িয়াল খাঁ বিল ও ঐতিহ্যবাহী ২তলা টিনের বাড়ি

স্থান-বিক্রমপুর,মুন্সিগঞ্জ

ছবি-রাশেদ আহমেদ

(এই সৌন্দর্য্য আমার নিজের চোখে দেখা । আমার দাদার বাড়ি বিক্রমপুর ! যখন সেখানে যাই বিশেষ করে বর্ষা কালে মনে যেন অন্য কোন এক জগতে চলে এসেছি)







ছবি-GMB AKASH





"বিছানাকান্দি,মন করেছে বন্দী।"

Caption Courtesy- হাসান রায়হান

Photographer- Moin Uddin Ahmed

Place- গয়াইন ঘাট, সিলেট





মেঘ আর পাহাড়ের দেশে

স্থান-বান্দরবান





বিষাদ প্রকৃতি

স্থান-কাপ্তাই

ছবি- জাওয়াদ খালিল নিলয়







'Horizon''





কৃষ্ণচূড়া

স্থান-রাঙ্গামাটি





ধলাই নদী, ভোলাগঞ্জ, সিলেট।

চিত্রগ্রাহক- গৌরিশঙ্কর হাটুয়া







কৃষ্ণ-চূড়া

স্থান-ধানমন্ডি লেক, ঢাকা

ছবি- সৈয়দ জামিউল হাসান







স্হানঃ সুনামগন্জ

ছবিঃ কমলজিত সাওন







ঐতিহ্যবাহী লালবাগ কেল্লা

ছবি-ওয়াহিদুজ্জামান সোহেল





স্থান-বিক্রমপুর ,মুন্সিগঞ্জ







শিল্পনগরী খুলনা

চিত্রগ্রাহক- মোঃ সাজিদ রেজওয়ান







ছবি-রাকিব রেজা ভাই





'' কাপ্তাই লেক''

চিত্রগ্রাহক- তানভীর খান







পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত

স্থান-হিমছড়ি,কক্সবাজার







লাউয়াছড়া রেইন ফরেস্ট

স্থান-শ্রীমঙ্গল,সিলেট





জাফলং

ছবি-শাহরিয়ার শাওন







জাফলং

চিত্রগ্রাহক- মোঃ সাজিদ রেজওয়ান







জাফলং

ছবি- স্নিগ্ধ শোভন







"গোলাপী পাহাড় আর নীল পানির দেশে"

স্থান-বিরিশিরি , সুসং দূর্গাপুর, নেত্রকোণা

ছবি- রিয়ান হুসাইন





স্বর্গপুরী তিন্দু

স্থান-বড় পাথর,তিন্দু ,বান্দরবান

ছবি- রাকিব কিশোর





''হার্ডিঞ্জ ব্রিজ''





'শিকারী'

চিত্রগ্রাহক- মোঃ সাজিদ রেজওয়ান

এটি কোন আফ্রিকার জঙ্গলের ছবিনয়। এটি আমাদের দেশেরই সাফারী পার্ক থেকে তোলা ছবি। পার্কের নাম 'বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক'।





হাতিরঝিল

স্থান-ঢাকা,বাংলাদেশ







সোনালী বুড়িগঙ্গা

চিত্রগ্রাহক- নিশাত সুলতানা

স্থান- পুরান ঢাকা





বিমান থেকে তোলা এক টুকরো বাংলাদেশ







নীলগিরী







রাঙ্গামাটি ক্যান্টরমেন্ট

ছবি নাজিম আহমেদ







রাঙ্গামাটি ক্যান্টরমেন্ট

ছবি নাজিম আহমেদ





আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এটা ঢাকা'র অন্যতম ব্যস্ত একটা স্থান "মিরপুর-১০" ।

ছবি- নাজমুল হাসান জাহেদ







বাঘের থাবা

স্থান-বান্দরবান







Dhanmondi Lake and Lakeside Restaurant







কি ? আসলেই কি মনে হচ্ছে না আমাদের দেশটা কত সুন্দর !

আজকে আপাতত এই পর্যন্তই ! আগামীতে আরও পোস্ট দিবো বাকি ছবি গুলো নিয়ে !! ততদিন পর্যন্ত ভাল থাকুন ! নিজের দেশকে ভালবাসুন, বিদেশ ঘুরতে যাওয়ার আগে নিজের দেশটা আগে ঘুরে আসুন একবার !



মন্তব্য ৭০ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: প্রতিটি ছবি মন কেড়ে নেয় ---ছবি কথা কয় --- অসাধারণ----

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২০

অপু তানভীর বলেছেন: ছবিতেই যদি মন কেড়ে নেয় তাহলে একবার ভাবুন সরাসরি যদি দেখা যায় তাহলে কি অবস্থা হবে ।

এর ভিতর কিছু জায়গায় আমি সরাসরি গেছি । মনে যে কি পরিমান প্রশান্তি পাওয়া যায় তা লিখে বোঝানো যাবে না ! :)

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০১

বনসাই বলেছেন: প্রতিদিন মিরপুর ১০ নং দিয়ে যেতে হয় তারপরও বুঝতে পারি নি! এটা ধাঁধা রাখতে পারতেন।

ছবিগুলো সত্যই সুন্দর। আর অবশ্যই আমার দেশটা!

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৩

অপু তানভীর বলেছেন: এবার একদিন রাতের বেলা কোন উচু বিল্ডিং থেকে তাকিয়ে দেখবেন নিচের টা ! তখন আসল সৌন্দর্য দেখতে পাবেন :):)

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১১

নীল ভোমরা বলেছেন: সুন্দর পোস্ট!

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৪

অপু তানভীর বলেছেন: :) :) :)

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৩

সোহানী বলেছেন: অসাধারন বললে ও ভুল হবে... এতোটাই চমৎকার। আফসোস একটু যদি সরকার নজর দিত তাহলে বিস্বের অন্যতম পর্যটন কেন্দ্র হতো বাংলাদেশ। ছবি শেয়ারের জন্য ++++++++

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৫

অপু তানভীর বলেছেন: একেবারে সত্যি কথা । যদি সরকার আমাদের পর্যটন শিল্পের দিকে একটু নজর দিতো তাহলে গার্মেন্সকেও এই শিল্প ছাড়িয়ে যেত নিশ্চিত ভাবে ! কিন্তু আফসোস !

আপনাকেও ধন্যবাদ !

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩১

আবু শাকিল বলেছেন: বিউটিফুল বাংলাদেশ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৯

অপু তানভীর বলেছেন: বিউটিফুল বাংলাদেশ ! :)

৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২১

বাংলাদেশী দালাল বলেছেন: প্রথম ছবিটা দেখে বিশ্বাস করতে কস্ট হচ্ছিল। বাকি সব গুলই অসাধারণ। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
++্

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩০

অপু তানভীর বলেছেন: সব ছবিই অসাধারন ! :):):):)

৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩০

পরিবেশ বন্ধু বলেছেন: কত সুন্দর রূপ মাধুরি
আমার এ দেশ
রূপে মনোহর , নজর খাঁড়ি
বর্ণীল তার কেশ ।।

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩১

অপু তানভীর বলেছেন: কত সুন্দর :):):)

৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪২

এরিক ফ্লেমিং বলেছেন: সেই দিন টা খুব বেশি দূরে নয় লক্ষ লক্ষ পর্যটক আসবে বাংলাদেশে।

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩২

অপু তানভীর বলেছেন: কেবল একটু পদক্ষেপের দরকার !!

৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আসলেই আমাদের দেশটা কত সুন্দর !

ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা
ও সে স্বপ্ন দিয়ে তৈরী সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা।

এমন দেশটি কোথঅও খুজে পাবো নাকো তুমি
সকল দেশের রাণী সে যে আমার জন্ম ভূমি।
:)

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩২

অপু তানভীর বলেছেন: হুম ! সত্যি কথা :):)

১০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২৩

অপূর্ণ রায়হান বলেছেন: দেশের মানুষগুলোর কথা জানিনা , তবে দেশের মাটির প্রতি সবসময়ই ভালোবাসা ++++++

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৩

অপু তানভীর বলেছেন: দেশের মাটির প্রতি ভালবাসা সব সময় :):)

১১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২৮

ফিলিংস বলেছেন: ও আমার দেশের মাটি.....।

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৩

অপু তানভীর বলেছেন: :) :) :)তোমার কোলে ঠেকাই মাথা !

১২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২৮

নাভিদ কায়সার রায়ান বলেছেন: ারুন সব ছবি!

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৪

অপু তানভীর বলেছেন: :) :) :)

১৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৭

নুরএমডিচৌধূরী বলেছেন: অবিশাস্য সুন্দর
আমি মুগ্ধ বিমোহিত

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫১

অপু তানভীর বলেছেন: :) :) :) :)

১৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬

ভোরের সূর্য বলেছেন: ধন্যবাদ।
ছবিগুলো সত্যিই খুব সুন্দর এবং যারা যারা ছবিগুলো তুলেছেন তারা বেশ মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। তাদেরকে আলাদা করে ধন্যবাদ।

তবে আমি দুটি বিষয় উল্লেখ করবো।

১)কিছু কিছু ছবিতে কারিগরি ফলানো হয়েছে বিশেষ করে ভাসমান বনানী এই ছবিটাতো আমাদের দেশের নয় এবং এ্যনিমেশন করা। এছাড়া সোনালী ময়ূর বলে যেই ছবিটা আছে সেটাও এ্যানিমেটেড।বাংলাদেশ তো দূরের কথা এরকম সোনালী ময়ূর পৃথিবীতেই নাই।

মিরপুর ১০নং এর রাতের যে চিত্র দেয়া হয়েছে সেটাও আসল ছবির মধ্যে কিছু এ্যানিমেশন করা হয়েছে।

আমাদের দেশের প্রাকৃতিক দৃশ্যের ছবি এমনিতেই খুব সুন্দর এর মধ্যে এ্যানিমেশনের দরকারই বা কি। আর ভাসমান বনানী কিংবা ময়ূরের ছবি এমনিতেই সুন্দর কিন্তু এগুলোতো আমাদের দেশের ছবি নয় তাহলে সেটা এখানে না দিলেই ভাল হত।

২)ডাউকি ব্রিজের ছবিটা এবং এর আশেপাশের পাহাড় সবকিছু ভারতের শুধু আমাদের সিলেটের কিছু অংশের নদীটা বাদে। এটাও আমাদের দেশের ছবি নয় আসলে। নিজের দেশ থেকে অন্য দেশের প্রাকৃতিক দৃশ্যের ছবি আমাদের দেশের বলাটা ঠিক নয়।

আমরা আমাদের দেশের প্রকৃতি নিয়েই গর্ব করতে চাই,অন্য দেশের নয়।

তবে আপনাকে আবারো ধন্যবাদ এত ছবি একসাথে করে আমাদের কে বাংলাদেশ কে জানার সুযোগ করে দেয়া।আমি শুধু আবেগ দিয়ে না দেখে অসংগতিটা দেখিয়ে দিলাম।

ভাল থাকবেন।

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

অপু তানভীর বলেছেন: ডাউকি ব্রিজের কথা বলতে গেলে আসলে ওটা ভারতের ভিতরের পড়লেও আমাদের দেশ থেকে খুব ভাল করেই দেখা যায় । আমি নিজেও সেটা নিজ চোখ দেখেছি । এখানে ওদেশের এবং এদেশের সম্পর্পটা একটার আরেকটা মিশে একটা পূর্নাঙ্গ সৌন্দর্য সৃষ্টি করেছে ।

মিরপুর ১০ নাম্বারের ছবিটা ক্যামেরার কারিগরি বলাটা আসলে ঠিক কি বলবো বূঝতে পারছি না ! রাতের বেলার উচু জায়গা থেকে এরকম দ্রুত গতির ছবি তোলাতে কোন সমস্যা দেখি না !


তবে সোনালী ময়ুর নিয়ে কিছু বলতে পারছি না !


আপনিও ভাল থাকবেন !

১৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

ভোরের সূর্য বলেছেন: আপ্নার শিরোনামটা ছিল।

ছবিব্লগঃ বাংলাদেশ -পৃথিবীর স্বর্গরাজ্য !

১) ভাসমান বনানী এই ছবিটা কি বাংলাদেশের কোথাও? তাহলে এটা এখানে কেন?

২) ডাওকি ব্রিজ কে বেজ করে তোলা ছবির ডাওকী ব্রিজটা কি বাংলাদেশের?আশে পাশের পাহারগুলো কি বাংলাদেশের? তাহলে এই ছবিটা এখানে কেন?

৩) সোনালী ময়ূর কি বাংলাদেশে আছে? এটা কি বাংলাদেশের ছবি?

ভাই আপনার এখানে মন্তব্য করার আগে আমি ভালমতন সার্চ করে দেখেছি।
এমনকি কি কি রকমের ময়ূর বা রঙের আছে পৃথিবীতে সেগুলো ঘেঁটেই তবেই আপনাকে কমেন্ট করেছি।

এক কথায় সব ছবিগুলোই সুন্দর কিন্তু এই ৩টি ছবি আপনার শিরোনামের সাথে যায় না যদি সত্যিই আপনি ছবি ব্লগ বলতে শুধু বাংলাদেশকেই বোঝান।

আর মিরপুর ১০ নং এর ছবিটাতে যে এনিমেশন করা সেটা খালি চোখেই দেখা যায়। আপনি গুগল ইমেজ সার্চ এ গেলে এরকম অনেক ছবি পাওয়া যাবে। একটা নীচে দিলাম শাপলা চত্তরের। রাস্তার মধ্যে যে আলো দেখা যাচ্ছে সেটা দেখলেই এটা বোঝা যায়।


এটাই মিরপুরের মতন। বরং এখানে রাস্তায় গাড়ী নাই কিন্তু আলোর অভাব নাই।

আপনাকে ব্যক্তিগত আক্রমন করা আমার উদ্দেশ্য নয় শুধুই শিরোনামের সাথে কিছু ছবির মিল নেই সেটাই বলা যদিও সবকিছুর পরেও আপনাকে ধন্যবাদ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩৩

অপু তানভীর বলেছেন: আগের বলেছি যে সোনালী ময়ুর নিয়ে কিছু বলতে পারছি না !

কিন্তু ডাওকি ব্রিজ নিয়ে একটু কথা আছে ।
আপনি একবার সিলেট থেকে ঘুরে আসুন । এবং এমন একটা অবস্থা কল্পনা করুন যে সিলেটের কোন ভারতীয় পাহাড় নেই ! একটু কল্পনা করে দেখুন তো তখন সিলেটের সৌন্দর্য কি পুরোপুরি উপলব্ধি করা যায় ?
দেশের সীমানা আছে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের কোন সীমানা কি আছে ? আমার জানা মতে নেই । জাফলং মানেই হচ্ছে নদীর টলটলা পানি আর দিগন্ত বিস্তৃত পাহাড় ! ভারতীর পাহাড়ই কিন্তু জাফলংকে পরিপূর্ন সৌন্দর্য দান করেছে ! এক কথায় সিলেটের একটা গুরুত্বপূর্ন অংশ এই সীমান্তবর্তী পাহাড় ! আমি এখানে কোন সমস্যা দেখি না !


তবে ঐ দুটো ছবি আমি সরিয়ে নিচ্ছি ! আর মিরপুর দশ নাম্বারের ছবিটাতেও আমি কোন সমস্যা দেখি না !

১৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩১

কাঠ পাতা বলেছেন: যতটা সুন্দর বলছেন ততটা সুন্দর কি আর আছে , হাতিরঝিল এ গেলে ময়লা পানির গন্ধে টেকা যায় না , আর বুড়িগন্গার কি অবস্থা তা আমরা সবাই জানি।

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩৮

অপু তানভীর বলেছেন: কেবল কি হাতির ঝিল আর বুড়িগাঙ্গায় ঘুরলে হবে ! চোখটা আরোও একটু বাইরে দেখেন ! তাহলে বুঝতে পারবেন !!

আর ময়লা কে করছে ? আমরাই তো । অন্য দেশের মানুষ এসে তো আর ময়লা করে নি !

১৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৪

ভোরের সূর্য বলেছেন: আমি গিয়েছি ভাই দুইবার। এবং দেখেছি। কিন্তু আপনাকে আগেই বলেছি যে শিরোনামের সাথে ছবিটা যায়না কারণ ডাউকি ব্রিজ সামনে রেখে আশের পাশের পাহারগুলো সব ভারতের যা বাংলাদেশের কোন প্রাকৃতিক সৌন্দর্য নয়।
আপনি জাফলং যাবার সময় অনেক দূর থেকে ভারতের পাহারের গায়ে কিছু সাদা সাদা লম্বা কিছু দেখা যায় যা আসলে ভারতের প্রকৃতি(বড় বড় ঝ্ররনা) কিন্তু বাংলাদেশের নিজস্ব কিছু নয়। জাফলং এর নদীর সাথে নুড়ি পাথরের ছবি দিন যা শুধুই বাংলাদেশের বা তাহলে সেটা শিরোনামের সাথে যায়। আর এ কথা ঠিক প্রকৃতির কোন দেশ নাই কিন্তু তাহলে শিরোনাম কে শুধুই বাংলাদেশ কে আটকিয়ে রাখা কেন।

উত্তরবঙ্গ কি গিয়েছিলেন কখনোও? সেখানে বাংলাবান্ধা থেকে আকাশ পরিষ্কার থাকলে নেপালের বিভিন্ন পর্বত দেখা যায় কিন্তু সেটা কে বাংলাদেশ বলিনা। এমনকি তেতুলিয়ার করতোয়া নদীর ওপারে ভারতের অংশে সুন্দর একটি বাধ আছে যা সন্ধ্যায় আলো ঝলমল করে কিন্তু সেসব দৃশ্য কি বাংলাদেশের?

আমার পয়েন্ট একটাই শুধু বাংলাদেশের কথা হলে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি ব্রিজ কিংবা আশে পাশের পাহাড় যেহেতু বাংলাদেশের নয় তাই সেটা বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য হতে পারেনা যেখানে ছবির মূল বিষয়টাই ভারতের ডাউকী ব্রিজ কে ঘিরে।

তবে সবসময় ধন্যবাদ দেব আপনাকে সুন্দর ছবির জন্য।

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৮

অপু তানভীর বলেছেন: কথাটা সেই একই ! প্রকৃতিকে আপনি কোন ভাবেই আলাদা করতে পারবেন না ! এর সৌন্দর্য কে কোন ভাবেই আলাদা করা সম্ভব না !

আপনি উপরের আরেকটা জাফলংয়ের ছবি দেখেন । সেখানে অর্ধেক নদীর সাথে অর্ধেক পাড়ার রয়েছে । নদীটা বাংলাদেশের আর পাহার টা ভারতের । কই আপনি তো ওটা নিয়ে কোন কথা বলছেন না । সেখানে নদী যেমন গুরুত্বপূর্ন পাহারটাও তেমনই !

তাহলে এখানে কেন নয় ?
বাংলাদেশের নদী থেকে শুরু হয়ে ভারতের ব্রীজি গিয়ে থেমেছে । সমস্যা কোথায় ?
ব্রীজ টা নামে ছবিটা হয়েছে কারন ওটা বাংলাদেশ এবং ভারতের মিলন স্থানে এই কারনে ! আমি যদি এখন ছবিটার নাম থেকে ব্রীজ কথাটা উঠিয়ে দেই তাহলে মনে হয় আর কোন সমস্যা হবে না !

আমার কথা ঐ একটাই ! পুরো বাংলাদেশ সাথে এর আসেপাশের সব কিছুই এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের অংশ ! এখানে কোন ভাবেই সীমানা দিয়ে আপনি সৌন্দর্যের মাঝ খানে বেড়া দিতে পারবেন না । নদি পাহাড় ব্রীজ মিলেই পরিপূর্ণ স্বর্গ তৈরি !



১৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৪

প্রবাসী পাঠক বলেছেন: প্রতিটি ছবি অসাধারণ। প্রতিটি ছবিতেই মিশে আছে আমার মাটির গন্ধ। ধন্যবাদ অপু ভাই ছবিগুল শেয়ার করার জন্য।


আর ডাউকি ব্রিজ নিয়ে ব্লগার ভোরের সূর্য এর সাথে একমত। ডাউকি ব্রিজ যদি আমাদের অংশ না হয়ে থাকে তবে সে ছবিটা না রাখাই ভাল।

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৬

অপু তানভীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ !


ডাউকি ব্রিজের নাম নিয়ে সমস্যা যেহেতু তাই নামটা বদলে দিলাম ! তবে ছবিটা নয় !
ধন্যবাদ ! :):):)

১৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৩

ৎঁৎঁৎঁ বলেছেন: বাহ! চোখ জুড়ানো সব ছবি!

সুন্দর থাকে আমাদের চোখে, যা আমরা মাখিয়ে নেই বাস্তবতার সাথে, দেখতে পারলে অনেক কিছুই সুন্দর! মিরপুর ১০ এর ছবিটা স্রেফ স্লো শাটার স্পিড এ তোলা!

সব মিলিয়ে ভালো লাগলো পোস্ট!

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৭

অপু তানভীর বলেছেন: হুম ! চোখ জুড়ানো সব ছবি !

আরেকটা কথাও ঠিক বলেছেন ! সুন্দর চোখ থাকলে সৌন্দর্য বের করে আনা সম্ভব !

২০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩০

লিখেছেন বলেছেন: +

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪০

অপু তানভীর বলেছেন: :) :) :) :)

২১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫০

*কুনোব্যাঙ* বলেছেন: সুন্দর সুন্দর সুন্দর। এমন সব সুন্দর ছবি দিয়ে ভরে যাক ইন্টারনেট দুনিয়া। বাংলাদেশ লিখে কেউ সার্চ করলে যাতে এমন সব সুন্দর ছবিগুলো তারা সবার আগে দেখতে পায়

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৩

অপু তানভীর বলেছেন: এই জন্য এ জাতীয় পোস্ট যেন আরও বেশি বেশি করা হয় এদিকে লক্ষ্য দিতে হবে !
:):):)

২২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৩

খালেদা আকতার বলেছেন: সুন্দর সুন্দর সুন্দর, লাইক!

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৫

অপু তানভীর বলেছেন: :) :) :)

২৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২১

হানিফ রাশেদীন বলেছেন: সুন্দর লাগলো।

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩২

অপু তানভীর বলেছেন: :) :) :) :)

২৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

অঘটনঘটনপটীয়সী বলেছেন: সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৯

অপু তানভীর বলেছেন: ঠিক ঠিক :):)

২৫| ১০ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৪৭

সুমন কর বলেছেন: বোকা ভাইয়ের পোস্ট থেকে লিংক পেয়ে আপনার পোস্টে আসলাম।

প্রতিটি ছবি অসাধারণ। বাংলার রূপের তুলনা হয় না।

কি ক্যামেরা দিয়ে তুলেছেন ! একদম জীবন্ত। ছবি তুলে পরে কি এডিট করেছেন ?

১০ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৩০

অপু তানভীর বলেছেন: ছবি গুলো একটা পেইজ থেকে নেওয়া এবং একজন ফটোগ্রাফারের তোলা না । অনেকজন ফটোগ্রাফারের তোলা !

২৬| ১০ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: এমন ছবির স্থানে যাওয়ার জন্য জীবন উৎস্বর্গ করা যায়। শুভেচ্ছা অপু তানভীর

১০ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৩

অপু তানভীর বলেছেন: অবশ্যই যায় !

আপনাকেও শুভেচ্ছা ! :):):)

২৭| ১০ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:১৭

আমি তুমি আমরা বলেছেন: এই পোস্ট মিস করে গিয়েছিলাম কিভাবে। চমতকার এই সংগ্রহের জন্য ধন্যবাদ।

১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৬

অপু তানভীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ :):):)

২৮| ১০ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:১৪

ইমরান আশফাক বলেছেন: কি যে দেখাইলেন ভাই, আমি ভাবতেই পারিনি যে আমাদের দেশটা এত সুন্দর।

তবে এই সকল স্হান আমাদের জন্যই সংরক্ষিত থাক, বিদেশীদের জন্য উন্মুক্ত করে এইগুলিকে বাজারে পরিনত করার কোন মানে হয় না।

১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১:১২

অপু তানভীর বলেছেন: কিন্তু সঠিক ভাবে পরিকল্পনা করলে পর্যটন শিল্প টা অনেক বেশি শক্তি শালী হত....

২৯| ১০ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:২১

ইমরান আশফাক বলেছেন: কি যে দেখাইলেন ভাই, আমি ভাবতেই পারিনি যে আমাদের দেশটা এত সুন্দর।

তবে এই সকল স্হান আমাদের জন্যই সংরক্ষিত থাক, বিদেশীদের জন্য উন্মুক্ত করে এইগুলিকে বাজারে পরিনত করার কোন মানে হয় না।

১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১:১২

অপু তানভীর বলেছেন: :):)

৩০| ১০ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

ইমরান আশফাক বলেছেন: কি যে দেখাইলেন ভাই, আমি ভাবতেই পারিনি যে আমাদের দেশটা এত সুন্দর।

তবে এই সকল স্হান আমাদের জন্যই সংরক্ষিত থাক, বিদেশীদের জন্য উন্মুক্ত করে এইগুলিকে বাজারে পরিনত করার কোন মানে হয় না।

১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪৯

অপু তানভীর বলেছেন: একদিন বেরিয়ে পড়ুন দেশ ভ্রমনে ! ঠিক দেখতে পাবেন !

৩১| ১১ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ছবি গুলো সুন্দর। তবে অধিকাংশ ছবিগুলোই ফটোশপে আনাড়ীভাবে রিটার্চ করা।

আমাদের দেশটা আসলেই সুন্দর। আমরা এখনও তেমন কিছুই দেখি নাই।

১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১:১৪

অপু তানভীর বলেছেন: সত্যিই অনেক সুন্দর :)

৩২| ১১ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৭

মামুন রশিদ বলেছেন: সত্যিই সুন্দর ।

১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১:১৫

অপু তানভীর বলেছেন: সত্যি সুন্দর :)

৩৩| ১১ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:২১

সমকালের গান বলেছেন: সুপার ধন্যবাদ।

১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১:১৬

অপু তানভীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৩৪| ১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১:৫০

রবিন মিলফোর্ড বলেছেন:
ছবিগুলো অসাধারন ! আসলেই অনেক সুন্দর আমাদের দেশটা । :)

১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪৯

অপু তানভীর বলেছেন: আসলেই অনেক সুন্দর ! :):)

৩৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩১

আমি অথবা অন্য কেউ বলেছেন: beautiful pics। ++

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৪

অপু তানভীর বলেছেন: :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.