নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে জানতে চাই,ছুটে চলেছি অজানার পথে,এ চলার শেষ নেই ।এক দিন ইকারাসের মত সূর্যের দিকে এগিয়ে যাব,ঝরা পাতার দিন শেষ হবে ,আর আমি নিঃশেষ হয়ে যাব ।

অপু দ্যা গ্রেট

গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।

অপু দ্যা গ্রেট › বিস্তারিত পোস্টঃ

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০১

কিছু মানুষ প্বথিবীতে আসে শুধু নিজেকে উজার
করে দেয়ার জন্য । বিনিময়ে কিছুই চায় না ।
কারো কাছে কিছু আশাও করে না । আর তারাই
সবচেয়ে দু:খী । তাদের হাত সব সময় শূন্যই থাকে ।
সে হাতে কেউ হাত রাখে না । অথচ এই হাতই
একদিন
তাদের নিয়ে গিয়েছে সুখের কাছে । এই হাত ই
পাশে ছিল
তাদের দু:খের সময় ।
স্বান্তনা দিয়ে ,মুছে দিয়েছে চোখের অশ্রু ।
হাসি ফুটিয়েছে তাদের মুখে । আর যখন তারা সুখের
সাগরে অনাবিল আনন্দে ভাসতে থাকে । তখন সেই
হাত
গুলোর কথা মনেও থাকে না ।
অতীত নাকি ভোলা যায় না । কিন্তু সবার
ক্ষেত্রে নয় ।
সবাই পারে না । কিন্তু আমি পেরেছি ।
পেরেছি সব কিছু
নতুন করে গড়তে ।
পেরেছি নিজেকে সামলে নিয়ে সামনের
দিকে এগিয়ে যেতে ।
কিন্তু তোমারা কেউ ই এই
কাজটি করতে পারবে না ।
কারণ এটা কোন সহজ কাজ নয় । খুব কম লোক ই
পারে । আর তাদেরই একজন আমি …………

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫৭

আর্কিওপটেরিক্স বলেছেন: বাধাবিপত্তি পেরিয়েই জীবন.....

২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৮

অপু দ্যা গ্রেট বলেছেন:


সেই জীবনের খোজ চলছে ....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.