নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটাই দেশ, বাংলাদেশ। ব্লগে লেখি নিজেকে ভালবেসে, কারো পক্ষে নয়, কোন স্বার্থে নয়।

ফিদাতো আলী সরকার

একটাই দেশ, বাংলাদেশ।

ফিদাতো আলী সরকার › বিস্তারিত পোস্টঃ

একবার বলো

২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩৫


অনেক সৃতি রয়ে যায়
কোন এক কোনায়
মাঝে মাঝে চিৎকার করে
বলে আমি এখনি রয়েছি

গল্পকার তার বলে যায়
কবি ছন্দ মিলিয়ে যায়
পাঠক বুঝে কি বুঝে না
হয় না তো জানা

একবার বলো
তোমাকে আজও ভুলি নাই
একবার বলো
তোমার বুকে আজও যেতে চাই

জানি, বলবো না
জানি, কল্পনাও করবে না

সব কিছু আজ নিষিদ্ধ হয়ে গেছে
অনেক দূরে থেকেও কাছে আসা
অনেক স্বপ্ন দেখা
অনেক কষ্ট পাওয়া

একবার বলো
তোমায় ভালবাসি
একবার বলো
এখনো কাছে আছি।

হয়তো এই অনুভূতি
আর থাকবে না
ভুলে যাওয়ার ষড়যন্ত্রে
হৃদয় আর কাঁদবে না।

একবার বলো
..................
২৭-১২-১৭

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৬

তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৫

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: স্মৃতির জানালায় দাঁড়িয়ে, দু'হাত বাড়িয়ে করি চিৎকার। স্মৃতিরা হাসে স্মৃতা কাঁদে, স্মৃতিরা করে ধিক্কার।

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪২

রাজীব নুর বলেছেন: সুন্দর হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.