নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটাই দেশ, বাংলাদেশ। ব্লগে লেখি নিজেকে ভালবেসে, কারো পক্ষে নয়, কোন স্বার্থে নয়।

ফিদাতো আলী সরকার

একটাই দেশ, বাংলাদেশ।

ফিদাতো আলী সরকার › বিস্তারিত পোস্টঃ

সামুতে ১০ বছর

০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:১৭


১০ বছর আগে এখানে যখন লেখা শুরু করেছিলাম, তখন ব্লগের স্বর্ণযুগ ছিল। আমিও ছিলাম বর্তমানের মতো বেকার। দিনে একটা করে লেখা দিতাম। ছিল ক্লাস সিক্স থেকে লেখা কবিতাগুলো। এছাড়া রাজনীতিমুলক লেখা। মতামত প্রকাশবিমুখ শোষকের ভয়ে ওসব লেখা ছেড়ে দিয়েছি অনেক আগেই। দেশ রসের তলে গেলে কারো কিছু আসে যায় না, কারণ রস তো সবাই খাচ্ছে। বর্ণমালা, সোনার বাংলা সহ আরো অনেক ব্লগে লেখতাম। প্রথম আলো ব্লগে আমার কবিতাগুলো খুব পছন্দ করতো। যেদিন সেটা বন্ধ হলো খুব কষ্ট পেয়েছিলাম। পত্রিকায় নিজে থেকে কখনো লেখা দেই নাই। আব্বার নিজ হাতে তৈরি বেক্সিমকো মিডিয়া থেকে প্রকাশিত শৈলীতে আমার একটা কবিতা নিয়ে গেছিলো। কবি কায়সুল হক বলেছিলেন, আরো পক্ত হতে হবে। ইত্তেফাকে একটা দিয়েছিল, সেটা প্রকাশ হওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত কাগজের স্তূপে কোথায় হারিয়ে গেছে। আমার প্রথম সমালোচক ছিল, মোহাম্মদ মোবারক হোসেন সুমন। সে যেদিন বলেছিল কবিতাটা এইবার হয়েছে, খুশিতে একবছর আর কবিতা বের হয় নাই। আব্বু এতো লেখক-প্রকাশক-সম্পাদককে চিনতো বা আব্বাকে চিনতো। অথচ, সবাই জানে আব্বার একটাই মেয়ে। নাম তাঁর ফারহানা শারমিন তিথি। বাংলার অন্যতম কনিষ্ঠ ঔপন্যাসিক। আমাদের পারিবারিক একটা নিয়ম আছে, তা হচ্ছে তারা তাদের মেয়েদের সামনে এগিয়ে যেতে সাহায্য করে, ছেলেদের নিজেই এগিয়ে যেতে হয়। আমিও শহীদ বুদ্ধিজীবি ঠসা ডাক্তারের নাতি, আমি এই পরিবারের অন্যতম হয়ে ছাড়বো। (আমিন)

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:২১

হাবিব বলেছেন: অভিনন্দন আপনাকে। থাকুন আমৃত্যু।

১০ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৩১

ফিদাতো আলী সরকার বলেছেন: ধন্যবাদ।

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:২৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: ১০ বছর পূর্তিতে আপনাকে শুভেচ্ছা।

১০ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৩২

ফিদাতো আলী সরকার বলেছেন: ধন্যবাদ

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:২৪

চাঁদগাজী বলেছেন:


১০ বছর পুর্তির অভিনন্দন রলো।
লেকায় তো স্বর্ণযুগের ছোঁয়া পেলাম না, তাম্রযুগ বলে মনে হচ্ছে!

১০ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৩৩

ফিদাতো আলী সরকার বলেছেন: নিয়মিত লিখি না। তাই, বোধহয়।

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৩১

অপু তানভীর বলেছেন: বাহ! আপনি আমার মাস খানেক আগে সামুতে লেখালেখি শুরু করেছেন । দশ বছর অনেক লম্বা একটা সময় । লিখে যান আরও ১০০ বছর ।

অভিনন্দন রইলো !

১০ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৩৫

ফিদাতো আলী সরকার বলেছেন: ১০০ বছর।দেখা যাক।

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪০

তারেক ফাহিম বলেছেন: অভিনন্দন।

যুগ যুগ থাকুন সামুর সাথে।

১০ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৩৫

ফিদাতো আলী সরকার বলেছেন: ধন্যবাদ।

৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৫৭

খায়রুল আহসান বলেছেন: ব্লগিং এ দশ বছর পূর্তিতে আন্তরিক অভিনন্দন! আরও অনেকদিন ধরে সানন্দে ব্লগিং করে যাবেন, এ প্রত্যাশা ও শুভকামনা র'লো।

স্থায়ীত্বের দিক থেকে আপনার মত প্রবীণেরা যারা আজও মাঝে মাঝে বা নিয়মিতভাবে এ ব্লগে লিখে চলেছেন, লক্ষ্য করেছি তারা পাঠকের মন্তব্যের উত্তর দিতে অনীহ। আশাকরি, আপনি এর অন্যথা হবেন এবং সময় করে উত্তর দিয়ে যাবেন।

১০ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৩৯

ফিদাতো আলী সরকার বলেছেন: আশা করি, মতামত প্রকাশের সুসময় আবার ফিরে আসবে। তখন নিয়মিত হওয়ার চেষ্টা করবো।

৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: অভিনন্দন আপনাকে।

১০ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৪০

ফিদাতো আলী সরকার বলেছেন: ধন্যবাদ।

৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:০৮

রাজীব নুর বলেছেন: দশ বছর অনেক লম্বা সময়।
আপনাকে অভিনন্দন।

১০ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৪০

ফিদাতো আলী সরকার বলেছেন: ধন্যবাদ।

৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:০৯

নেওয়াজ আলি বলেছেন: অভিনন্দন আপনাকে । সুস্থ থাকুন। ভালো থাকুন।

১০ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৪১

ফিদাতো আলী সরকার বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.