নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে জানতে চাই,ছুটে চলেছি অজানার পথে,এ চলার শেষ নেই ।এক দিন ইকারাসের মত সূর্যের দিকে এগিয়ে যাব,ঝরা পাতার দিন শেষ হবে ,আর আমি নিঃশেষ হয়ে যাব ।

অপু দ্যা গ্রেট

গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।

অপু দ্যা গ্রেট › বিস্তারিত পোস্টঃ

ব্যাচেলর্স সমিতিঃ এক ভাঙ্গা সমিতির গল্প (মহাপুরুষ সিরিজ)

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৪







অনেক দিন পর বাসায় যাচ্ছি । বন্ধুর বিয়েটাও আর এক ব্যাচেলর বন্ধুর বাসায় বসে খেতে হয়েছে । আল্লাহ ই জানে কপালে কি আছে ।

উকিল সাহেব আছে কিনা বাসায় সেটাও একটা ব্যাপার । ইনি সম্রাট আকবর এর মতন যে তার পুত্র কে আনারকলির সাথে বিয়ে দিতে চায় না । কিন্তু ইনি ব্যতিক্রম । সেলিমের গলায় আনারকলিকে ঝুলিয়ে দেয়াই যেন তার একমাত্র ব্রত । আরে আমিও সম্রাট পুত্র ভয় পাই না । যা হয় দেখা যাবে । পানি পথের যুদ্ধে এত বার জিতেছি । এবার ও জিতব ।

ভয়ে ভয়ে দুর্গে পা রাখলাম । বাসায় একদম ভুতুরে নিরবতা । ঘটনা কি !!!! অপু সাবধান । দরজা দিয়ে ঢুকতেই কাউকে দেখলাম না । যাক সোজা রুমে চলে যাই । ঠিক তখন ই শুনলাম
- দাড়াও !!!

এই রে গায়েবি আওয়াজ । আমি কি তবে সাধনার শীর্ষে পৌছে গিয়েছি । বাহ এত তাড়াতাড়ি । পৃথিবীর মানুষ এখন আমাকে এক নামে চিনবে । আহা !!! দিবা স্বপ্নে বিভোর আমি ।

- এই যে মহাপুরুষ, দিবা স্বপ্ন না দেখে এই দিকে আসেন ।

ও এতো দেখি গায়েবি আওয়াজ না । এযে সম্রাট আকবর ।

- তা বাবা মহাপুরুষ এত দিন কই ছিলেন?

- বাবা আমি একটু ভ্রমনে বের হয়েছিলাম ।

- তা কোথায় কোথায় গেলেন?

- এই তো বাংলাদেশের মধ্যেই ছিলাম ।

- কার সাথে গিয়েছেন?

- একা ।

- আর কেউ ছিল না?

ঘটনা কি !!!! ঘাপলা কোথায়? এত ভাল ব্যবহার তো আশা করা যায় না । ঘাপলা আছে । অনেক বড় গর্ত তৈরি হচ্ছে । আর আমার সাথে আর কে ছিল এটা কেন জিজ্ঞেস করল ।

- বাবা অপু এত কি ভাবছেন, এবার বাসা থেকে পালালে এই বাসায় কিন্তু আপনার আর জায়গা হবে না , উকিল সাহেব এর কড়া কথা ।

- ঠিক আছে আমি এই বাসায় থাকব না, এই ছাদে থাকব । উনি বাউন্সার দেয়ার চেষ্টা করেছেন আমি হুক করে দিয়েছি ।

- না তুমি এই বাসায় থাকতে হলে বউ নিয়া থাকবা । নয়ত এই বাসায় থাকবা না ।

- বাবা মানুষের বউ নিয়ে আসলে তো আমাকে জেলে যেতে হবে । এটা কি ঠিক হবে ।

- এই আমার সাথে উলটা পালটা বলবা না । তোমাকে বিয়ে করতে হবে । আমি তোমার জন্য মেয়ে দেখেছি । আজ ই বিয়ে হবে । তুমি ঘরে যাও ।

- আমার গার্ডিয়ান এঞ্জেল কই । চারপাশে খালি অন্ধকার । কে আমাকে এই যমদূতের কাছ থেকে বাচাবে ।

- শোন এদিক সেদিক তাকিয়ে লাভ নেই । তোমার মা বা বোন কেউ নেই বাসায় । যাও রুমে যাও ।

কি আর করা । পরেছ মোঘলের হাতে খানা খেতে হবে এক সাথে । দেখা যাবে পরে । আপাতত বিশ্রাম নেয়া যাক । বিকেল বেলা শুভ্র ভাইয়ের সাথে দেখা করতে হবে । উনাকে নাকি বিয়ে দিচ্ছে । এটা ঠেকাতেই হবে । আমাদের ব্যাচেলর্স সমিতির সভাপতি উনি । আর উনি বিয়ে করলে কিভাবে হবে । খেয়েদেয়ে একটা ঘুম দিলাম ।

একদম সেই লেভেল এর ঘুম । ঘুম থেকে উঠলাম এক সুন্দর কন্ঠ শুনে ।

- এই যে উঠুন ।

আহা এত সুন্দর ডাক । মনে হচ্ছে যেন রেজোওয়ান চৌধুরীর রবীন্দ্র সঙ্গীত । এমন ভাবে কেউ সারা জীবন ধরে ডাকত । ধুর এইসব কি ভাবি । মহাপুরুষেরা নারী সঙ্গ থেকে ধুরে থাকে ।

চোখ মেলে দেখল চায়ের কাপ হাতে দাঁড়ানো এক মেয়ে । সুন্দরী বলা চলে । কিন্তু আমার ঘরে ঢুকল কিভাবে । ও দরজা খোলা রেখেই ঘুমালাম ।

- আপনি কে ?

- সেটা পরে জানলেও চলবে । আগে চা নিন ।

- আমি মুখ না ধুয়ে কিছু খাই না ।

- সরি ভুলে গিয়েছিলাম ।

- আপনি ভুললেও কোন সমস্যা নেই । কারন আপনি তো আমার বউ বা প্রেমিকা না ।

- হতে কতখন ।

বাপ রে কি ডেঞ্জারাস কথা । মানে কি । চায়ের কাপ রেখেই সে চলে গেল । শুধু রেখে গেল এক মিষ্টি সুবাতাস । ধুর । না না । আমাকে নীতি থেকে কেউ সরাতে পারবে না ।

বাসা থেকে বের হলাম । উদ্দেশ্য শুভ্র ভাই । তিনি নাকি অনেক চিন্তিত । আসলে ই ব্যাপারটা চিন্তার । ভাই বিয়ে করছে । আর বিয়ে মানেই কারাগার ।

= এই যে শুভ্র ভাই কি খবর । কেমন আছেন । কই থাকেন কোন খবর ই নাই ।

= হইছে থাক । তোর ই তো খবর নাই । আবার আমার খবর নিতে আসছোস ।

= আরে কি যে বলেন ভাই । আপনারা আছেন বলেই তো বেচে আছি । তা আপনি বিয়ে করতে যাচ্ছেন ।

= হ্যা । ঠিক শুনছোস ।

= ভাই, আপনি আমাদের ব্যাচেলার্স সমিতির সভাপতি । আপনি এই কাজ করলে মেম্বারা কি করব ।

= কয় দিনে আগে তো বগা মানে সাংগঠনিক সম্পাদক বিয়ে করছে । কই আটকাইতে পারছ নাই ।

= ভাই আমি এলাকায় ছিলাম না । নাইলে ছিড়া ফাইলাইতাম ।

= হ, তুমি খালি চুল ই ছিড়তে পারবা ।

= ভাই তাইলে বিয়া কি ফাইনাল ।

= হ্যা ।

ভাই আর দাড়ালেন না । সোজা হাটা । তার গমন পথের দিকে চেয়ে রবি দা কে মনে পরে গেল, “যেতে নাহি দিব হায়, যেতে দিতে হয় , তবু চলে যায়” । তবে এখানে কিছুটা বদলে যাবে, “ বিয়ে নাহি দেব হায়, বিয়ে হয়ে যায়, তবু বিয়ে করতে হয়” । একে একে সবাই শিকলে পরে যাচ্ছে । কি হবে ।

মনে মনে ভাবছিলাম । কে আমাকে আশা দেবে, কে আমাকে ভরসা দেবে । আজ বুঝতে পেরেছি কেন সেদিন বাংলার শেষ নবাব হেরে ছিলেন । মীর জাফরা মরে নাই । শেষ পর্যন্ত শুভ্র ভাই ।

= এই যে মিস্টার একা একা কি ভাবছেন?

চাওয়ালী এখানে কি করে । ধুর দিন টাই খারাপ ।

= আমি নিউটন আইনেস্টাইন গ্যালিলিও আর্কেমিডিস এর সবার তত্ত্ব এক জায়গায় করে সমীকরন মিলানোর চেষ্টা করছি ।

= ভাল তা সমীকরন মিলেছে । সুন্দরী বলল ।

শুনেছি সুন্দরীদের সাথে বেশি কথা বলতে নেই । এরা ভারী ভারী কথা ধরতে পারে না । এখন প্রমান গেলাম ।

= না মিলে নাই । আর মিললেও আপনাকে কেন বলব । রাগে আমার গা জ্বলছে । চিন্তায় গলা শুকিয়ে আছে । তার মধ্যে উনি এসেছেন ।

= তা এত চিন্তা কিসের? আপনি তো বিয়ে করেনি । তাহলে নাহয় চিন্তা করতেন ।

= দেখেন আমার মাথা এমনিতেই গরম । আর আলিফ লায়ালার ডাইনীদের সাথে আমি কথা বলতে চাই না ।

= আমাকে দেখে আপনার ডাইনীদের কথা মনে হল ।

= আয়ানাতে ওই মুখ দেখবে যখন । মুখের উপর লম্বা নাক পরবে চোখে । আপনাকে দেখলে ঝাড়ুতে উড়ে বেড়ানো ডাইনীদের কথা মনে হয় ।

= এই জন্য ই আপনার বিয়ে প্রেম ভালবাসা কিছু ই হয় না । আর হবেও না ।

= আমি তো এইটাই চাই । আর শুনেন । আমি আপনার জন্য একটা বড় দেখে ঝাড়ু কিনে আনব । ওইটায় চড়ে রাতের আকাশে উড়ে টুড়ে বেরাবেন । তবে সাবধান মানুষ এখন রাত জেগে ফেসবুক চালায় ।

= আপনি কিন্তু এবার বেশি বেশি বলছেন । আপনি জানেন আমি কে । কি আমার পরিচয় ।

এই বার লাইনে আসছে । মজা পাচ্ছি । মাথার ভেতরে থাকা টেনশন ধীরে ধীরে কেটে যাচ্ছে । এখন থামলে হবে না । চালিয়ে নিতে হবে ।

= আপনি কে তা জেনে আমি কি করব । আপনি ডোনাল্ড ট্রাম্পের মেয়ে হন বা পুতিনের ভাতিজি । আমার তাতে কিছু আসে যায় না । তবে হ্যা বিল গেটস হলে ভেবে দেখতাম । ডাইনী হলেই চেহারা মোটামুটি ভাল ।

= মিস্টার আমার ধৈয্যের পরীক্ষা নিয়েন না । আমি যদি রেগে যাই তখন কিন্তু খুব খারাপ হইয় ।

= আরে আমি তো আপনার সাথে কথা বলছি এইটাই বেশি । এখন ও আমার সামনে থেকে যান না কেন ।

হঠাত আমাদের বাসার ডাইনী সোফান ইজবা হাজির । নীলিমা আপু তুমি এখানে । কি করো । ভাইয়া নিয়ে এসছে ।

= আরে রাখো তোমার ভাইয়া । সে আমাকে ডাইনী বলেছে । ঝাড়ুতে উড়ে বেড়ানো ডাইনী ।

= আমি বললাম, তবে হ্যা আপনার কিন্তু সারারা গুলের সাথেও হালকা মিল আছে ।

নাবিলা বলল, আপু তুমি ওর কথা কিছু মনে করো না । ও এমন ই । বাসায় চলো । তোমার সাথে কথা আছে ।

আমি দেখলাম আমার যেন কোন দাম নেই । আমি বললাম, এই ডাইনী উনি আমাদের বাসায় যাবে মানে কি ।

নাবিলা বলল, তোকে আটকানোর ব্যবস্থা হচ্ছে । এবার দেখি কিভাবে পালাস ।

এইটা শুনে আমার আত্মা উড়ে গেল । নীলিমা নামের মেয়ে টা দেখি লজ্জা পাচ্ছে । আল্লাহ আমার চারপাশ ঘুরতেছে । আমার ব্যাচেলর্স সমিতির কি হবে । কে একে দেখে রাখবে ।

আল্লাহ, আমার ব্যাচেলর্স সমিতি কে তুমি বাচাও ।

গল্পঃ ব্যাচেলর্স সমিতি

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩০

ব্লগার_প্রান্ত বলেছেন: এমনটা শুধু গল্পেই সম্ভব :|

১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

অপু দ্যা গ্রেট বলেছেন:




আসলেই শুধু গল্পে সম্ভব

২| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৮

সনেট কবি বলেছেন: কিছুটা পড়লাম।

১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

অপু দ্যা গ্রেট বলেছেন:




ধন্যবাদ পড়ার জন্য এবং মন্তব্যের জন্য ।

৩| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: :D
তা বিয়ার দাওয়াত খানা... :P

১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

অপু দ্যা গ্রেট বলেছেন:



ভাই বিয়া শাদী ঝামেলার বিষয় । একা একা থাকাই ভালা ।

৪| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৯

নীল আকাশ বলেছেন: কথোকপকথোনের সময় = ব্যবহার না করে হাইফেন - ব্যবহার করুন। লেখাটা পড়ে কিছুই বুঝতে পারছিনা। খুব বেশি চরিত্র নিয়ে এসেছেন। এবং এদের মধ্য সম্পর্ক গুলি খুব পরিষ্কার বুঝা যাচ্ছে না।
ধন্যবাদ।

১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

অপু দ্যা গ্রেট বলেছেন:




প্রথমে ধন্যবাদ মন্তব্যের জন্য ।

আমি একটা এক্সপেরিমেন্ট করলাম । এখনো শিখছি । তাই এটাকে এক্সপেরিমেন্ট হিসেবেই দেখছি ।

আপনার এডভাইস গুলো অনেক কাজে লাগবে । পরবর্তিতে চেষ্টা করব ।

অনেক অনেক ধন্যবাদ ।

৫| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:১৮

মা.হাসান বলেছেন: ভালো লাগলো। আশা করি সিরিজের পরের পর্ব শীঘ্রই আসবে।

১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

অপু দ্যা গ্রেট বলেছেন:



অবশ্যই আসবে । তবে এটা এক্সপেরিমেন্ট ছিল । আমি গল্প লিখতে পারি না ।

এটা চেষ্টা করলাম ।

ধন্যবাদ ।

৬| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: সংলাপগুলো বড্ড জড়িয়ে গেছে। ঠিক বুঝতে পারছি না । আপনি বরঞ্চ নীল আকাশভাই এর পরামর্শটা একটু অনুসরণ করুন ।আগামীতে নিশ্চয়ই সমস্যাটি কাটিয়ে উঠতে পারবেন।

শুভকামনা জানবেন

১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

অপু দ্যা গ্রেট বলেছেন:


অবশ্যই ফলো করব । আর মন্তব্যের জন্য ধন্যবাদ ।

এই এক্সপেরিমেন্টটা আমাকে অনেক হেল্প করবে ।

ভাল থাকবেন ।

৭| ১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৮

রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো মনে হলো।

১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

অপু দ্যা গ্রেট বলেছেন:



আমার নিজের কাছেই তো মনে হচ্ছে । আসলে গল্প লিখতে চেষ্টা করে করলাম । ভুল গুলো জানলাম । কিভাবে লিখতে হবে বুঝার জন্যই এটা দেয়া ।

৮| ১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০২

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ভালো লিখেছেন। শুভ কামনা রইলো আপনার জন্য।

১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

অপু দ্যা গ্রেট বলেছেন:



কতটুকু ভাল সেটা জানালে আরো উপকৃত হতাম ।

ধন্যবাদ ।

৯| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০০

নজসু বলেছেন:


ভাই এই সমিতির কারণে কত লোক যে দাওয়াত খাওয়া থেকে বঞ্চিত হচ্ছে
তার হিসাব কে দেবে? :D

১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৩

অপু দ্যা গ্রেট বলেছেন:



সমিতি তো শেষ । এখন আর নাই । আমি ছাড়া আর দুই বন্ধু আছে । বাকি সবাই বিবাহিত ।

১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫০

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় অপুভাই,

আমি ভেবেছি আপনি বুঝি মহাপুরুষের পরবর্তী পর্ব পোস্ট করেছেন। ব্যস্ততার জন্য হয়তো পেরে ওঠেননি, শীঘ্রই পাবো আশাকরি । সিরিজ চলতে থাকুুক।

শুভকামনা রইল।



০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৮

অপু দ্যা গ্রেট বলেছেন:




কি বলব আপনাকে ভাষা খুজে পাচ্ছি না ।

আজকেই এর একটা পর্ব দেব বলে ঠিক করেছি ।

সকাল থেকে মাথায় এটাই ঘুরছে ।

ধন্যবাদ ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.