নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটাই দেশ, বাংলাদেশ। ব্লগে লেখি নিজেকে ভালবেসে, কারো পক্ষে নয়, কোন স্বার্থে নয়।

ফিদাতো আলী সরকার

একটাই দেশ, বাংলাদেশ।

ফিদাতো আলী সরকার › বিস্তারিত পোস্টঃ

মন্দদের জন্য আমরা ভালটাকেও ভয় পাই

০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫১


কাল একটা মজার জিনিস দেখলাম। অফিস থেকে আমি হেটেই যাই সাধারণত। মাঝে মাঝে আমার এক চাচার দোকান থেকে বাজার করি। তার দোকানটা শেখেটেক ৩ নম্বরে। এটা আমার বাসা আর অফিসের মাঝে পরে।
কাল যখন তিন নম্বরের গলি দিয়ে ঢুকলাম, একটা রিক্সা যাচ্ছিল। হঠাৎ, রিক্সাআলা বলল, পিছনে কি কেউ আছে, যে ভারী লাগছে! আমি দেখলাম, একটা বাচ্চা পিছনে ঝুলে রিক্সার পেসেঞ্জারের থেকে কিছু নেওয়ার চেষ্টা করছে। কথাটা শুনে, পট করে নেমে গেল। আমি দেখি, সেটা বাচ্চা নয়, যুবক, তবে খাট খুটো চিকন। নামার সাথে সাথে ওই রিক্সার পিছনে আরেকটা রিক্সা ছিল, তা ঘুরিয়ে ওই যুবকে নিয়ে চলে গেল। হয়তো ১০ থেকে ১২ সেকেন্ডের ঘটনা। বুঝা গেল এটা একটা ছিনতাইকারী গোত্র।তোরা একটু সাবধানে যাতায়াত করিস। এরা যেকোন জায়গায় এসব কাজ করতে পারে। আমার এক বন্ধু থেকে এভাবে একটা ল্যাপটপ নিয়ে গেছে।
আমরা অনেক কষ্ট করে রোজকার করি। অথচ ১০-১২ সেকেন্ডে আমাদের কাছ থেকে হয়তো এক বা দুই মাসের অর্জন নিয়ে যায়। ভয়ে আমরা পুলিশের কাছেও যাই না, না জানি তারা আবার কি চেয়ে বসে? ভাল মন্দ সব জায়গাই আছে, মন্দদের জন্য আমরা ভালটাকেও ভয় পাই।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০০

কামরুননাহার কলি বলেছেন: হুম ‘মন্দের জন্য আমরা ভালোটাকেও ভয় পাই’।

২| ০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০২

বিজন রয় বলেছেন: অামােদর ভয় পেলে চলবে কেন, দায়িত্ব তো কাউকে নিতেই হবে।

৩| ০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১০

অদৃশ্য প্রতিভা বলেছেন: আজ ভালোটাকেও সন্দেহের চোখে দেখে সবাই!
ভালো কথা বলতে যাবেন তো আপনাকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে!!!!

খুব ভালো একটা শিরোনামে লিখেছেন।

৪| ০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৪

রানার ব্লগ বলেছেন: ভয় পাবেন না সাহসের সাথে এগিয়ে যান দেখবেন সকল ভয় কেটে গেছে।

৫| ০২ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সতর্কতার বিকল্প নাই,

৬| ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫১

প্রামানিক বলেছেন: অনেক সময় সতর্ক হলেও লাভ হয় না উল্টো আরো মাইর খেতে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.