নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে জানতে চাই,ছুটে চলেছি অজানার পথে,এ চলার শেষ নেই ।এক দিন ইকারাসের মত সূর্যের দিকে এগিয়ে যাব,ঝরা পাতার দিন শেষ হবে ,আর আমি নিঃশেষ হয়ে যাব ।

অপু দ্যা গ্রেট

গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।

অপু দ্যা গ্রেট › বিস্তারিত পোস্টঃ

আগামী ২১ শে ডিসেম্বর সামুর ব্লগ ডে উদযাপন - বিস্তারিত

১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫৫







হ্যালো ব্লগার্স

কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন । আমিও চাই আপনারা ভাল থাকুন । সব সময় ভাল থাকুন । ভাল না থাকলে ব্লগ ডে তে আসবেন কিভাবে । তাই ভাল থাকাটা জরুরী । আপনাদের সকলের অংশ গ্রহনে আমাদের এই ব্লগ ডে স্মরনীয় করে রাখতে চাই । আপনারা এখানে সবাই সবার সাথে ভার্চুয়ালি কানেক্টেড । তবে এবার সবাই এক সাথে হবো । একটা দিন আমরা সবাই মিলে আনন্দের সাথে কাটাবো ।

কোথায় হবে ? কবে হবে ? এটা তো আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন । জ্বী আগামী ২১ শে ডিসেম্বর আমরা আমাদের সামু বগ্ল ডে পালন করতে যাচ্ছি । তারপরও আবার যদি ভুলে যান তবে,

ব্লগারদের পুণর্মিলনী অনুষ্ঠান সম্পর্কে দৃষ্টি আকর্ষন

পোষ্টটিতে বিস্তারিত পাবেন ।

এবার আসুন কি কি হবে ?

প্রশ্ন থাকতেই পারে এটা কি শুধু একটা ব্লগ ডে পালন করা নাকি সাথে অন্য কিছু । হ্যা সাথে অন্য কিছু তো আছেই । কাচ্চির সাথে আলু না থাকলে কি ভাল লাগবে । এখানে আপনারা কাচ্চির সাথে আলুও পাবেন । মানে শুধু ই যে আমরা গুরুগম্ভীর আলোচনা করব তা নয় ।

এখানে সবাই এক সাথে পরিচিত হবো । নিজেদের পরিচয় সবার সামনে তুলে ধরব । এছাড়া হবে গান/কবিতা/স্মৃতি চারন/কৌতুক/নাচ সব কিছু । এটা আসলে বলতে পারেন আমাদের পারিবারিক আয়োজন । শুধু নিজ নিজ জায়গা থেকে উপস্থিত হতে হবে । নিজের প্রতিভা বিকাশে এটাই সময় । জাগো ব্লগার জাগো, প্রতিভা বিকাশে ভাগো । এই বিকাশ আবার ব্র্যাক ব্যাংকের বিকাশ না ।

সবার জ্ঞতার্থে আবারো বলে দেই -

কোথায় হবে ব্লগ ডেঃ

সংস্কৃতি বিকাশ কেন্দ্র, পরিবাগ, ঢাকা

যেভাবে আসবেন - আপনি ঢাকার যেকোন জায়গা থেকে বাংলামট আসুন সেখান থেকে হেটেই আসতে পারবেন । চাইলে রিকশাও নিতে পারেন । উবার বা পাঠাও বা সহজ যেটাতেই আসেন না কেন সোজা এখানে চলে আসতে পারবেন ।

আরো সহজ করে দিচ্ছি, যারা নিউমার্কেট এর সাইড থেকে যাবেন তারা মোতালেব প্লাজার সাইড দিয়ে যেয়ে পিছনের রাস্তায় গেলেই পেয়ে যাবেন । আবার যারা কাওরান বাজার দিয়ে আসবেন তারা বাংলামটর নেমে রিকশা বা হেটে একটু সামনে এসে পরিবাগের রাস্তা বা যেখানে টাইলস বিক্রির রাস্তায় ঢুকে হেটে আসলেই পেয়ে যাবেন ।

তবে একদম সঠিক ঠিকানা হচ্ছে, সংস্কৃতি বিকাশ কেন্দ্র, ১/ই/১, মাজার গলি, পরিবাগ, ঢাকা ।




এই হচ্ছে লোকেশান । আর কোন কিছু জানার বা গেট টুগেদার নিয়ে কোন ধরনের জিজ্ঞাস থাকলে যোগাযোক করতে পারেন নিম্নোক্ত নাম্বারে -
০১৫১৫২০৬৩৯৬

ধন্যবাদ সবাইকে । আশা করি আগামী ২১শে ডিসেম্বর দেখা হচ্ছে সবার সাথে ।

মন্তব্য ২৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:০৫

আরোগ্য বলেছেন: অবশ্যই ছবি ব্লগ দিবেন। আপনাদের আয়োজন সুন্দর ও সফল হোক এই কামনা করি।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৪১

অপু দ্যা গ্রেট বলেছেন:




অবশ্যই ছবি ব্লগ দেবো ।।

ধন্যবাদ ।

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:২৯

প্রামানিক বলেছেন: অনেক ধন্যবাদ

১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৪২

অপু দ্যা গ্রেট বলেছেন:



আপনার উপস্থিতি কামনা করছি ।

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:৫৯

অনল চৌধুরী বলেছেন: এতো রাতে কেন?

১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২০

অপু দ্যা গ্রেট বলেছেন:



ল্যাপটপে প্রব্লেম ছিল

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৩২

হাবিব বলেছেন:




@আরোগ্য আমি যতদূর জানি আপনি ঢাকায় থাকেন ।
তারপরও যদি না আসেন তাহলে আপনার নামে ব্লগে কারফিউ থাকবে......
সবাই ছবি ব্লগ দেখবে কিন্তু আপনি দেখতে পারবেন না

১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২২

অপু দ্যা গ্রেট বলেছেন:



স্যার আপনাকেও আসতে ।

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫১

রাজীব নুর বলেছেন: খুব আনন্দময় একটা ঘটনা ঘটতে যাচ্ছে।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২২

অপু দ্যা গ্রেট বলেছেন:




আপনাকে ক্যামেরা নিয়ে আসতে হবে ।

৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪০

জাহিদ হাসান বলেছেন: ঢাকায় থাকি। আমার জন্য শাহবাগে আসাটা খুবই সহজ।
তবুও আসতে পার্ত্তাম না ! :( :((

১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৭

অপু দ্যা গ্রেট বলেছেন:




কেন ভাই ?

চলে আসুন । খুব বেশি সময়ের অনুষ্ঠান তো নয় ।

৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগ ডে অনুষ্ঠান সুন্দর হোক। সফলতা লাভ করুক।।।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৮

অপু দ্যা গ্রেট বলেছেন:





আপনিও আসবেন ।

৮| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫০

জাহিদ হাসান বলেছেন: আম্মায় দিবে না। আমি আম্মার হুকুমে উঠাবসা করি।

২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪১

অপু দ্যা গ্রেট বলেছেন:



ভাল ছেলে ।

তারপরও চেষ্টা করে দেখুন ।

৯| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:১৯

অনল চৌধুরী বলেছেন: অামি মনে করেছি অনুষ্ঠানটাই রাতে।
সময়টা অাসলে কখন?

২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪১

অপু দ্যা গ্রেট বলেছেন:




বিকেল ৩ টায় শুরু হবে

১০| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৩

সুমন কর বলেছেন: শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।

২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৮

অপু দ্যা গ্রেট বলেছেন:





দাদা আপনাকেও আসতে হবে ।

১১| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১১

মেঘ প্রিয় বালক বলেছেন: শুভ কামনা রইলো সামু ব্লগারদেন জন্য,দূর প্রভাসে থাকি বলে আসা হলোনা!দোয়া রইলো তোমাদের জন্য

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৬

অপু দ্যা গ্রেট বলেছেন:



আশা রাখি পরের বার আপনাকে পাবো ।

ভাল থাকবেন । সুস্থ থাকবেন ।

১২| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

রাকু হাসান বলেছেন:

চোখ রেখেছিলাম ব্লগ ডে তে কিন্তু যাওয়া হয়নি । সফল ব্লগ ডে আয়োজিত হওয়ায় আমি খুশি । আশা করছি ব্লগাররা আগামীতেও এই ধারা অব্যাহত রাখবে । শুভকামনা ।

৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

অপু দ্যা গ্রেট বলেছেন:





আশা রাখি নতুন বছরে আবার আমরা মিলিত হতে পারব । একা পূর্নমিলনী না হলেও ছোট চায়ের আড্ডা তো দেয়াই যেতে পারে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.