নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটাই দেশ, বাংলাদেশ। ব্লগে লেখি নিজেকে ভালবেসে, কারো পক্ষে নয়, কোন স্বার্থে নয়।

ফিদাতো আলী সরকার

একটাই দেশ, বাংলাদেশ।

ফিদাতো আলী সরকার › বিস্তারিত পোস্টঃ

আমার মিসেস আমি শুধু তোমায় ভালবাসি

০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৯


ওনাকে দেখলে আমার হুমায়ূন আহমেদের কোন চরিত্রে কথা মনে পড়ে যায়। এই লেখকের বেশ কয়েকটা চরিত্র পাগল সাজার চেষ্টা করতো এবং সব সময় গণ্ডগোল করতো। উনি বউকে নানাভাবে অত্যচার করে এবং নিজেকে বাঁচাবার জন্য তার নিজের আত্মীয়দের কাছে মিথ্যা মিথ্যা কাহিনী বানাতো। মিথ্যা কথা বলা তার চরিত্রে অংশ।সাথে সে মজার মজার কথা বলে। দেখলে মনে হয় ভাঁজা মাছটা উল্টিয়ে খেতে জানে না। এসব চরিত্রগুলো বাস্তব জীবনে অনেক কষ্ট পায়। এদের কাহিনী গল্প উপন্যাসে পড়তে খুব ভাল লাগে, কিছুক্ষণ নাটক দেখতেও ভাল লাগে। প্রেম করে যারা পালায় তাদের কাহিনী শেষে কি হয়? ছেলেগুলো বেশিরভাগ লম্পট জাতীয় হয়। মেয়েগুলো থাকে বুদ্ধি কম। ছেলেরা ভোগ করে পালিয়ে যায় আর মেয়েরা নিজের ভুল বুঝে অনুতপ্ত হতে থাকে। আর কোনভাবে সংসার টিকে যায়, তবে সারা জীবন ভর্তি আহাকার। আমি আরেকটা জিনিস দেখি স্বামী-স্ত্রী একজন আরেকজনকে শত্র মনে করে। এটা বেশি প্রকাশ পায় তাদের মধ্যে আলাদা হওয়ার প্রক্রিয়া শুরু হয় তখন। একজন আরেকজনের ছোট ছোট ভুলগুলো অনেক বড় করে দেখতে পায়।আরে ভাই আমিও তো বিয়ে করেছি। বেশ বয়স করেই বিয়ে করেছি। একজন আরেকজকে পাগলের মতো ভালবাসি। একজন আরেকজনকে ভাত পর্যন্ত খাইয়ে দেই। অনেকে এটাকে হিংসা পর্যন্ত করে, অনেকে প্রতিযোগিতা করে। হিংসা যারা করে তারা হিংসাতেই পুড়ে যায় আর প্রতিযোগিতা যারা করে তারা বারবার হেরে যায়।
সব কথার শেষ কথা। আমার মিসেস আমি শুধু তোমায় ভালবাসি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:০২

কানিজ রিনা বলেছেন: একদম সত্য কথা তুলে ধরেছেন

২| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ১২:১৮

ওমেরা বলেছেন: আপনি তো আপনার মিসেসকেই ভালবাসবেন না হলে খুন হয়ে যাবেন না !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.