নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটাই দেশ, বাংলাদেশ। ব্লগে লেখি নিজেকে ভালবেসে, কারো পক্ষে নয়, কোন স্বার্থে নয়।

ফিদাতো আলী সরকার

একটাই দেশ, বাংলাদেশ।

ফিদাতো আলী সরকার › বিস্তারিত পোস্টঃ

রাজকুমার

০৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৬

তুমি বলেছিলে কত কথা?
আজ সেই কথা নাই কোন মুল্য
তারপরে তোমার সাথে করি কাউকে তুল্য
হ্যা, আমি অন্যের হয়ে গেছি
তুমি যেদিন আমাকে দেখতে এসেছিলে
তোমাকে রাক্ষসের মতো লাগছিল
আমি তোমার দিকে ঘৃণার চোখে তাকাচ্ছিলাম
তুমি পদ্মা পার হয়ে আমাকে দেখতে এসেছিলে
বিদায় সময় তোমার কান্না আমার কিছু আসে যায় নেই
আমি কান্না করা পুরুষ ঘৃণা করি
আমি তোমায় আজও ঘৃণা করি
তুমি রাজকুমার হতে পার নাই
তুমি কিছু হতে পার নাই

শুনেছি তুমি আজ বেকার
নানাবাড়ির টাকায় চল
হাঁসপাতালে আবার ভর্তি হয়েছিলে
তোমার বোন তোমার আর বউয়ের নামে কুৎসা রটায়

আমি ঠিকই রাজকুমার পেয়ে গেছি
আমাদের রাজ-রাজকুমার সন্তান হয়েছে

তুমি আমাকে পাও নাই
তুমি যাকে পেয়েছ
সে নাকি সুচিত্রা মতো সুন্দরী
সে নাকি সেরা ছাত্রী
সে নাকি সেরা রাঁধুনি
তাতে আমার কি?
তাতে আমার কি?

কবিতাটা পরে আমি মনে মনে হাসলাম
আমি ঠিকই রাজকুমার হয়েছি
আমি ঠিকই রাজকুমারী পেয়েছি
কারণ আমি আমিই
আর মুনমুনও আমি
এটাই পার্থক্য সবার সাথে আমার।
৫-১২-২০২০

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:১৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি ঠিকই রাজকুমার হয়েছি
আমি ঠিকই রাজকুমারী পেয়েছি

.......................................................
এসবই মনের ব্যাপার
জীবনে মানসিক তৃপ্তি এর উপর আর কিছু হতে পারেনা ।

২| ০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:১৭

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
কবিতাটা আমার ভালো লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.