নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক ভবঘুড়ে ঝড়ের কবলে সমুদ্র ছাড়িয়ে মহাপ্লাবনের অনিদ্রসীমায় সেদিন পৌঁছে গিয়েছিলাম সৃষ্টির বহু কাছে।

অভিশপ্ত জাহাজী

সুনামিতে ভারাক্রান্ত হৃদয়ের ঠাঁই মহাকলের সুইসাইড পিলেও খুঁজে পাইনি।

অভিশপ্ত জাহাজী › বিস্তারিত পোস্টঃ

ওয়্যার সিমিট্রি থেকে বলছি

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৯

(ওয়াশিংটন রেডিও থেকে সরাসরি যুক্ত হবে চিটাগং ওয়্যার সিমিট্রিতে। সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহীদ হওয়া এক সৈনিক তার প্রেমিকার উদ্দেশ্যে মনের কথা ব্যক্ত করবে রেডিও লাইভে)



শরৎের পড়ন্ত দুপুর,
একা ওয়্যার সিমিট্রিতে দাঁড়িয়ে তুমি।
এপিটাফে তাকিয়ে তোমার নির্বাক দুচোখ।
হাতে ফুল আর হৃদয়ে তোমার গ্রেনেড ,
স্বাগতম জানায় তোমায় এই গ্র্যাবিয়ার্ড।
কবরে ফুল ছুড়ো আর মিনিট খানেক দাঁড়াও,
দাঁড়িয়ে নীরবতা পালন করো।
তবু ভালোবাসা মাটি চাপা দিয়ে
যে নীরবতা বুকে নিয়ে ৪১ বছর হলো শুয়ে আছি
তার খবর তোমরা রাখোনি,
মহাকাল রাখেনি ।

আজো রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে তুমি অন্য কাউকে ভালোবাসায় উচ্ছাসিত করো,
জীবনের গল্প শোনাও , স্বপ্ন দেখাও।
আমি সেই স্বপ্নের ভারে পদদলিত।
আমি ডানা ভাঙা চিলের মত
আকাশের গায়ে আছড়ে পড়া এক পরাজিত প্রেমিক।
এখানে প্রতিটা প্রহর কাটছে অবহেলিত আত্মাদের ভিড়ে।
শূন্যতা এতই প্রখর যে ,
এই নিগৃহ এতই সুচালো যে ,
মস্তিষ্ক চিড়ে যাওয়া স্প্রিন্টারের সেই ব্যথা আজো আমায় থামাতে পারছে না।

এ বুকের হাড়ে লেগে থাকা ক্ষত চিহ্ন থেকে
যে শিমুল গাছ বেড়ে উঠল,
তার ফুলের গায়ের এই লালচে রঙ
যেনো আমারই তীব্র বেদনের বহিঃপ্রকাশ।
সেই ফুল আজো ঝরে পরে শূন্যতার ভারে।
তাকে তুমি খাঁজকাটা জুতোয় পিষ্ট করে
আমায় করুনার বিসর্জন দেখতে এলে।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০০

রাকু হাসান বলেছেন:

বাহ বাহ এত চমৎকার কবিতা ! খুব ভাল লিখেছেন । ব্লগে স্বাগতম ভাই! শুভ ব্লগিং । আমার পক্ষ থেকে আপনাকে ফুলেল শুভেচ্ছা ।
বেশি বেশি লেখা পোস্ট করার পাশাপাশি ,গঠনমূলক মন্তব্য করলে ,এক সময় আপনি সেফ(তখন থেকে প্রথম পাতায় লেখা যাবে) হবেন । শুভকামনা থাকলো । হোক ব্লগিং ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৬

অভিশপ্ত জাহাজী বলেছেন: রাকু হাসান ভাই , অসংখ্য ধন্যবাদ। তেমন ঘঠনমূলক কথা তো লিখতে পারিনা। আচ্ছা ফেসবুক থেকে আমার আগের পোষ্ট ব্লগে প্যাস্ট করতে পারব ?

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৩

রাকু হাসান বলেছেন: হ্যা ভাই অবশ্যই পারবেন । ব্লগে পঠিত না হলেই হবে ।কোনো সমস্যা নাই । আপনার কবিতা টা যথেষ্ট ভাল । গুণী ব্লগারদের পোস্টে গঠনমূলক কমেন্ট করে আমন্ত্রণ জানাতে পারেনভাই । বলেছেন গঠনমূলক লিখতে পারেন না ,এই পোস্ট দেখে মনে হচ্ছে আপনি ভাল লিখেন ।শুভকামনা ভাই ্


http://www.somewhereinblog.net/blog/samupagla007/30152717 সামু পাগলী আপুর এই পোস্ট টি পড়তে পারেন । খুব উপকৃত হবেন । আশা করি

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৮

অভিশপ্ত জাহাজী বলেছেন: আবারো ধন্যবাদ ভাই। :D

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৭

কাওসার চৌধুরী বলেছেন:



সামুতে স্বাগতম; শুভ কামনা রইলো ৷ +++

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৭

অভিশপ্ত জাহাজী বলেছেন: ধন্যবাদ কাওসার ভাই। ভালোবাসা রইল।

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৯

হাবিব ইমরান বলেছেন: শুভ ব্লগিং..... ভালো লিখেছেন।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৭

অভিশপ্ত জাহাজী বলেছেন: অসংখ্য ধন্যবাদ দার্শনিক ইমরান ভাই :D

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০২

স্রাঞ্জি সে বলেছেন:



হ্যাপি ব্লগিং..........


১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩২

অভিশপ্ত জাহাজী বলেছেন: ধন্যবাদ দাদা , পাশে থাকবেন

৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৮

ঠাকুরমাহমুদ বলেছেন: অভিশপ্ত জাহাজী নাম দেখে ভেবেছিলাম আপনি হয়তো অভিশপ্ত কোনো গল্প লিখেন ?

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০১

অভিশপ্ত জাহাজী বলেছেন: অভিশপ্ত গল্প জানা আছে। একদিন সময় করে লিখব দাদা।
তবে আপনার নামটা অদ্ভুত সুন্দর। ঠাকুর আবার মাহমুদ।

৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৩

ঠাকুরমাহমুদ বলেছেন: নদী মরে গেলেও নাম ধরে রাখতে হয়, আমিও বংশ পদবী ধরে রেখেছি আমি বাংলাদেশে মুসলিম ঠাকুর পরিবারের এক নগণ্য মশালবাহী দূত । অভিশপ্ত গল্প আমার ও কিছু জানা আছে, আপনি লিখুন সাথে আছি ।। ধন্যবাদ ।।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২৬

অভিশপ্ত জাহাজী বলেছেন: শুনে ভালো লাগলো যে বংশ পদবি ধরে রাখছেন।
সাথে থাকার জন্য ধন্যবাদ দাদা। আপনি লিখুন, লেখার ধরন আমার খুব বেশি জানা নেই। জেনে লিখব।

৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০০

অক্পটে বলেছেন: বেদনা বিধুঁর এক মহাকাব্য যেন। মোহিত হলাম। শুভকামনা কবি।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

অভিশপ্ত জাহাজী বলেছেন: এত মনোযোগ দিয়ে পড়ার জন্য ধন্যবাদ আপনাকে। তবে মহাকাব্য তো দূরের কথা কাব্যও তো হয়নি। লেখাটা খুব বেশি প্রানঞ্জল হয়নি।
আপনার প্রতিও শুভকামনা রইল। ভালো থাকবেন দাদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.