নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে জানতে চাই,ছুটে চলেছি অজানার পথে,এ চলার শেষ নেই ।এক দিন ইকারাসের মত সূর্যের দিকে এগিয়ে যাব,ঝরা পাতার দিন শেষ হবে ,আর আমি নিঃশেষ হয়ে যাব ।

অপু দ্যা গ্রেট

গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।

অপু দ্যা গ্রেট › বিস্তারিত পোস্টঃ

রাস্তাঘাটে চলতি পথে - ২

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩১






ঘটনা - ১

বাসা থেকে অফিসে যাচ্ছি । প্রতিদিনের মত ই বাসে উঠলাম । বাস পুরো সিটিং । কন্ডাক্টার গেটলক করে ফেলেছে । কয়েকজন দৌড়ে আসল । এসেই গেটে বাড়ি দিচ্ছি । কিন্তু কন্ডাক্টার তো গেট খুলবে না । সে পুরো চিপায় আছে । গেট খুললে বাসের ভিতরের লোকজন চিল্লাবে । আমিও চিল্লাব । আবার বাইরে থেকে গালি খাচ্ছে । এটাই বোধহয় আসল মাইনক্যা চিপা ।

তবে সত্যি যদি বলি বাইরের লোক গুলো দেখছে গেট লাগানো তারা চিল্লাচিল্লা না করে স্ট্যান্ডে যেতে পারে । কিন্তু কষ্ট করে দুই কদম হেটে যাবে না । কেন যাবে না আমার মাথায় আসে না । আরে ভাই বাস তো দুই মিনিট পর পর আছে । তাছাড়া অনেকেই আছে দেখি বাসের গেটের উপর লাফিয়ে পরেন । ভাই আপনার তাড়া থাকলে একটু তাড়াতাড়ি বাসা থেকে বের হতেন । কিন্তু সেটা তো হবেন না । বাসার রাগ এসে সব চাপাবেন বাসের উপর সেটা তো হবে না ।

আর আপনি গালি দিয়ে তো নিজের ক্ষতি করলেন । ওই কন্ডাক্টারের কিছুই হবে না । বরং লোকজন আপনার দিকেই তাকিয়ে থাকবে । তাই গালি গালাজ না করে নিজেকে একটু পরিবর্তন করে নিন ।

ঘটনা - ২

অফিস থেকে বাসায় যাচ্ছি । কোন বাস নেই । দাঁড়িয়ে আছি সাইন্সল্যাব । চিন্তা করছি কি করা যায় । হেটেই যাবো নাকি ভাবছি । সেদিন আবার ছিল ১৩ ফেব্রুয়ারি । মানে পহেলা ফাল্গুন । মজার বিষয় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাপল দেখতে ভাল ই লাগছিল । রিকশায় করে জোড়ায় জোড়ায় যাচ্ছে । একবার ভাবলাম বই মেলায় যাই । তবে সারাদিনের অফিসের পর ল্যাঙ্গুয়েজ ক্লাস শেষ করে আর ইচ্ছে হলো না ।

আমার সামনেই এক জোড়া দাঁড়িয়ে বাসের অপেক্ষা করছে । ভাবলাম সময়টা একটু মজার করা যাক । দু পা পিছিয়ে আসলাম । বাদাম কিনলাম পাঁচ টাকার । দেখতে থাকলাম তারা কি করে । অনেক চেষ্টা করে যাচ্ছে বাসে উঠার । কিন্তু কোন বাস তো গেট খোলা নেই আবার যেসব বাসের গেট খোলা সেগুলোতে দাড়াবার জায়গা নেই । তারা প্রায় আধা ঘণ্টা হয়ে গিয়েছে দাঁড়িয়ে আছে । মেয়েটা বিরক্ত । শেষ কি বলব বুঝলাম না । একটু রেগে গিয়েছে ।

একটু হাসি আসল । ছেলেটার জন্য কষ্ট লাগল । বেচারা বুঝে উঠতে পারছে না কি করবে । মোবাইলে কল করল দেখলাম মনে হয় উবার বা পাঠাও । মেয়ের চেহারাতে বিরক্তির শেষ সীমানায় পৌছে গিয়েছে । আজ ছেলের খবর আছে । মেয়ে বাসায় গিয়েই তৃতীয় বিশ্ব যুদ্ধ বাধিয়ে দিতে পারে । মেয়েটা উত্তেজিত হয়ে কি কি জানি বলছে আমি দূর থেকে দেখছি । সে যাই হোক শেষ পর্যন্ত তারা একটা রিকশায় চলে গেল । প্রথমে মেয়েটা ছেলেটাকে উঠতে দিতে চায়নি । তারপর ঠিকই উঠিয়েছে ।

আমি ওখানে প্রায় আরও আধ ঘণ্টা দাঁড়িয়ে ছিলাম । শেষে একটা বাসে উঠতে পেরেছি । বাসে উঠে ভেবেছি মেয়েটার হয়ত বাসায় প্রব্লেম ছেলেটার উচিত ছিল মেয়েটাকে তাড়াতাড়ি বাসায় পৌছে দেয়া । এটা তার দায়িত্বের অন্যতম । কারন একটা মেয়ে সময়মত বাসায় না পৌছালে কি পরিমান চিন্তা হয় তা আমার চেয়ে ভাল কেউ জানে না । কারন আমার ঘরেও একটা মেয়ে আছে ।

ঘটনা - ৩

আমি অফিস থেকে প্রায় হেটে ঝিগাতলা পর্যন্ত আসি । এটা আমি প্রায় করি । হাটতে আমার ভাল লাগে । চারপাশের অবস্থা দেখতে দেখতে হাটতে ভালই লাগে । অনেক কিছু ই দেখা যায় । মজার দুঃখের আনন্দের কষ্টের সব কিছুই ।

সেদিনও হেটে ঝিগাতলা আসলাম । দেখি ইয়োলো এর শো রুমে মানুষ লাইন দিয়ে দাড়িয়ে আছে । এত মানুষ সচরাচর থাকে না । তাও লাইন ধরে দাঁড়িয়ে আছে । ব্যাপারটা মজার আবার ভাবলাম এখন তো ঈদ ও না যে এত মানুষ শপিং করবে । এটা জানি বাংলাদেশের মানুষের টাকার অভাব নেই । সবাই তো আমার মতো না ।

যাইহোক পরে জানলাম যে ছাড় চলছিল । ব্যাপারটায় আমি বেশ অবাক হলাম । ছাড় দিয়েছে তো কি হয়েছে । এজন্য এত লোক আসবে । ছাড় তো সারা বছর ই চলে । এই দুই দিন আগেই দেখলাম ছাড় চলছে । তাহলে কি একটার সাথে পাঁচটা ফ্রী অফার চলছিল । আর আমরা তো আছি ফ্রী শুনলেই দৌড়দেই । অথচ এটাও যে বিজনেস সেটা তারা জানে না ।

এই ফ্রী হচ্ছে গোডাউন ক্লিয়ারেন্স । যা বিক্রি হচ্ছে না বা গোডাউন এ পরে আছে ফেলে দেয়ার চেয়ে কিছু টাকা লাভে বিক্রি করে দিলে তো কিছু তো লাভ হবে । তাই ফ্রী শোনার সাথে সাথেই দৌড় না দিয়ে ভাবুন ।



( অফিসের কাজে এতই ব্যস্ত হয়ে গিয়েছি যে ব্লগে আসতে পারিনা । সামনে একটা মেলা আছে সবাইকে আমন্ত্রন জানালাম । কাল থেকে তিনশ ফিটে শুরু হবে ।)

মন্তব্য ৩৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩৫

পদাতিক চৌধুরি বলেছেন: আগে উপস্থিতি জানান দিলাম ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪২

অপু দ্যা গ্রেট বলেছেন:


আপনার উপস্থিতি আমাকে বরাবর ই আনন্দ দেয় ।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪০

পদাতিক চৌধুরি বলেছেন: ও আচ্ছা ! বাদাম কিনে তাহলে অন্যদের দেখা দেখি হচ্ছে । বেশ ! আপাতত এমন দেখার মধ্যে শান্তি আছে তবে , কিন্তু খুব বেশি দিন এভাবে চলার বিপদ আছে। হা হা হা ....

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩

অপু দ্যা গ্রেট বলেছেন:



গ্রানেই অর্ধ ভোজন একটা কথা আছে

আর দেখাতেই অর্ধ সুখ ।


আপনার নতুন পর্ব আসছে না কেন ?

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪৭

রাজীব নুর বলেছেন: ব্যস্ত থাকা ভালো।
আজাইরা থাকার চেয়ে ব্যস্ত থাকা ভালো। অনেক ভালো।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫

অপু দ্যা গ্রেট বলেছেন:



এত ব্যস্ততা ভাল না

অন্য দিকে মন নিতে পারি না ।

ভাল আছেন ?

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩২

আরোগ্য বলেছেন: বাহবা অপু দ্য গ্রেট তলে তলে এতো দুর।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭

অপু দ্যা গ্রেট বলেছেন:




নাহ তলে তলে গেলে পানি খাইতে হয় । আজকাল সব পানি ভাল না । ফুটাইয়া না হলে ফিল্টার করা লাগে ।

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৫৬

মা.হাসান বলেছেন: আপনার ঘরেও একটা মেয়ে আছে!! নাতনি ? না পুতনি? B:-)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬

অপু দ্যা গ্রেট বলেছেন:




আমার ছোট বোন ।

৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৫৯

রোকসানা লেইস বলেছেন: অবজার্রভেশন ভালো

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫১

অপু দ্যা গ্রেট বলেছেন:






ধন্যবাদ

৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:১৮

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: সহজ অকপট কৌতূহলী ভাষা ভাল লাগলো।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪

অপু দ্যা গ্রেট বলেছেন:





ধন্যবাদ । মজা পেলে আরও বেশি খুশি হবো ।

৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:২০

উম্মু আবদুল্লাহ বলেছেন: অফিসের কাজে ব্যস্ততার কারনে ব্লগে আসতে না পারার অজুহাত গ্রহনযোগ্য নয়। ঐরকম ব্যস্ততা সবারই থাকে। তারপরেও ভার্চুয়াল বন্ধুবান্ধব এবং শুভানুধ্যায়ীদের জন্য সময় বের করে রাখবেন।

লেখা বরাবরের মতই সুন্দর। ধন্যবাদ অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নেবার জন্যে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭

অপু দ্যা গ্রেট বলেছেন:




ধন্যবাদ । অফিসের বস বলেছে আমি যেন আগামী এপ্রিল পর্যন্ত কোন ছুটি না নেই ।

তবুও সামুতে আসব । সময় পেলেই আসব ।

৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪০

জাহিদ অনিক বলেছেন:
পাচ টাকার বাদাম এখনো বেচে?
আমি তো ১০ টাকার কম বেচে বাদামওয়ালা দেখি না আজকাল !
আপনি সেদিন আগে আগেই চলে গেছিলেন বইমেলা থেকে ! ধুর !

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

অপু দ্যা গ্রেট বলেছেন:



কি বলেন হাত পা ধরলে ৫ টাকা না ২ টাকায় ও বাদাম পাওয়া যায় ।

যাইনি তো । বই কিনছিলাম । তারপর ঘুড়ির স্টলে গেলাম । কেউ ছিল না ।

১০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০২

ওমেরা বলেছেন: রাস্তা - ঘাটে চলতে পথে কত কিছুই যে চোখে পড়ে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৮

অপু দ্যা গ্রেট বলেছেন:




আর আমি সেগুলো পর্যবেক্ষন করি ।

১১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৪

সুমন কর বলেছেন: হুম, বাস্তব সব কথা। ৩০০ ফিটে আবার কিসের মেলা !!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২৮

অপু দ্যা গ্রেট বলেছেন:



ধন্যবাদ দাদা

ইন্দো-বাংলা অটোমোটিভ শো ২০১৯ । ঘুরতে আইসেন ।

১২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৭

আর্কিওপটেরিক্স বলেছেন: চক্ষু তো ভালোই শাণিত বাছা B-))
অন্য কিছু চোখে ধরে নি ;)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫৯

অপু দ্যা গ্রেট বলেছেন:



নাহ কিছু ধরা পরেনি ।

আর আপনাদের দেখানো পথেই হাটছি ।

দোয়া করবেন গুরু ;) ;)

১৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫২

মুক্তা নীল বলেছেন: খুব সুন্দর ও সাবলীল পোস্ট। একদম ন্যাচারাল ।

ভালো লাগা রইলো।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০০

অপু দ্যা গ্রেট বলেছেন:





ধন্যবাদ ।

১৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর দৃষ্টিপাত। বাদাম পুষ্টি সমৃদ্ধ খাবার তবে কম হয়ে গেছে।
সময় মানুষকে সঠিক সিদ্ধান্তে পৌছাতে পারে না বলেই নানান ত্রুটি লক্ষ্য করা যায়।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০১

অপু দ্যা গ্রেট বলেছেন:




হুম ।

ধন্যবাদ ।

১৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৫

হাবিব বলেছেন: গতদিন আমি ফার্মগেট থেকে হেঁটে মহাখালি গিয়েছি

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০২

অপু দ্যা গ্রেট বলেছেন:




আমি মাঝে মাঝে হাটি । গন্তব্যহীন হাটা ।

১৬| ০১ লা মার্চ, ২০১৯ সকাল ৭:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: দুয়া করা হইলো ;)

০১ লা মার্চ, ২০১৯ রাত ১১:৪৬

অপু দ্যা গ্রেট বলেছেন:


ধন্যবাদ ।

আশা করি আপনাদের মান সম্মান ইতিহাস ধরে রাখতে পারব ।

১৭| ০১ লা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩

শায়মা বলেছেন: ভাইয়া ৩০০ ফিটে কি মেলা?

০১ লা মার্চ, ২০১৯ রাত ১১:৪৬

অপু দ্যা গ্রেট বলেছেন:





গাড়ির আপু । গাড়ির মেলা ।

১৮| ০৩ রা মার্চ, ২০১৯ বিকাল ৩:৩৫

শায়মা বলেছেন: গাড়ির মেলা!

উফ এমনিতেই রাস্তাঘাটে গাড়ির মেলায় বাঁচিনা আবার মেলাতেও যেতে হবে!!!!

০৫ ই মার্চ, ২০১৯ রাত ৯:২৮

অপু দ্যা গ্রেট বলেছেন:




আমাদের তো যেতেই হবে । আপনারা না আসলেও যেতে হবে ।

১৯| ০৩ রা মার্চ, ২০১৯ বিকাল ৪:৩৪

নয়া পাঠক বলেছেন: শায়মা বলেছেন: গাড়ির মেলা!

উফ এমনিতেই রাস্তাঘাটে গাড়ির মেলায় বাঁচিনা আবার মেলাতেও যেতে হবে!!!!

:P :P :P

আমি কিছু কইতাম না!

০৫ ই মার্চ, ২০১৯ রাত ৯:২৯

অপু দ্যা গ্রেট বলেছেন:




থাক মেলা শেষ আপাতত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.