নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটাই দেশ, বাংলাদেশ। ব্লগে লেখি নিজেকে ভালবেসে, কারো পক্ষে নয়, কোন স্বার্থে নয়।

ফিদাতো আলী সরকার

একটাই দেশ, বাংলাদেশ।

ফিদাতো আলী সরকার › বিস্তারিত পোস্টঃ

অতিমানব তৈরির কারখানা

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:৪৭

আমার একটা ভাগিনা আছে। সম্পর্কে ভাতিজা হয়, কিন্তু
ওর ছোটবেলা থেকে আমায় অতি মামা বলে ডাকে। ঢাকার এক নামকরা স্কুলে পড়ে। ওকে অনেক আদর করতাম। কিন্তু কয়েক বছর থেকে ওর মধ্যে পরিবর্তন দেখছি। অহংকার, কম কথা বলা, মোবাইল নিয়ে একা একা গেম খেলা, আমার সাথে খারাপ ব্যবহার করা। ১ জুন জন্মদিন ছিল। আমার আম্মু না জেনেই ওদের বাসায় ইফতার করতে গেছে। ওর বন্ধুদের নিয়ে জন্মদিন পালন করছিল। সবগুলো একই রকম। তখন বুঝলাম, এরা একই স্কুলে ছাত্র। স্কুলই তাদের অতিমানবের বানিয়ে ফেলছে। আমি ৭টা স্কুলে পড়েছি। তার মধ্যে বেশ কয়টি নামকরা স্কুল। হয় সেই সময় অতিমানব স্কুলে পড়ি নাই, নাহলে আজকাল অতিমানব বানানোর স্কুল তৈরি হয়েছে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ২:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: হায় হায়, কি বলেন।

২| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ২:৪৭

রাজীব নুর বলেছেন: ভাগিনা/ ভাতিজা কোন স্কুলে পরে? স্কুলের নাম কি?

৩| ০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৪:০০

উদাস মাঝি বলেছেন: এখনকার ইংলিশ মিডিয়াম স্কুলগুলো শুধু পড়াশুনা আর ইসমার্ট বানায় ।
এরা নৈতিক গুনাবলি তৈরিতে ব্যর্থ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.