নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে জানতে চাই,ছুটে চলেছি অজানার পথে,এ চলার শেষ নেই ।এক দিন ইকারাসের মত সূর্যের দিকে এগিয়ে যাব,ঝরা পাতার দিন শেষ হবে ,আর আমি নিঃশেষ হয়ে যাব ।

অপু দ্যা গ্রেট

গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।

অপু দ্যা গ্রেট › বিস্তারিত পোস্টঃ

জরুরী কিছু ফোন নাম্বার যা আপনার জানা দরকার !!!

৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫১






যে নম্বরগুলো জানা জরুরি -

৯৯৯ - বাংলাদেশের জরুরি কল সেন্টার। এখানে বিনামূল্যে ফোন করে আপনি জরুরি মুহুর্তে পুলিশ,ফায়ার সার্ভিস ও এম্বুলেন্স এর সাহায্য নিতে পারবেন। এছাড়া যে কোন অপরাধের তথ্যও পুলিশকে জানাতে পারবেন।

১০৬ - দুর্নীতি দমন কমিশনের কল সেন্টার। যে কোন দূর্নীতি চোখে পড়লে বিনামূল্যে কল করে জানিয়ে দিন।

১৬৪৩০ - সরকারি আইনি সহায়তা কল সেন্টার। আইনগত যে কোন পরামর্শ বা সাহায্য পেতে বিনামূল্যে কল করুন।

১৬১২৩ - কৃষি বিষয়ক যে কোন পরামর্শ পেতে বিনামূল্যে কল করুন। কৃষি,মৎস,প্রানীসম্পদ বিষয়ক যে কোন পরামর্শ বিশেষজ্ঞদের কাছ থেকে জানতে পারবেন।

১০৯ - নারী নির্যাতন বা বাল্যবিবাহ হতে দেখলেই বিনামূল্যে কল করুন এই নাম্বারে।

১০৯৮ - শিশু সহায়তামুলক কল সেন্টার। চারপাশে শিশুদের যে কোন সমস্যা হলে বিনামূল্যে কল করে সেবা নিতে পারেন এই নাম্বার থেকে।

৩৩৩ - জাতীয় তথ্যবাতায়ন কল সেন্টার। বাংলেদেশের যে কোন তথ্য জানতে ও সরকারি কর্মকর্তাদেরর সাথে কথা বলতে কল করুন এই নাম্বারে।
(চার্জ প্রযোজ্য)

১৬২৬৩ - বাংলাদেশ সরকারের সাস্থ্য কল সেন্টার। যে কোন সমস্যায় ২৪ ঘন্টায় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
(চার্জ প্রযোজ্য)

১৬১০৮ - মানবাধিকার সহায়ক কল সেন্টার। মানবাধিকার বিঘ্নিত হলে কল করুন এই নাম্বারে।
(চার্জ প্রযোজ্য)

১৬২৫৬ - আপনার ইউনিয়নের সকল তথ্য জানততে কল করুন ইউনিয়ন সহায়তামুলক কল সেন্টারে। (চার্জ প্রযোজ্য)

১৩১ - বাংলাদেশ রেলওয়ে কল সেন্টার। ট্রেন ও এর টিকিট সম্পর্কে জানতে কল করুন।
(চার্জ প্রযোজ্য)

১০৫ - জাতীয় পরিচয়পত তথ্য কল সেন্টার।
(চার্জ প্রযোজ্য)

১০০ - বিটিআরসি কল সেন্টার।

১৬৪২০ - বিটিসিএল কল সেন্টার।


এই নাম্বার গুলো আপনি সেভ করে রাখতে পারেন । ডায়েরিতে পাবে কোন পাতায় লিখে বাসায় টানিয়ে রাখতে পারেন । বিশেষ ভাবে ৯৯৯ নাম্বারটি । আপনার সকল প্রয়োজনে নাম্বার গুলো কাজে আসবে বলে আশা রাখি ।

তথ্যসুত্রঃ পত্রিকা, ইন্টারনেট ও ওয়েবসাইট

মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩১

রাজীব নুর বলেছেন: ফোণ দিলে কি তারা আসলেই গুরুত্ব দিয়ে এগিয়ে আসে?

৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৪

অপু দ্যা গ্রেট বলেছেন:




জ্বী ভাই । গুরুত্ব সহকারে ই নেয় । তবে সমস্যা হচ্ছে বেশির ভাগ কল ই ফাইজলামি করে । যেটা ঠিক না ।

২| ৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২২

আর্কিওপটেরিক্স বলেছেন: 911 নাই :(( :(( :((
112 আর 000 কই :(

৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৬

অপু দ্যা গ্রেট বলেছেন:



৯১১ তো আমেরিকায় এটা বাংলাদেশে নাই । আপনি আমেরিকা থাকেন আগে বলবেন না ।

১১২ এবং ০০০ এই দুইটা তো পেলাম না ।

আপনি জানলে জানাবেন ।

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৫

সুমন কর বলেছেন: ভালো শেয়ার।

৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৬

অপু দ্যা গ্রেট বলেছেন:



ধন্যবাদ দাদা ।

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩১

রাকু হাসান বলেছেন:
প্রয়োজনীয় । প্রিয়তে রাখলাম নোট হিসাবে ।

৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৭

অপু দ্যা গ্রেট বলেছেন:



ধন্যবাদ ভাই ।

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৬

ফ্রিটক বলেছেন: কল দিলে কি তারা যথাযথ ব্যবস্থা গ্রহন করে?

৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৭

অপু দ্যা গ্রেট বলেছেন:



কল করেই দেখুন আমি আমার অফিসের কাজে কয়েকটা জায়গায় ফোন দিয়েছি কাজ হয়েছে ।

তাছাড়া ৯৯৯ তো সব সময় তৎপর ।

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: প্রিয়তে রেখে দিলাম,
কনটাক্টে সেভ করতে পারবো না!


ভুলে কল চলে গেলে কি আর আপনার সুন্দর চেহারার দর্শন মিলবে? :||

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৮

অপু দ্যা গ্রেট বলেছেন:




হেল্প অবশ্যই মিলবে !!!

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রিয়তে রাখলাম আমিও।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৯

অপু দ্যা গ্রেট বলেছেন:




ধন্যবাদ !!!!

৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: বইমেলায়?

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৫

অপু দ্যা গ্রেট বলেছেন:


জ্বী

আসার আগে কল দিয়েন ।

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১১

মেহেদী হাসান হাসিব বলেছেন: পোস্টটিতে অনেকেই উপকৃত হয়েছে। ধন্যবাদ আপনাকে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১২

অপু দ্যা গ্রেট বলেছেন:



ধন্যবাদ আপনাকেও

১০| ১৬ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:১০

মিঠুন দ্ত্ত বলেছেন: আমাদের একটা জমি নিয়ে মামলা চলছে ৫/৬ বছর বাট বিবাদী পক্ষ প্রবাভশালি লোকদের কাছে জমি বিক্রয় করে ভারত পালিয়ে যাওয়ার চেষ্টা করছে এর প্রতিকার কি ভাবে পাবো কতো নাম্বারে কল করলে প্রতিকার পাইতে পারি খুব বিপদে আছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.