নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটাই দেশ, বাংলাদেশ। ব্লগে লেখি নিজেকে ভালবেসে, কারো পক্ষে নয়, কোন স্বার্থে নয়।

ফিদাতো আলী সরকার

একটাই দেশ, বাংলাদেশ।

ফিদাতো আলী সরকার › বিস্তারিত পোস্টঃ

মৌলিকতা-১

১০ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:২৭


সৈয়দ মুজতবা আলী তার শ্রেষ্ঠ রম্য রচনার রবি-পুরাণ লেখায় দুজনের কথা বলেছেন। একজন হচ্ছেন আলঙ্কারিক হেমচন্দ্র এবং আরেকজন হচ্ছেন মহাকবি হাইনরিষ হইনে। যদিও তাদের কোন লেখা পড়ার দুর্ভাগ্য আমার হয় নাই। যারা কিনা “চুরি হচ্ছে মহাবিদ্যা, যদি না পড়ে ধরা”- এরকম আবর্জনা মুলুক কথা বলে। ক্লাস সিক্স থেকে লেখে যাচ্ছি। মৌলিক লেখার চেষ্টা করি।


পরের লেখা নকল করে হয়তো নোভেল(সুদের টাকার পুরস্কার) পাওয়া যায়, জনপ্রিয় হয়ে দ্বীপ কেনা যায়, সবার আইডল হওয়া যায় কিন্তু আমার মতো মনে সুখ বোধহয় কেউ পায় না। একেকটা লেখা আমার একেকটা সন্তানের মতো। সন্তান যেমন ভাল-মন্দ-সাদা-কালো নানান স্বভাবে হয়, লেখাগুলো সেরকম হয়। সব সন্তানকে সবাইকে দেখাতে হবে এরকম তো নয়।

ব্লগে অনেক বছর ধরে লেখা-লেখি করি। একটা কবিতার বইও বের করেছিলাম। হাজার নকলের ভিড়ে আসল হারিয়ে যায়। আমার কবিতা বই নিয়ে কত কটু কথা শুনতে হয়েছে। নিজের সন্তানের কটু কথা শুনতে কার ভালো লাগে। অথচ, যারা কটু কথা বলছে, তারা কিন্তু বাজ।
শেষ কথা একটাই। আমি সন্তান জন্ম দিতে থাকবোই। দেখি কে আমায় থামায়!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:২৩

*আলবার্ট আইনস্টাইন* বলেছেন: আপনার অনাগত কবিতার জন্য শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.