নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটাই দেশ, বাংলাদেশ। ব্লগে লেখি নিজেকে ভালবেসে, কারো পক্ষে নয়, কোন স্বার্থে নয়।

ফিদাতো আলী সরকার

একটাই দেশ, বাংলাদেশ।

ফিদাতো আলী সরকার › বিস্তারিত পোস্টঃ

সত্য কথন-৩

০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে মাস্টার্সের প্রথম বর্ষের পরীক্ষা চলছে। আমি আমার বউকে নিয়ে পরীক্ষা হলে নিয়ে যাচ্ছি। ছয়তলার উপরে পরীক্ষা হল। রুমে দিকে যাচ্ছি, আর জানালা দিয়ে দেখছি। সবার হাঁতে নকল। ছোট ছোট কাগজ। আমি বা আমার বউ নকল করতে জানি না। তাছাড়া আমি তাকে বিয়ের পরেই বলে দিয়েছি, কোনরকম নকল করা যাবে না। আমি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। ওখানে কেউ নকল করতে গেলে ধরা খেত। যেহেতু বিজ্ঞাপন করতে আসি নাই, বিশ্ববিদ্যালয়ের নাম উহ্য রাখলাম। যখন পরীক্ষা দিয়ে আমার বউ এসে বলে সবাই নকল করেছে, নকল ধরেও অনেককে ছেড়ে দিয়েছে, তখন ফ্যালফ্যাল দিয়ে তার দিকে তাকিয়ে থাকি। জানি না ওর রেজাল্ট কেমন হবে, আমার আম্মাকে সারাদিন সেবা করে, সংসারে জন্য এতো খেটে, রাতে একটু পড়ার সুযোগ পেয়ে। আমরা
যারা নকল করতে বিবেকে লাগে, সৎ থাকতে চাই, নিজের যোগ্যতায় আগাতে চাই, তারা কি এসব চোর, বাটপাড়, নকলবাজদের সাথে পারবে? আর এসব শিক্ষা প্রতিষ্ঠানে বা বোর্ডে নকল করার সুযোগ কেন দেয়? এতো অযোগ্য লোক কেন এসব জায়গায়? তারাও কি এরকম নকল করেই এসব পদে এসেছে? তাহলে আর বলার কিছুই নেই!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৭

সুমন কর বলেছেন: :(

২| ০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৮

আনু মোল্লাহ বলেছেন: আমাদের সমাজে এখন বিবেকবানদের চলাই মুশকিল।
আপনার ও আপনার বউয়ের প্রতি আমার শ্রদ্ধা রইল।

৩| ০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪১

মার্শাল আরমান বলেছেন: ভাই, নাক কাটার দেশে নাক নিয়ে হাজির হয়েছেন।

৪| ০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০১

নতুন বলেছেন: ভাই আপনি ভাল থাকতে চাইছেন এবং ভালো আছেন এটা অনেক বড় একটা মানষিক শক্তি এবং শান্তি...

মানুষের দেখাদেখি নকল/দূনিতি করে নিজের কাছে নিজেকে ছোট করলে মনের শান্তি থাকবেনা। :)

আপনার ও আপনার বউয়ের প্রতি আমার শ্রদ্ধা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.