নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটাই দেশ, বাংলাদেশ। ব্লগে লেখি নিজেকে ভালবেসে, কারো পক্ষে নয়, কোন স্বার্থে নয়।

ফিদাতো আলী সরকার

একটাই দেশ, বাংলাদেশ।

ফিদাতো আলী সরকার › বিস্তারিত পোস্টঃ

আমাদের প্রিয় প্রীতি আপু

১১ ই মার্চ, ২০১৭ সকাল ১১:১৭

আমাদের প্রিয় প্রীতি আপু। বাংলাদেশ প্রথম পাবলিক কমিশন চেয়ারম্যান আমার বড় খালু ডঃ বি করিমের ছোট মেয়ে। অসাধারণ মেধাবী একজন। ভারত-পাকিস্থান তো ভিক্ষা করে ইংরেজ থেকে স্বাধীনতা অর্জন করেছে। কিন্তু আপু ইংরেজদের দেশে থেকে ইংরেজদের অন্যায়ের প্রতিবাদ শুধু করে নাই, বরঞ্চ ন্যায় প্রতিষ্ঠা করেছে। উল্কা আপু আর প্রীতি আপু আমার আব্বা আর আম্মার অনেক কাছের মানুষ ছিল। তিথি আর আমাকে অনেক তারা আদর করেছে। আমাদের নিয়ে তারা অনেক চিন্তা করতো। কারণ আমাদের অনেক ভালবাসত। উল্কা আপু অনেক কম বয়সে মারা গেছে। তার মেয়েদের আমাদের পরিবার অর্থাৎ আব্বা-আম্মা-তিথি-আমি অনেক আদর করতাম। তারাও আমার গায়ের হলুদে অনেক কিছু করেছে। এক কুচক্রী মহিলার জন্য মৌটুসির বিয়েটা আমরা ঠিক মতো আনন্দ করতে পারিনি। যাক আল্লাহু তার বিচার করবে। প্রীতি আপুর জীবনে অসাধারণ অসাধারণ ঘটনা আছে। এছাড়া তার লেখাও অসাধারণ। আশা করি, সে খুব তাড়াতাড়ি লেখার মাধ্যমে বাংলাদেশে মান সম্পন্ন লেখকের অভাব পূরণ করবে। আমি তার দীর্ঘ আয়ুর জন্য আল্লাহুর কাছে দোয়া করছি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৭ সকাল ১১:২৪

নাদিম আহসান তুহিন বলেছেন: প্রিতী আপুর দীর্ঘায়ু কামনা করছি :p

২| ১১ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৩৬

আল ইফরান বলেছেন: কেমনে কি ? ? ?
আমি তো কিছুই বুঝলাম না :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.