নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটাই দেশ, বাংলাদেশ। ব্লগে লেখি নিজেকে ভালবেসে, কারো পক্ষে নয়, কোন স্বার্থে নয়।

ফিদাতো আলী সরকার

একটাই দেশ, বাংলাদেশ।

ফিদাতো আলী সরকার › বিস্তারিত পোস্টঃ

আজ প্রচ্ছদশিল্পী আবদুর রোউফ সরকার ৫ম মৃত্যুবার্ষিকী

২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৯


আজ থেকে পাঁচ বছর আগে আমার আব্বু প্রখ্যাত প্রচ্ছদশিল্পী আবদুর রোউফ সরকার(খোকন) আমাদের ছেড়ে না ফিরার দেশে চলে গেছেন। তিনি লালসালু, সূর্য দীঘল বাড়ি, বাংলাদেশের স্বাধীনতা ইতিহাস সহ বাংলা একাডেমীর অনেক বইয়ের প্রচ্ছদ করেছেন। তার মেজভাই বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক শওকত আলী। তার বাবা ডাঃ খোরসেদ আলী সরকার ৭১এর শহীদ বুদ্ধিজীবী এবং একসময়ের কংগ্রেসের নামকরা নেতা ছিলেন। তার মা সালেমা বেগম মুসলিম লীগের নেত্রী এবং শিক্ষিকা ছিলেন। তার বিয়ে হয়, বিক্রমপুরের নামকরা হাওলাদার পরিবারের মেয়ে সুলেখিকা হাজেরা খাতুনের সাথে। তাঁর একমাত্র মেয়ে ফারহানা শারমিন তিথি বাংলা সাহিত্যের অন্যতম কনিষ্ঠ কথাসাহিত্যিক। তার বড় ভাইরা ডাঃ বি করিম পাবলিক কমিশনের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সয়েল সায়েন্সের চেয়ারম্যান ছিলেন। বাংলা সাহিত্য সমাজে আব্বুকে রোউফ ভাই বলে ডাকা হতো। তিনি জাতীয় গ্রন্থকেন্দ্রে সহকারী পরিচালক হিসাবে অবসর নিয়েছিলেন। এছাড়া ইসলামী ফাউন্ডেশন, বাংলা একাডেমী,মুক্তধারা,শিশু একাডেমী,বেক্সিমকো মিডিয়া সহ অসংখ্য প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।তিনি এশিয়ার মধ্যে প্রথম প্রচ্ছদ শিল্পী হিসাবে জার্মান থেকে বিশেষ পুরস্কার পান শওকত আলীর 'টুম্পা নামের হাতির' জন্য। ২০০৭ সালে তার একটি একক চিত্র প্রদর্শনী হয়, যা সবার কাছ অনেক প্রশংসা পাওয়া গেছে। ২০১০ সালে ১৫ই সেপ্টেম্বর আমার জন্মদিনে তার মস্তিকে ক্যানসার ধরা পরে। ২০১১সালের ২৪ এপ্রিল সকাল ৭.৩০ আমাদের সহ তার অসংখ্য ভক্তদের কাঁদিয়ে চলে যান । আমি সালাম আলী আহসান(অতি) তার বড় সন্তান হিসাবে সবার কাছে আমার আব্বুর জন্য দোয়া চাচ্ছি। আল্লাহু, যেন তাঁর জানা-অজানা পাপ ক্ষমা করে দেন এবং তাঁর জানা-অজানা ভাল কাজের জন্য তাকে পুরস্কার দেন। (আমিন)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৪

আশরাফুল ইসলাম মাসুম বলেছেন: আমিন
Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.