নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটাই দেশ, বাংলাদেশ। ব্লগে লেখি নিজেকে ভালবেসে, কারো পক্ষে নয়, কোন স্বার্থে নয়।

ফিদাতো আলী সরকার

একটাই দেশ, বাংলাদেশ।

ফিদাতো আলী সরকার › বিস্তারিত পোস্টঃ

হাসি কান্না আর ভালবাসা-৭

২৬ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৩৮

অনেকদিন জীবনের ফোন আসে না। হয়তো আর আসবে না। অথচ জীবন প্রতিদিন একবার ফোন না করে থাকতে পারতো না। একদিন কি কারণে যেন বনলতা ফোন ধরে নাই। পরে যখন বনলতা ধরলো, তখন জীবনের সেই কি কান্না? বনলতা আর জীবন কত স্বপ্ন দেখেছিল? কিভাবে সব ভেঙ্গে গিয়েছে? জীবনের অনেক সমস্যা ছিল, অনেক মোটা ছিল, বয়স অনেক বেশি ছিল বনলতা থেকে, অনেক বোকা ছিল, বেশি সত্য কথা বলতো, ভণ্ড এই পৃথিবীর অচল পয়সা। কিন্তু অনেক বেশি ভালবাসত।
বনলতার জীবনে অনেক মানুষ এসেছে। সবাই তার দেহকে ভালবেসেছে। মনকে ভালবেসেছিল শুধু জীবন। ওকে হারিয়েছে, ও অন্য কারো হয়ে গেছে। বনলতাও একটি সঙ্গী পেয়ে গেছে। কিন্তু তা মনের সঙ্গী নয়। সবাইকে বনলতা চিৎকার করে বলতে চায়, বনলতা সুখি আছে, জীবনকে ছাড়া। এই মিথ্যার পৃথিবীতে এটাই সবচেয়ে সত্য কথা।
কবি অনেক কিছু বলতে চায়। কবি আকাশে উড়তে চায়, কবি মাঠে দৌড়াতে, কবি নদীতে সাঁতার কাটতে চায়। অথচ কবি নথর হয়ে পড়ে আছে কোন এক মর্গে। সত্য ক্রস ফায়ারে তাকে হত্যা করা হয়েছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.